ভূমিকাঃ
আমরা যারা স্টিম ব্লকচেইনে কাজ করি এখানে স্টিমিট (steemit.com)এ আমাদের নামের পাশে যে সংখ্যাটি লিখা থাকে সেটি হচ্ছে রেপুটেশন (Reputaion)। এই রেপুটেশন কি, রেপুটেশন কিভাবে বাড়ে, কিভাবে কমে, কিভাবে রেপুটেশন হিসাব করতে হয়, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, রেপুটেশন এর মান এর অর্থ, আপনি কিভাবে আপনার রেপুটেশন বাড়াতে পারবেন, এবং সর্বোপরি রেপুটেশন এর গুরুত্ব নিয়ে আলোচনা করব আজকের পোস্টে।
রেপুটেশনের শুরুঃ
আমরা যখন একটা নতুন অ্যাকাউন্ট করি তখন আমাদের নামের পাশে যে সংখ্যাটি লিখা থাকে সেটি হচ্ছে ২৫। তাহলে সহজেই বোঝা যাচ্ছে, আমাদের রেপুটেশন শুরু হয় 25 দিয়ে। কারো রেপুটেশন ২৫ এর কম হবে না যদি সে ফ্ল্যাগ বা ডাউনভোট পায়।
রেপুটেশন কিভাবে বাড়বেঃ
রেপুটেশন স্টিমিট প্লাটফর্মে একটা ইন্ডিকেটর যেটা দিয়ে একটা ব্যক্তির এই প্লাটফর্মে কন্ট্রিবিউশন কে খুব সহজে চেক করে ফেলা যায়। আর এ কারণেই এই ইন্ডিকেটরটি খুবই গুরুত্বপূর্ণ। কারো রেপুটেশন দেখে বোঝা যায় স্টিমিট প্লাটফর্মে তার অবদান কতোটুকু।
রেপুটেশন কেবলমাত্র ভোট পাওয়ার উপর বৃদ্ধি পেয়ে থাকে। আমরা জানি অনেকেই অনেক বেশি পরিমাণ স্টিম ইনভেস্ট করে এখানে কাজ করে থাকেন কিন্তু রেপুটেশন এর ক্ষেত্রে এর কোনো ভূমিকা নেই। যে যত স্টিম পাওয়ার অর্জন করুক না কেন সেটা রেপুটেশনের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না। রেপুটেশন কেবলমাত্র বৃদ্ধি পাবে যখন কেউ পোস্ট কিংবা কমেন্ট করলে সেখানে ভোট পাবে।
যত বেশি পরিমাণে ভোট পাবে তার রেপুটেশন ততো বেশি পরিমাণে বাড়তে থাকবে। তাহলে রেপুটেশন বৃদ্ধির ক্ষেত্রে অথর (লেখক) হওয়া জরুরী এবং সেই অথরের পোস্টে ভোট পাওয়াটা জরুরী। কার কত বেশি পরিমাণে এসপি জমা থাকলো সেটা কোন ভূমিকা রাখবে না।
কিভাবে রেপুটেশন কমবেঃ
যখন আমরা কোন পোস্ট করব বা কমেন্ট করব তখন সেই পোস্ট বা কমেন্টে যদি ডাউনভোট পেয়ে থাকি তাহলে রেপুটেশন কমবে। অর্থাৎ এক্ষেত্রেও আমাকে অথর হতে হবে এবং আমার পোস্টে যখন ডাউনভোট আসবে তখন আমার রেপুটেশন কমতে পারে। তবে এক্ষেত্রে দুটি ব্যতিক্রম রয়েছে।
একটি হলঃ যাদের রেপুটেশন স্কোর মাইনাস বা শূন্যের নিচে তাদের ডাউনভোটে অন্য কারো রেপুটেশন এর কোনো প্রভাব পড়বে না।
দ্বিতীয়টি হলঃ যিনি ডাউনভোট দিবেন তার রেপুটেশন যদি অথর ব্যক্তির রেপুটেশন এর চেয়ে কম হয়ে থাকে তাহলে তার ডাউনভোটের জন্য ওই ব্যক্তির রেপুটেশন এর কোনো প্রভাব পড়বে না। যদিও ঐ ব্যক্তির ডাউনভোটের জন্য হয়তোবা রিওয়ার্ড কমে যাবে কিন্তু রেপুটেশন কমবেনা। কোন ব্যক্তি কর্তৃক কাউকে ডাউনভোট দিলে সেই ব্যক্তির রেপুটেশন কমবে না যদি তার রেপুটেশন কম হয় উক্ত ব্যাক্তির চেয়ে। এটা আসলে এবিউস রোধ করার জন্য করা হয়েছে।
যেমন উদাহরণস্বরূপ আমারে রেপুটেশন যদি ৭০ হয় আর আমার পোস্টে কোন ব্যক্তি যদি অনেক বড় একটা ডাউনভোট দেয় যেমন @shy-fox (২৫) বা @amarbanglablog (৫৭) তাহলে এদের ডাউনভোটে আমার ব্যক্তিগত রেপুটেশন এ কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ ডাউনভোটের জন্য আমার পটেনশিয়াল রিওয়ার্ড কমে যাবে কিন্তু রেপুটেশন এর কোনো প্রভাব পড়বে না। তাই রেপুটেশনে ডাউনভোট প্রভাব ফেলবে কেবল যাদের রেপুটেশন আমার চেয়ে বেশি। আশা করি বিষয়টি বুঝা গেছে।
রেপুটেশন কোন কোন বিষয়ের উপর নির্ভর করেঃ
রেপুটেশন কেবলমাত্র ভোটের উপর নির্ভর করে থাকে। অন্য কোন কিছুর উপর নির্ভর করে না তবে আমরা যখন কোন পোস্টে রিওয়ার্ড ভাগ করি কিউরেটর এবং অথর এর মধ্যে তখন সেই রিওয়ার্ড ভাগাভাগির ক্ষেত্রে কতগুলো বিষয় ভূমিকা রাখে তার মধ্যে কিউরেটরের রেপুটেশন একটি। অর্থাৎ কোন একটা পোস্টের পটেনশিয়াল রিওয়ার্ড ভাগ হওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো ভূমিকা রাখে তার মধ্যে ভোট দেওয়ার টাইমিং, কিউরেটর এর রেপুটেশন, ব্যবহারকারীর স্টিম পাওয়ার, এবং ভোটিং পাওয়ার কিছু ফ্যাক্টর।
রেপুটেশন কিভাবে হিসাব করা হয়ঃ
এটি হচ্ছে সবার জানার এবং আগ্রহের বিষয়। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরী যে, আমরা আমাদের নামের পাশে যেই নাম্বার বা সংখ্যাটি দেখতে পাই সেই সংখ্যাটি আসলে আমাদের প্রকৃত রেপুটেশন নয়। রেপুটেশন এর যে প্রকৃত মান সেটি আসলে কোটি বা হাজার কোটির মত বড় বড় সংখ্যা। এই সংখ্যাগুলোকে সহজীকরণ করে একটা ছোট সংখ্যায় রূপান্তর করে দেখানো হয়।
তার মানে আমাদের নামের পাশে যে রেপুটেশন এটা আসলে আমাদের প্রকৃত রেপুটেশন মান নয়। শুধুমাত্র সহজ করে বিষয়টি উপস্থাপন করার জন্য একটা গণিতের মাধ্যমে সহজীকরণ করে দেখানো হয়। প্রকৃত রেপুটেশন থেকে কিভাবে রেপুটেশন সহজীকরণ করে দেখানো যায় সেটা নিচে শেয়ার করে দিচ্ছি।
https://steemd.com/@engrsayful সাইটে গিয়ে আমার প্রকৃত রেপুটেশন স্কোর নিলাম। আপনারাও চাইলে আপনাদের ইউজার নেম দিয়ে আপনাদের স্কোর দেখতে পারেন।
আমার প্রকৃত রেপুটেশন হলঃ ১১১, ৯৯৭, ১৯৩, ২৮৮, ০১৯
অর্থাৎ ১১১ ট্রিলিয়ন এর উপরে। প্রায় ১১২ ট্রিলিয়ন।
এখানে থেকে সহজীকৃত মান পেতে হলেঃ
চার ধাপঃ লগ করে, ৯ বিয়োগ, তারপর ৯ দ্বারা গুণ এবং সর্বশেষ ২৫ যোগ।
Log (১১১, ৯৯৭, ১৯৩, ২৮৮, ০১৯) = ১৪.০৪৯২
১৪.০৪৯২-৯ = ৫.০৪৯২
৫.০৪৯২*৯ = ৪৫.৪৪২৮
৪৫.৪৪২৮+২৫ = ৭০.৪৪
যা আমার নামের পাশে সহজীকৃত রেপুটেশন। এখানে দশমিক দেখানো হয় না, তাই ৭০ দেখতে পাচ্ছেন।
এভাবে আপনিও আপনারটা মিলিয়ে নিতে পারেন।
রেপুটেশন এক মানের চেয়ে আরেক মান কত ভালঃ
এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সবার জানা জরুরী তা হল, এক রেপুটেশন এর চেয়ে আরেক রেপুটেশন স্কোর কত গুণ বেশি ভালো বা কত বেশি মর্যাদাবান। এক্ষেত্রে দুটি থিওরি পাওয়া যায়।
একটি থিওরি বলছে এক রেপুটেশন হতে আরেকটি ১.৩ গুন বেশি। যেমন ৬১ হতে ৬২ রেপুটেশন ১.৩ গুন বেশি ভুমিকা রেখেছে। আমি এটার সাথে ব্যাক্তিগতভাবে একমত নই।
আরেক জায়গায় বলা হচ্ছে হচ্ছে 10 গুণ বেশি। যেহেতু এটা লগারিদম এর ভিত্তি। তাই একটা হতে আরেকটা ১০ গুন বেশি। যেমন ২৫ হতে ২৬ দশ গুন। তার মানে ২৫ থেকে ৩০ হতে হলে ১০,০০০ গুণ বেশি কাজ করতে হবে। আমি এটার সাথে তীব্র ভিন্নমত পোষন করি। এটা অসম্ভব ব্যাপার মনে হয় হয় আমার কাছে।
যদিও বিষয়টা ভূমিকম্প মাপার রিক্টার স্কেল এর মত। আপনারা জানেন, রিক্টার স্কেল এমনভাবে তৈরি করা হয়েছে যে, ৬ মাত্রার ভূমিকম্পের চেয়ে ৭ মাত্রার ভুমিকম্প ৩২ গুণ বেশি শক্তিশালী। আমরা শুধু শুনছি ৬ আর ৭। তাহলে বুঝতেই পারছেন, ৬ হতে ৮ মাত্রার ভুমিকম্প ৩২*৩২ = ১০২৪ গুণ (জি হ্যাঁ, ১০২৪ গুণ) শক্তিশালী। আমরা হয়ত ভাবছি বিষয়টা কেবল ৬ আর ৮ মাত্র দুই এর ব্যাপার। আসলে লগারিদম এর ভিত্তি এমনই।
তবে যারা বলেন রেপুটেশন একটার চেয়ে আরেকটা কত গুণ এটা বুঝার ক্ষেত্রে সহজীকৃত মান না দেখে প্রকৃত মান দেখা জরুরী। চলুন প্রকৃত মান দেখে নেই।
ছবির উৎস
উপরের ক্যালকুলেশনে আমরা দেখতে পেয়েছি লগারিদম করার পরেও এটাকে সহজীকরণ করে দেখানো হয়েছে তাই এটা একেবারে কাঁটায় কাঁটায় লগারিদম কে সাপোর্ট করছে না কারন এরপর আমরা কিছু যোগ বিয়োগ গুণ করেছি সহজ একটা মান পাওয়ার জন্য। তাই র বা প্রকৃত রেপুটেশন দেখা জরুরী। যদি রেপুটেশন এর উপরের তালিকাটি খেয়াল করি তাহলে বিষয়টি আমাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে উঠবে। সেখানে প্রত্যেকটা রেপুটেশন স্কোর এর জন্য মূল মান দেখানো হয়েছে সীমা সহ। আমরা খেয়াল করলে দেখতে পারব যে 10 কম বা বেশি রেপুটেশন এর জন্য রেপুটেশন সেটা আসল মান দশগুণ কম বা বেশি। যেমন উদাহরণস্বরূপঃ ৩৫ এর মূল মান যেখানে সর্বোচ্চ তার চেয়ে ঠিক ১০ গুণ বেশি মান হচ্ছে ৪৫ এর সর্বনিন্ম। এরকম সবগুলোতে।
এখান থেকে এই বিষয়টা সহজেই ক্লিয়ার হওয়া যাচ্ছে যে, রেপুটেশন আসলে এক মান এর চেয়ে আরেক মান দশগুণ বেশি নয় বরং ১০ বেশি এর জন্য ১০ গুণ বেশি। উদাহরনস্বরূপঃ ৫০ রেপুটেশনের চেয়ে ৬০ রেপুটেশন দশগুণ বেশি মর্যাদাবান একইভাবে ৬৫ রেপুটেশনের চেয়ে ৫৫ রেপুটেশন ১০ গুণ কম মর্যাদাসম্পন্ন। ১ বেশি মানে ১০ গুণ এর বিষয়টি যোক্তিক নয় এই কারনে যা প্রকৃত মান থেকে বুঝা যাচ্ছে। আশা করি বুঝাতে পেরেছি।
আপনি কিভাবে রেপুটেশন বাড়াবেনঃ
এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয়ই বিষয়টি বোঝা সহজ হয়েছে রেপুটেশন এর ক্ষেত্রে শুধুমাত্র পোস্ট করাটা অনেক গুরুত্বপূর্ণ। কমেন্ট করে এবং পোস্টের মাধ্যমে আপনি আপনার রেপুটেশন দ্রুত বাড়াতে পারবেন। আর এই কাজটি কেবলমাত্র তখনই করতে পারবেন যখন আপনার কনটেন্ট ভালো হবে এবং সেখানে আপনি ভালো ভালো ভোট পাবেন। তাই এক্ষেত্রে আপনি তিনটি কাজকে খুব গুরুত্ব দিতে পারেন
- এক হচ্ছে কোয়ালিটি পোস্ট করা
- দুই বেশি বেশি কোয়ালিটি কমেন্ট করা
- এবং তিন ফলোয়ার বাড়ানোর চেষ্টা করা যাতে করে ভোট বেশি পেতে পারেন।
শেষকথাঃ
যদিও রিপিটেশন এর কোন অর্থনৈতিক মানদন্ড নয় তারপরও এটি কোন ইউজারের পারফরম্যান্স বোঝার জন্য সবচেয়ে ভালো একটি ইন্ডিকেটর আর এই কারনেই ইন্ডিকেটরটিকে নামের পাশে সবসময় দেখানো হয়। সময়ের সাথে সাথে আপনার রেপুটেশন বেড়ে যাবে। আপনি কেবল আপনার কন্টেন্ট এর কোয়ালিটি ও এঙ্গেজমেন্ট এর গুরুত্বদিন সাথে অন্যের পোস্ট পড়ে অর্থবহ কমেন্ট করেন।
রেপুটেশন সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন অথবা আমি কোন ভুল করে থাকলে সেটিও শুধরে দিতে পারেন। এডিট করে ঠিক করে দেব। কমিউনিটি উপকৃত হলেই এই পোস্টের সার্থকতা। ধন্যবাদ।
এই পোস্টটিকে পূর্নতা দিতে আমি আমার পূর্বের জ্ঞানের সাথে যে পোস্টে থেকে সহযোগিতা নিয়েছি আপনি চাইলে সেই পোস্টটিও ভিজিট করতে পারেন।
এই পোস্টের সম্পূর্ন লিখা আমার নিজস্ব ও কোথায় থেকে কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা ছবি নিয়ে থাকলে সোর্স দেয়া হয়েছে
আমি কে
ভোট দিন, মতামত থাকতে মন্তব্য করুন, পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন এবং আমাকে ফলো করুন @engrsayful
অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ
Youtube | ThreeSpeak | DTube |
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে দরকারি ও স্পষ্টভাষী রেপুটেশন নিয়ে খুব সুন্দর করে পোস্ট উপস্থাপন করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি পোস্টটি পড়ে উপকৃত হয়েছেন এবং ভালো লেগেছে এটা জেনেই আমার ভালো লাগছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটি দরকারি ও স্পষ্ট ব্যাখ্যামূলক পোস্ট করেছেন ।রেপুটেশন নিয়ে আপনার তত্ত্বগুলো ও কনসেপ্ট অনেক বেশি উন্নত ও প্রাঞ্জল ।ধন্যবাদ ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ দাদা আমার পোস্টটি গুরুত্ব দিয়ে পড়ার জন্য। আপনাদের অনুপ্রেরণা ও আগ্রহ পেলে পরবর্তীতে এরকম বেসিক বিষয় নিয়ে আরো অনেক পোষ্ট করার ইচ্ছা আছে যাতে করে বাংলা ভাষাভাষী কমিউনিটি এই পোস্টগুলো থেকে উপকৃত হতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি বিষয়।এবং সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি। আপনাকেও ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো একটা তর্থ ভিঠিক এবং খুবই শিক্ষনীয় একটা পোস্ট করেছেন। বিষয়টি সকলকে অবগত করানোর জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক তথ্যবহুল একটি পোস্ট। এই পোস্ট টা করতে আপনাকে অনেক পরিশ্রম এবং সময় দিতে হয়েছে। ধন্যবাদ আপনাকে এরকম পোস্ট আমাদের সাথেে শেয়ার করার জন্য। এর পূর্বে এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। আপনার পোস্ট টা পড়ে আমি একটি ধারণা তৈরি হয়েছে। আমার রেপুটেশন বতর্মানে 65।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য এবং ভবিষ্যতে আমার এরকম বেসিক বিষয় নিয়ে আরো কিছু পোস্ট করার ইচ্ছা আছে যাতে করে কমিউনিটি সবাই উপকৃত হতে পারে। আপনার রেপুটেশন 65 আর এই সংখ্যাটি বলে দিচ্ছে এই প্লাটফর্মে আপনি অনেক বেশি সময় দিয়েছেন এবং অনেক কাজ করেছেন কারণ 65 রেপুটেশন পৌঁছার জন্য আপনাকে অনেক পোস্ট করতে হয়েছে এবং সে পোস্টে ভোটের মাধ্যমে আপনি এটা অর্জন করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাই। আপনি যথার্থই বলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রেপুটেশন নিয়ে অনেক ভাল ধারণা দিয়েছেন। অনেকের এ বিষয়টি সম্বন্ধে ধারণা নেই তারা অনেক কিছু জানতে পারবে, ধন্যবাদ আপনাকে। এ ধরনের একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক আগেই বলেছিলাম এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পোস্ট করব কিন্তু সময় ও সুযোগের জন্য করা হচ্ছিল না কিন্তু গতকাল হ্যাংআউটে একজন এ বিষয়টা জানতে চাওয়াতে আবার বিষয়টি মনে পড়ল এবং আজকে শেয়ার করে দিলাম। আপনাকেও ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক নতুন কিছু তথ্য পেলাম এখান থেকে। পর্দার আড়ালের বেশ কিছু তথ্য।
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনাকেও ধন্যবাদ। এটা জেনেই ভালো লাগছে যে আপনি এখান থেকে উপকৃত হয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি তথ্যবহুল একটি টিউটোরিয়াল, টিউটোরিয়াল এই জন্য বল্লাম কারন নতুন সদস্যরা এই বিষয়টি সম্পর্কে একদমই জানেন না। আমি আশা করছি সবাই এখান হতে সুন্দর ধারনা নিতে সক্ষম হবেন। পোষ্টটি পিনড করা হলো, যাতে সবাই দেখতে পারে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্টটি পিন করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি নতুনরা অনেকগুলো বিষয় সম্বন্ধে নতুনভাবে ধারণা পেতে পারবে যে বিষয়গুলোতে ধারণা থাকাটা জরুরী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিস্তারিতভাবে সকল বিষয় তুলে ধরেছেন। রেপুটেশন যে কোটিতে হিসেব করা হয় সেটা আমার জানা ছিলো না!
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ভালোবাসা অবিরাম ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেসিক বিষয়গুলো নিয়ে আগামীতে আরো কিছু পোস্ট করব আশা করি উপকৃত হবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটা গুরুত্বপূর্ণ পোষ্ট। যে বিষয়টা সম্পর্কে আমাদের সবারই জানা দরকার। তবে আমি রেপুটেশনের এই হিসাবটা জানতাম না। আজকে আপনার পোষ্ট থেকে শিখে নিলাম। পোষ্টটাতে আমি অনেক উপার পেয়েছি। আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটা পোষ্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন এটা জেনেই অনেক ভালো লাগলো এবং বেসিক বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমি আরো কিছু পোস্ট করার চেষ্টা করব
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওকে ভাইয়া দেখার অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আগে রেপুটেশন নিয়ে এতো কিছু জানতাম না। খুবই সুন্দর একটি বিষয়।এবং সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো 🥀 ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
\আপনি কি নতুন জিনিস শিখতে পেরেছেন এটা জেনে ভালো লাগছে এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যাপারটা অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। নতুন যারা আছে তাদের রেপুটেশন নিয়ে ধারণা আসলেই খুবই কম। এমনকি যারা দীর্ঘদিন স্টিমিট এ কাজ করছেন তাদের ও অনেকের রেপুটেশন সম্বন্ধে খুব একটা ধারণা নেই। সবারই অনেক কাজে লাগবে পোস্টটি। আপনার এই পোস্টে কিছু জায়গায় ডাউনভোট এর স্থলে ডাউনলোড হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক জায়গায় ঠিক করে দিয়েছি আরও কিছু জায়গায় হয়তোবা ভুলটা থাকতে পারে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নতুনদের কিছুটা উপকার হলেই এই পোস্টের সার্থকতা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক তথ্যবহুল একটি পোষ্ট, আমি যতই পড়েছি ততই অবাক হয়েছি। আমি রেপুটেশন এর বিষয়টি এতো পরিস্কারভাবে কখনো বুঝতে পারি নাই। খুব সুন্দর এবং শিক্ষনীয় একটি পোষ্ট। ধন্যবাদ ভাইয়া উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি পড়েছেন পুষ্টি এবং পড়তে পড়তে ভালো লেগেছে এটা জেনেই আমার ভালো লাগছে। আসলে নতুন কোন বিষয়ে সবার মাঝে শেয়ার করলে যদি তারা উপকৃত হয় তাহলেই ভালো লাগে এবং এই পোষ্টের সার্থকতা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক কিছু জানা ছিলনা ইনফরমেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক নতুন বিষয় জেনে গেলেন এবং আশা করছি ভবিষ্যতে আরো কিছু এরকম বিষয় শেয়ার করতে পারব তাতে করে বেসিক বিষয়গুলোতে আমাদের কমিউনিটি খুব ভালো ধারণা রাখে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরো বিষয়টি অনেক গোছানো আর সুন্দর উপস্থাপন করা হয়েছে। নতুন কিছু জানলাম আর শিখলাম। তবে বিষয়টি যত সহজ আমরা মনে করি আসলে অংকটা কঠিন। আমি আজ এক বছর কাজ করে ৬০ রেপুটেশন অর্জন করেছি। আমি জানি আমি এটার জন্য কতটা পরিশ্রম করেছি আর ঘুম হারাম করেছি। @engrsayful ভাই বিশ্লেষণ ভালো ছিল।
শুভ কামনা অবিরাম।
নতুনদের প্রতি আহ্বান হলো একটাই ভালো পোস্ট করতে হবে আর লেগে থাকতে হবে। এটা টাকার মেশিন না, কাজটা ভালোবাসুন একদিন সফলতা আসবেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর বলেছেন। শেষ কথাটা চমৎকার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ।রেপুটেশন বিষয়টি নিয়ে অনেক ভাল ধারণা দিয়েছেন।এটি একটি গুরুপ্তপূর্ণ শিক্ষনীয় বিষয় ।শেয়ার করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ!!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া...আজকে নতুন একটি বিষয় শিখলাম।আশা করি স্টীমিট সম্পর্কিত আরো খুটিনাটি বিষয়গুলো আমাদের মাঝে শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া ভবিষ্যতে আরো অনেক গুলো খুটিনাটি বিষয় শেয়ার করার ইচ্ছা আছে এবং আশা করি উপকৃত হবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রেপুটেশন বিড়ম্বনা প্রশ্নের সহজ উত্তর, আপনার প্রাঞ্জল ভাষায় উঠে এসেছে। এমন উত্তর পেতে চেষ্টা করেও লাভ হয় নাই। আজ অনেক কিছু জানলাম। আপনাকে স্বাগতম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি জেনেছেন এবং উপকৃত হয়েছেন এটাই আমার জন্য সার্থকতা আর আসলে কোথাও কাজ করতে গেলে সেই জায়গার বেসিক বিষয়গুলো আমাদের জানা থাকলে আমরা খুব সহজেই সেখানে উন্নতি করতে পারব। আমাদের নামের পাশে একটা সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে এবং এটা কি কেন হয় সেটা আমাদের জানা জরুরী মনে করি আমি শেয়ার করেছি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকে ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
। বাহ সাইফুল ভাই দিব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার পক্ষ থেকে আপনাকে রেপুটেশনের ইঞ্জিনিয়ার খ্যাতি দেওয়া হল।
সত্যিই পুরো বিষয়টাকে আপনি পানির মত ক্লিয়ার করে দিয়েছিলেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিষয়টা জানা ছিল আর সহজ ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি যাতে করে সবাই বুঝতে পারে, এর বেশি কিছু নয় ভাইজান। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি যেভাবে উপস্থাপন করেছেন সত্যিই অনেক কষ্ট করে ব্লক দিয়ে তৈরি করেছেন। যেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করেছি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টের মাধ্যে দিয়ে স্টিমেট এর খুটিনাটি বিষয়ে জ্ঞান বহুগুনে বাড়ল।আসলে আমি এমন একটি পোস্টের অপেক্ষা করতেছিলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই অনেক সুন্দর তথ্য দিয়েছেন।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ সুন্দর তথ্য গুলো সুন্দর ভাবে বোঝার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রেপুটেশন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনি শেয়ার করেছেন।এই তথ্যগুলো আমাদের মত নতুনদের অনেক উপকারে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit