আসসালামু আলাইকুম
ব্যক্তিত্ববান লোকদের যেমন সবাই পছন্দ করে মর্যাদা দেয় তেমনি ব্যক্তিত্বহীনদের সাথে বিপরীত আচরণ করে তাদের কেউ পছন্দ করে না। ব্যক্তিত্বহীন লোকদের আমাদের সমাজ সবসময়ই গুরুত্বহীন বিবেচনা করে তাই নিজেকে সফল করার জন্য নিজের মধ্যে ব্যক্তিত্ব থাকা আবশ্যক।
সাধারণত ব্যক্তিত্ব বলতে আমরা সেইসব গুণগুলোকে বুঝি যেগুলো একজন মানুষের শ্রেষ্ঠ দিকগুলোর প্রকাশ ঘটায়। অর্থাৎ মানুষটির আচার-আচরণ, চালচলন, কথাবার্তা, নিজের সীমাবদ্ধতা বুঝে আচরণ করা কথা বলা, কারো সাথে দুর্ব্যবহার না করা এককথায় সেইসমস্ত ভালোদিক যা আমরা গুণ হিসেবে বিবেচনা করি।
আমরা অনেকই একটা ভূল ধারণা পোষণ করি সেটা হচ্ছে উচ্চ শ্রেণির ধনী ব্যক্তি মানেই ব্যক্তিত্ববান আসলে বিষয়টি এমন নয়। ব্যক্তিত্ব বিষয়টির সাথে ধনী গরিবের পার্থক্য নেই পার্থক্য শুরু মানুষের বৈশিষ্ট্যের। আমরা অনেক সময় এমন অনেক লোকদের দেখি যারা নিতান্তই গরীব কিন্তু আচরণ ব্যবহার বাহ্যিক আচরণগুলো অনেক ভালো তার আচরণে ব্যক্তিত্ব প্রকাশ পায়।
অন্যদিকে কিছু উচ্চস্তরের মানুষ আছেন যারা মানুষকে প্রয়োজনীয় সম্মান দেয়না, অসংলগ্ন কথাবার্তা, বিভিন্ন খারাপ অভ্যাসের সাথে জড়িত থাকেন ভালো গুণাবলি তাদের মধ্যে অনুপস্থিত থাকে আর এই প্রকাশের সৌন্দর্যহীনতাই হলো ব্যক্তিত্বহীনতা।তাই বলা হয় ব্যক্তিত্বের কোনো স্তর হয়না এটা কেবলই নিজস্ব একটি বিষয় যা চাইলেই নিজের মধ্যে আনা সম্ভব।
প্রতিটি মানুষের নিজের ব্যক্তিত্ব নিয়ে সচেতন হওয়া জরুরি যেন আমার দ্বারা অন্যকোনো ব্যক্তি কষ্ট না পায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সততার সাথে চলা উচিত যেমন মানুষের বিশ্বাস অটুট রাখা, প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা কম বলা, চিন্তাভাবনা করে মনে ভাব প্রকাশ করা হুট হাট যা ইচ্ছে তা না বলা, জ্ঞান অর্জনে মনোযোগী হওয়া, ভালো শ্রোতা হওয়া। অর্থাৎ আমাকে এমন হতে হবে যেন আমার আচরণে যেন খারাপ গুণ না থাকে যেন কেউ আমাকে খারাপ বলতে না পারে। মানুষের ভালো আচরণ ই মানুষকে তার প্রতি আকৃষ্ট করে খারাপ আচরণ দুরে সরিয়ে একা করে দেয়। তাই সবার সাথে সুন্দর আচরণ করা উচিত। ব্যক্তিত্ববান মানুষকে সবাই সম্মান দেয় তাই আমাদের সবার মধ্যে ব্যক্তিত্বের গুণাবলিগুলো মেনে চলার মাধ্যমে নিজের ব্যক্তিত্ব উন্নত করতে হবে তবেই আমরা সত্যিকার অর্থে সফল হবো।
আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে।
সাথে রইলো আমার নিজের করা কিছু ফটোগ্রাফি।
পোস্ট | বিবরণ |
---|---|
শ্রেণি | ফটোগ্রাফি |
ক্যামেরা | স্মার্টফোন |
পোস্টতৈরি | @farhanaaysha |
লোকেশন | বাংলাদেশ |
ডিভাইস | OPPO Find X3 Pro |
https://twitter.com/farhana87988/status/1754124468409250259?t=4eZZs-ofJG0-TdZNBf92zA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit