ভূমিকাঃ
মাঝে মাঝে আমাদের চারপাশের জীবন, প্রকৃতি, পরিবেশ, সৌন্দর্য্য ও নানাবিধ বিষয় নিয়ে লিখতে ইচ্ছে হয় যেসব লিখার বিষয়বস্তুকে কোন নির্দিষ্ট গন্ডীর মধ্যে ফেলা যায় না। এরকম বিষয়বস্তুগুলোকে নিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি
-তে আমি একটি সিরিজ লিখছি যার নাম দিয়েছি প্রাসঙ্গিক প্রসঙ্গ
যেখানে কোন বিষয় বা প্রসঙ্গ নিয়ে ব্যাক্তিগত মতামত ও পর্যালোচনা করে থাকি। এই লিখার বিষয়গুলো হচ্ছে ব্যাক্তিগত শিক্ষা, অভিজ্ঞতা ও উপলব্ধির সমন্বয়। পড়ে দেখুন, আশা করি ভাল লাগবে।
পর্ব ২৩ : আপনার কাজের মাধ্যমেই আপনি পরিচিতি পাবেন
আমরা অনেকেই আছি যারা জীবনের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও পরিচিত হতে চাই। এই প্রতিষ্ঠিত এবং পরিচিত হতে চাওয়াটা মোটেও দোষের কিছু নয়। কিন্তু যখন আমরা অল্প পরিশ্রমে এবং শর্টকাট ওয়েতে পরিচিতি ও প্রতিষ্ঠা লাভ করতে চাইবো তখন সেই পরিচিতি এবং প্রতিষ্ঠা আমাদের জন্য দীর্ঘ মেয়াদে ধরে রাখাটা কষ্টকর হয়ে যাবে। যেকোনো কাজ যখন আমরা ধীরে ধীরে করতে থাকি তখন সেই কাজের অভিজ্ঞতা অনেক বেশি হয় আর এ কারনে সে জায়গাতে নিজেদেরকে ধরে রাখাটা অনেক বেশি সহজ হয়। কিন্তু যারা খুব দ্রুত উন্নতি করে তাদের জন্য আসলে উন্নতির জায়গাটা ধরে রাখাটা অনেক বেশী কষ্টকর হয়ে দাঁড়ায় কারণ চড়াই উৎরাইয়ের যে ধাপগুলো রয়েছে ও অভিজ্ঞতা সেটা তারা অর্জন করতে পারে না।
প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিংবা জীবনে পরিচিতি পাওয়ার জন্য আমাদেরকে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে সেটা হচ্ছে কাজ। অন্য কিছুই আমাদেরকে প্রতিষ্ঠিত কিংবা পরিচিত করবে না বরং আমাদেরকে প্রতিষ্ঠিত এবং পরিচিত করে থাকে আমাদের কাজ। আমরা হয়তোবা কোন ছলচাতুরীর আশ্রয় নিয়ে সাময়িক সময়ের জন্য পরিচিত হতে পারি কিন্তু জীবনে প্রতিষ্ঠা লাভ করার জন্য অবশ্যই আমাদেরকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কাজ যে যত ভাল করবে তার সমাজে মূল্যায়ন তত বাড়বে এবং এভাবে করে দিনে দিনে সে একদিন প্রতিষ্ঠিত হতে পারবে এবং মানুষের কাছে পরিচিতি পাবে।
আমার বাংলা ব্লগ
এ যারা ব্লগিং করছেন তারা অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করছেন পরিচিতি লাভ করার জন্য আবার অনেকেই খুব বেশি চেষ্টা না করেও সবার কাছে অনেক বেশি পরিচিত হয়ে যাচ্ছেন। আসলে এ বিষয়টাতে পার্থক্য করে দিচ্ছে হচ্ছে কাজ। এখানে অনেকেই আছেন যারা খুব ভালো কাজ করেন এবং তাদের কাজের জন্য অনেকে তাদের কে চিনে এবং মূল্যায়ন করে। আর যারা ভালো কাজ করেন না তারা হয়তোবা সাময়িক সময়ের জন্য পরিচিতি লাভ করতে পারেন কিন্তু সেটা দীর্ঘমেয়াদে ধরে রাখাটা অনেক বেশী কষ্টকর হবে।
আসলে কোন একটা ক্ষেত্রে আপনি যদি দীর্ঘমেয়াদে পরিচিতি লাভ করতে চান এবং প্রতিষ্ঠিত হয়ে দেখাতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার ভালো কাজের মাধ্যমেই এটা অর্জন করতে হবে। যারা বিভিন্ন ক্ষেত্রে ভালো পোস্ট করে যাচ্ছেন কিংবা ভালো ভালো কোয়ালিটির কনটেন্ট আমাদের এই কমিউনিটিতে তৈরি করছেন তাদেরকে অনেকেই চিনে এবং তারা পরিচিতি লাভ করেছেন ইতিমধ্যে।
ঠিক তেমনি ভাবে যারা নতুনভাবে ভালো কাজ করবেন এবং ভাল ভাল কনটেন্ট দিয়ে কমিউনিটিকে সম্বৃদ্ধ করবেন এবং স্টিমিট প্ল্যাটফর্মকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবেন তাদেরকে অবশ্যই মানুষ এমনিতেই চিনে যাবে এবং মনে রাখবে। তাই আমি মনে করি, সবকিছুর মূলে রয়েছে ভালো কাজ এবং যখনই কাজ ভালো হবে তখন কেউ কাউকে পরিচয় করিয়ে দেওয়া লাগবে না বরং ওই কাজের জন্যই তিনি সবার কাছে পরিচিত এবং প্রতিষ্ঠিত হয়ে যাবেন।
তাই আমি সবাইকে আহ্বান জানাব আপনারা আপনাদের নিজেদের কোয়ালিটি উন্নতি করার জন্য এবং কাজকে আরো সুন্দর করার জন্য, ভিন্ন ভাবে অনেক গুছিয়ে করার জন্য চেষ্টা করুন। দেখবেন এক সময় ঠিকই আপনার পরিচিতি মানুষের কাছে চলে যাবে। এই পরিচিতি পাওয়ার জন্য অতিরিক্ত কোনো চেষ্টা করা লাগবে না বা আলাদা কোন কিছু করতে হবে না।
আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার কাজের জায়গাটাতে অনেক বেশি ফোকাস করতে হবে যাতে করে সেই জায়গাটাতে আপনি অনেক বেশি উন্নতি করতে পারেন। আর আপনি সেখানে যত বেশি উন্নতি করতে পারবেন সেটা আপনার জন্য ততবেশি মঙ্গলকর হবে কারণ অনেক মানুষ আপনার কাজের মাধ্যমে আপনাকে মূল্যায়ন করবে এবং চিনবে। আশা করি বুঝতে পেরেছেন এবং অসংখ্য ধন্যবাদ।
এই সিরিজে পূর্বের পোস্টগুলোর তালিকাঃ
আমি কেঃ
আপনি সঠিক তথ্য দিয়েছেন ভাইয়া আসলেই আমাদের নিজেকে প্রতিষ্ঠিত করার একমাত্র মাধ্যম হচ্ছে আমি বলব উত্তম-মাধ্যম সেটা হচ্ছে আমাদের কাজ। আমাদের কাজের গুণগত মান যত ভালো হবে আমাদের পরিচিতি ততো বাড়বে ।আর হা কাজ না করে হয়তোবা আমরা কিছুদিন পরিচিতি লাভ করতে পারি যদিও আপনি বলেছেন কিন্তু এই পরিচিতি ভালো কাজের ভাল কনটেন্ট রাইটার দের কাজের নিচে চাপা পড়ে যাবে। আর যখন আমার দেখব আমাদের থেকে পড়ে অনেকেই এসে ভালো ভালো জায়গায় অবস্থান করছে ভালো কিছু করছে তখন আমাদের ভেতরে একটা হতাশা চলে আসবে। যে আমি এত সময় দিচ্ছি তারপরও আমি কেন পারতেছিনা আমি কেন সবার থেকে পিছিয়ে যাচ্ছি। তখন তাকে বুঝতে হবে যে তার যে গ্যাপটা আছে সেটা হচ্ছে ভাল কনটেন্ট ক্রিয়েট না করা ভালো কাজ না করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন একদম। কাজ না থাকলে যে কেউ পিছিয়ে পড়বে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইটা একেবারেই ঠিক বলেছেন ভাইয়া। সারাদিন এটা ওটা নিয়ে আলাপ জমানোর আগে ভাবতে হবে আমার কাজের জায়গাটা আসলে কোথায়। আমি আসলে আমার নিজের কাজে কতটুকু সফলতা পেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাজ আর পরিশ্রম কখনো প্রতারনা করে না।আর সফলতা এবং উন্নতির উচ্চ শিখরে জেতে হইলে এই দুইটা অবশই লাগবে।চেষ্টা করছি ভাল করার জন্ন।অনেক সুন্দর কথা লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit