কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে কয়েকদিন আগে অফিসের কাজে ঢাকার বাইরে যাওয়া হয়েছিল।তা কাজের ফাঁকে একটা সুন্দর মনোরম পরিবেশে একটা ফুড কোর্টে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে কিছু সময় পার করেছিলাম। জায়গাটা অনেক সুন্দর এবং পছন্দের মতো একটা জায়গা ছিল। এইরকম জায়গা এতো সুন্দর রেস্টুরেন্ট আসলে অনেক সুন্দর।এই ধরনের পরিবেশ ঢাকার মধ্যে তেমন একটা পাওয়া যায় না। সেই জন্য সবসময় ঢাকার বাইরে পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
ফুড কোর্টে ভিতরে জায়গাটা অনেক বড় ছিল এবং সুন্দর গোছানো ছিল।মূলত ফুড কোর্টটা ছিল একটা মেডিকেল কলেজ এর ভিতরে। কিন্তু এখানে সবাই আসা পারতো সাধারণ মানুষেরা। এখানকার স্টাফদের ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ফুড কোর্টে ভিতরে বেশিরভাগ মেডিকেল কলেজের ছাএ এবং ডাক্তাররা আসে। কিন্তু আমি যখন ভিতরে ঢুকলাম স্টাফদের ব্যবহার সবার মতো একি অবস্থা। সবাইকে অনেক সন্মান করে এইটা আমার কাছে বেশ ভালো লেগেছে। মাঝে মধ্যে অফিসে কাজের জন্য ঢাকার বাহিরে যেতে হয়।ঢাকার বাহিরে যেতে আমার অনেক ভালো লাগে। কিন্তু যখন শুনি ঢাকা ভিতরে কোথাও যেতে হয় সেখানে কিভাবে আমার নাম কাঁটা যায় অফিস থেকে সেই চিন্তা থাকি। কারণ ঢাকার মধ্যে এক ঘন্টা রাস্তা তিন ঘণ্টা মতো সময় লাগে।এই জন্য বাহিরে কোথাও কাজ থাকলে আমি যাওয়ার চেষ্টা করি। এরপর রেস্টুরেন্টে ঢুকে ফ্রেশ হয়ে কিছু খাবার অর্ডার দিলাম। প্রচুর গরম থাকার কারণে প্রথমত একটা জুস অর্ডার দিলাম।
প্রথমে একটা জুস নিলাম।জুসটা লেবু 🍋 এবং পুদিনা পাতার মিশ্রনে তৈরি করা হয়েছিল।স্বাধটা দারুন ছিল। এরপর স্টাফদের কাছ থেকে শুনলাম যে তোমাদের এখানে সবচেয়ে মজার আইটেম এবং চলে কোনটি বেশি। সেইটা আমাকে দিবা।পরে বললো যে স্যার আমাদের এখানে ফালুদা টা খেয়ে দেখতে পারেন খুবই মজা এবং এখানকার প্রশংসনীয় আইটেম। তাদের কথা শুনে একটা ফালুদা নিয়ে নিলাম। আসলে তারা যেভাবে বললো খেয়ে দেখার পর মনে হলো যে এটা ভুল বলেছে।কারণ ফালুদা টা অত্যাধিক মজা এবং ভালো ছিল। জীবনে যে কয়েকবার খেয়েছি ফালুদা তারমধ্যে বেস্ট ছিল এখানকার ফালুদাটা। আসলে কাজ করতে করতে যে ক্লান্তি হয়েছিল খাবারগুলো খেয়ে একদম ফ্রেশ লাগছিল। এরপর খাবার শেষ করে আশে পাশে কিছু সময় থেকে আবার ঢাকার উদ্দেশে রওনা হলাম। সবমিলিয়ে জার্নিটা বেশ ভালো হয়েছিল বিশেষ করে খাবারের কথা কখনো ভুলবো না। ওখানে গেলে আবার খেয়ে আসবো। আজকে এই পর্যন্তই সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী আবারো আসবো নতুন কোন বিষয় নিয়ে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।
ফটোমেকার | @engtariqul |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
লোকেশন | (https://w3w.co/onlookers.thousands.bottom) |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুড কোর্টে গিয়ে বেশ ভালোই খাবার খেয়েছিলেন। আপনার খাবারের ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি খাবারের মানটা অনেক বেশি ভালো ছিল। ফালুদাটা দেখে আমার তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি বেশ কিছু ফটোগ্রাফি করেছিলেন আমাদের মাঝে শেয়ার করার জন্য যেগুলো দেখে ভালো লেগেছে। সব মিলিয়ে আপনার কাটানো মুহূর্তটা এবং খাওয়া-দাওয়া করার মুহূর্তটা বেশ ভালোভাবে উপভোগ করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit