শুরুতেই ক্ষমা প্রার্থী ,আমার দেরিতে পরীক্ষা দেয়ার জন্য। গত কিছুদিন যাবৎ একটু ব্যস্ততার কারণে লেভেল ৩ এর ভাইবা পরীক্ষা দিতেও আমার দেরি হয়ে গিয়েছিলো। তারপর @alsarzilsiam ভাইকে যখন মেনশন দিয়ে সম্যসার কথা জানালাম তখন উনি আমাকে ২ দিন পর পরীক্ষা দেয়ার কথা জানালেন। তো যাই হোক , গত শনিবার লেভেল ৩ এর ভাইবা পরীক্ষা দিয়েছি। আশা করছি আজ লিখিত পরীক্ষা দিয়ে লেভেল ৪ এ প্রদর্পন করবো।
প্রশ্ন- ১ঃ মার্কডাউন কি?
আমাদের লেখা গুলোকে সুন্দর ভাবে সাজানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করি সেটাকেই এক কথায় মার্ক ডাউন বলা হয়।
মূলত মার্কডাউন হচ্ছে এক ধরণের টেক্সট ফরম্যাট যা কিনা আমাদের লেখা গুলোকে সুন্দর ভাবে সাজাতে ব্যবহৃত হয়।
মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?
আমাদের লেখার মধ্যে কোনো লেখাকে অন্যান্য লেখার থেকে এত আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তুলার জন্য। বিশেষ করে লেখার মধ্যে হেডিং , অথবা পোস্ট এর মধ্যে টেবিল তৈরী করা। এছাড়াও এমন এমন কিছু টেক্সট ফরম্যাটে রয়েছে যেগুলো কিনা আমাদের শুধু মাত্র মার্ক ডাউন ব্যবহার করেই নিজেদের বিভিন্ন কাজে ব্যবহার করতে হবে।
অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের লেখা কোথাও একটু ছোট আবার কোথাও একটু বড় আবার কোথাও একটু বোল্ড করার প্রয়োজন হয়। এতে করে আমাদের লেখা গুলো আকর্ষণীয় হয়ে উঠে এবং নিয়ম মাফিক লেখা গুলোকে সাজানো সহজ হয়।
পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?
মার্কডাউন এর আগে যদি আমরা ৪ টি স্পেস ব্যবহার করি অথবা যদি `` লেখার আগে ও পরে এই ২ টি চিহ্ন ব্যবহার করি তাহলে আমাদের মার্ক ডাউন টেক্সট গুলো দৃশ্যমান হবে।
নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।
উপরে উল্লেখেতি তথ্য গুলোর আলোকে টেবিল তৈরীর কোড গুলো হচ্ছে :
User|Posts|Steem Power|
|--|--|--|
|User1|10|500|
|User2|20|9000|
সোর্স উল্লেখ করার নিয়ম কি ?
সোর্স উল্লেখ করার নিয়ম হচ্ছে প্রথমে তৃতীয় বন্ধনীর মধ্যে "সোর্স" লিখে (সোর্স এর জায়গায় আপনি নিজের ইচ্ছে মতো কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারেন ) কোনো রকম স্পেস না দিয়ে প্রথম বন্ধনীর মধ্যে সেই লিংক টি দিতে হবে। ঠিক এরকম
[সোর্স](https://steemit.com/@esh-ebrar)
বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।
ছোট থেকে বড় হেডার লেখার ২ টি পদ্ধতি রয়েছে। ১ টি হচ্ছে HTML কোড লেখার নিয়মে আর আরেকটি সেটার শর্টকাট।
আমরা যদি হেডার ট্যাগ এর মধ্যে আমাদের কাঙ্খিত লিখা গুলি লিখি তাহলে আমাদের লিখা গুলো বড় হেডার আকারে করতে পারবো।
<h1> This is header 1 </h1>
<h2> This is header 12</h1>
<h3> This is header 3/h1>
<h4> This is header 4 </h1>
<h5> This is header 5 </h1>
<h6> This is header 6 </h1>
এছাড়াও একটি সহজ উপায় হচ্ছে # ব্যবহার করা। হেডার এর ক্রমিক অনুযায়ী আমরা যদি লিখার আগে # ব্যবহার করি তাহলে আমাদের লিখা গুলোকে হেডার আকারে উপস্থাপন করতে পারব।
# this is header 1
## this is header 2
### this is header 3
#### this is header 4
##### this is header 5
###### this is header 6
টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।
টেক্সট জাস্টিফাই এর কোডটি হচ্ছে দিব ট্যাগের মধ্যে একটি ক্লাস নির্বাচন করতে হবে এবং সেই ক্লাস এর নাম অবশ্যই text-justify দিতে হবে। যেমন :
<div class ="text-justify"> Text </div>
কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?
কনটেন্ট নির্বাচন করার জন্য অবশ্যই
- জ্ঞান।
- অভিজ্ঞতা।
- সৃজনশীলতা।
এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে।
কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?
আমরা যে বিষয়ের উপর লেখা লেখি করবো সেটার প্রতি আমাদের জ্ঞান থাকাটা তো আবশ্যক। কেননা আমাদের পোস্ট করার মূল বিষয়টিই তো হচ্ছে যাতে আমার এই ব্লগটি পরে কেউ উপকৃত হতে পারে। আমরা কাছ থেকে যেন সবাই কিছু না কিছু শিখতে পারে। যদি আমারই সেই বিষয়ের কোনো জ্ঞান না থাকে তাহলে আমি কিভাবে অন্যদের সাথে জ্ঞান বিতরণ করব ? যা কিনা আগের প্রশ্নের মধ্যেই উল্লেখ করা হয়েছে।
ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?
যেহেতু আমি ৭$ এর ভোট দিয়েছি সেহেতু আমি কিউরেশন রিওয়ার্ড পাবো তার অর্ধেক। অর্থাৎ ৩.৫$ অনুযায়ী SP পাবো। আর যদি স্টিম এর মূল্য ০.৫০$ হয় তাহলে SP হিসেব করলে , ৭ SP পাবো।
সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?
সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার উপায় হচ্ছে পেস্ট করার ৫ মিনিট পর এবং ৬ দিন ১২ ঘন্টা আগে ভোট দেয়া। এতে করে আমাদের কিউরেশন রিওয়ার্ড ১০০% ই আমাদের কাছে আসবে। অন্যথায় % হারে রিওয়ার্ড গুলো "রিওয়ার্ড পুল" এ ফিরে যাবে।
এছাড়াও বেছে বেছে এমন পোস্ট গুলোকে ভোট দিতে হবে যেগুলো মানসম্মত পোস্ট। যা কিনা আমরা 'ট্রেন্ডিং' সেকশন থেকে খুঁজতে পারি।
নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি
@heroism
এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?
যদি আমরা শুধু ভোট দিয়ে রিওয়ার্ড আর্ন করার সাথে @heroism
কে ডেলিগেটে করার সাথে তুলনা করি তাহলে , আমরা @heroism
কে ডেলিগেটে করলে বেশি রিওয়ার্ড পাবো । তবে ডেলিগেশন তখনি করা উচিত যখন আমাদের SP ২-৩ হাজার এর নিচে থাকবে। অন্যথায় ভালো ভালো পোস্ট খুঁজে নিজেদের ভোট দেয়াটাই শ্রেয়।
তো আজ এই ছিল আমরা লেভেল ৩ এর লিখিত পরীক্ষা। আমি আমার সাধ্যমত উত্তর গুলো দেয়ার চেষ্টা করেছি এবং ভুল গুলোকে আশা করছি ধরিয়ে দেবেন। ধন্যবাদ।
আপনি লেভেল ৩ এর প্রত্যেকটি বিষয় অনেক চমৎকার ভাবে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। তবে আপনার ছবি সহ সেই লেখাটির একটি ছবি লাগবে। অনুগ্রহ করে এডিট করে দিন, ধন্যবাদ আপনাকে। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া , ছবি অ্যাড করে দিয়েছি এখন ।
ধন্যবাদ ভাইয়া 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
২৫ তম ব্যাচের ইউজার আপনি। অনেক চমৎকার ভাবে লেভেলের সবগুলো বিষয় উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার আগামীর পথচলা যেন আরো সুন্দর হয়, আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit