পৃথিবীতে কোনো দিনই ১০০% সবাই ভালো হবে না । কিন্তু, আমরা যদি সবাই ভালো কিছু গুণের অধিকারী হতে পারি তবে আলো আর আঁধারের সহবস্থান সম্ভবপর হবে । দোষ গুণ সব কিছু মিলিয়েই এক জন মানুষ । কেউই ১০০% ভালো বা, ১০০% খারাপ হতে পারে না । শত খারাপের মধ্যে যেমন কিছু ভালো গুণ তার থাকবেই ঠিক তেমনই শত ভালোর মাঝে কিছু খারাপ গুণও থাকবে । এটাই স্বাভাবিক
কথাগুলো হৃদয় ছুয়ে গেছে দাদা। আর ওই পরোপকারের ব্যপারটি। অনেকবার প্রতিজ্ঞা করি আবার সেই বাশ খাই। তাতে কিছু আসে যায় না। নিজের কাছে নিজে ক্লিন থাকলেই হলো।
অনেক সুন্দর কিছু কথা শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা। নতুন বছরটা ভাল মনোভাব দিয়ে শুরু হলো।