স্কুল জীবন
রোজ সকালে মায়ের তারাহুরা করে রেডি করে দেওয়া দিন গুলো।
স্কুলে না যাওয়া কত রকমের বায়না নাটক কত যুদ্ধ সব কিছুতে পরাজিত হয়ে মনে ক্ষোভ নিয়ে হেটে চলা দিন।
সব শেষে ক্লাসের হৈচৈ আর দুষ্টুমিতে মিশে যাওয়া।
যাওয়ার পথে বন্ধুদের সাথে কত কথাবাজি কত বুদ্ধির বিকসিত আবিষ্কার।
ক্লাস শেষে শিক্ষক না থাকার অল্প কিছু সময় যেনো কোনো গণ মিছিলের চিৎকার।
টিফিনের সময় মাঠে থাকে কত রকম খেলার আসর
ছুটির ঘন্টা বাজলে যেনো সব আনন্দ এক হয়ে বেরিয়ে আসে এক খুশির চিৎকার
আহা কি আনন্দ
কি ছিলো সময় গুলো , কোথায় গেলো হারিয়ে।
এখন জীবন যুদ্ধে সবাই ব্যস্ত কেউ নেই দাড়িয়ে।
আবার ফিরতে ইচ্ছে করে সে সময়ে