কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
গত সপ্তাহে অফিসের কাজে গিয়েছিলাম পুরান ঢাকায়।সেখান থেকে আবার সদরঘাট লঞ্চ টার্মিনালে। সেখানে কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছিলো। তারপর নিজের কিছু পার্সোনাল কাজ করতে করতে একদম রাত হয়ে গিয়েছিল।
সদরঘাটে যখন পৌঁছলাম তখন একদম সন্ধ্যা ঘনিয়ে আসছিলো।তখন তাড়াহুড়ো করে কয়েকটি ছবি তুলে নিয়েছিলাম। আসলে অনেক দিন আগে গিয়েছিলাম সদরঘাটে। আগে যখন পুরান ঢাকায় জব করতাম তখন মাঝে মাঝে সদরঘাট গিয়ে লঞ্চে ঘোরাঘুরি করতাম বা নৌকা ভাড়া করে ঘোরাঘুরি করতাম। সেই সমস্ত সময় গুলো বেশ ভালো লাগতো। এখন সময় সুযোগ না পাওয়ায় এখন খুব একটা যাওয়া হয় না। কিছু সময় দাঁড়িয়ে কয়েকটি ছবি তুলে এখান থেকে চলে গেলাম আবার পুরান ঢাকার মধ্যে। তখন এতো খুদা লেগেছিল যে আর কোন কিছু করতে মন চাচ্ছিল না। কিছু সময় পর মনে হলো পুরান ঢাকার বিরিয়ানি খেয়ে যায়। তখন হাজি বিরিয়ানী একদম কাছে ছিলাম। পড়ে কাজ শেষ করে চলে গেলাম মজাদার হাজি বিরিয়ানী দোকান এ। গিয়ে দেখি অনেক বড় সিরিয়াল। কারণ দোকানে ভিতরে অনেক ছোট জায়গা এই জন্য বেশি মানুষ বসতে পারে না। সন্ধ্যা পর হলে এইভাবে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়।
১৯৩৯ সালে হাজী মোহাম্মদ হোসেন নামে একজন ব্যক্তি রাস্তার ধারের খাদ্য বিক্রির দোকান হিসেবে রেস্তোরাঁটি চালু করেছিলেন। পরবর্তীতে এর ব্যবসায় নাটকীয় পরিবর্তন মাধ্যমে প্রতিষ্ঠানটি শহরের সংস্কৃতির অংশ হয়ে উঠে। রন্ধনপ্রণালীটি রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা তার পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করেছেন। হাজী মোহাম্মদ শাহেদ দাবি করেন,আমি কখনো কিছু পরিবর্তন করিনি।এমনকি লবণের পরিমাণও পরিবর্তন করিনি।এখন পর্যন্ত এইটা চালু আছে সেই এক জায়গায়। কিন্তু তাদের ভাস্যমতে বলে এই কথা। কিন্তু অনেক এ বলে আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। মাংসের পরিমাণ কম দেয়। কিন্তু আমি যখন থেকে খায় আর এখন পর্যন্ত সেইম মজা লাগে। বর্তমান তাদের মূল দুইটা শাখা রয়েছে একটা মতিঝিল আরেকটা পুরান ঢাকায়। এরপর সিরিয়াল পাওয়ার পর এক প্লেট অর্ডার করলাম। সাথে বোরহানি নিলাম একটা। এখানকার বোরহানি বেশ ভালো লাগে আমার কাছে। আসলে পুরান ঢাকার বিরিয়ানি মধ্যে আলাদা একটা ঘ্রাণ পাওয়া যায় কেন যেন। আমি অল্প একটু খেলে পেট ভরে যায় কেন যেন। এদের মাংস গুলো খেতে বেশ মজা লাগে।অন্য অন্য জায়গায় চেয়ে মাংসের পরিমাণ অনেক টা বেশি।তারপর খাওয়া দাওয়া শেষ করে একদম বাসায় চলে আসলাম। আজকে এই পর্যন্তই আবারো আসবো নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
ফটোমেকার | @engtariqul |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
লোকেশন | (https://w3w.co/goggle.according.absorbing) |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
কি বলবো ভাই, আপনার অনুভূতি পড়ে মনে হচ্ছে আমি খাচ্ছি। আসলে বিরিয়ানী আমার খুব প্রিয়। আপনি খুব সুন্দর করে হাজি বিরিয়ানী খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পুরো পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য জন্য। ভাইয়া পুরান ঢাকা মানে হাজি বিরিয়ানী। পুরান ঢাকায় গেলে হাজি বিরিয়ানী খাব না তাহলে কি হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া ঠিক বলেছেন হাজি বিরিয়ানী মানে পুরান ঢাকা। ভাইয়া সন্ধ্যা পর প্রতিদিন সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষ করে শুক্রবার ভিড় বেশি থাকে। বিরিয়ানি কথা শুনলে কেন জেন খেতে ইচ্ছে করে। সুন্দর মন্তব্য জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আবার ঢাকায় আসলে অবশ্যই খাবেন হাজি বিরিয়ানী। এটা অনেক পুরাতন ঐতিহ্য। খেতে ভিশন মজা পাবেন আশা করছি। সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরান ঢাকা থেকে অনেকবার হাজির বিরিয়ানি খেয়েছি। কিন্তু এটা আমার জানা ছিল না যে ১৯৩৯ সালে হাজির বিরিয়ানি খাবারের দোকান হিসেবে চালু হয়। যাইহোক আপনার হাজির বিরিয়ানি খাওয়ার মুহূর্ত গুলো আমার কাছে খুবই ভালো লাগলো। হঠাৎ বিরিয়ানির কথা মনে পড়তেই পুরন ঢাকার হাজির বিরিয়ানি খেয়ে ফেললেন। কতদিন হয়ে গিয়েছে হাজির বিরিয়ানি খাওয়া হয় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া আমি আবার একটু বিরিয়ানি প্রতি একটু দুর্বল। পুরান ঢাকায় গেলে বেশিরভাগ সময় খাওয়া হয়। এইটা অনেক পুরাতন আমলের দোকান। আবারো সময় পেলে খাবেন আশা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit