২১শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস উদযাপন

in hive-129948 •  7 months ago 

received_3771047829781520.jpeg

আসসালামু আলাইকুম

গতকাল আমরা সবাই ২১ শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস উদযাপন করেছি। যদিও আজ লিখতে বসেছিলাম গতকাল বিকেলের বেড়াতে যাওয়া সম্পর্কে হঠাৎ মনে পড়লো বন্ধুদের পাঠানো ছবিগুলোর কথা।তাই ঝটপট লিখে ফেললাম আজকের নতুন ব্লগ ২১শে ফেব্রুয়ারি উদযাপন। আশা করি আমার মতো আপনাদের ভালো লাগবে।সকাল সকাল উঠে খালি পায়ে প্রভাত ফেরিতে যাওয়া না হলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি।

বন্ধুদের মাধ্যমে ছবি পেয়েছি শহিদ মিনারে ফুল দেওয়ার।আমার প্রিয় চাম্বি স্কুল এন্ড কলেজ যেখানে কাটিয়েছি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো জীবনের পাঁচ টি বছর।এই শহীদ মিনারের সাথে রয়েছে অসংখ্য স্মৃতি। স্কুল জীবনে ২১ শে ফেব্রুয়ারীর দিন সকাল বেলা উঠে ফুল কিনতে যাওয়া প্রভাত ফেরিতে অংশ গ্রহণ করা এখন বড্ড মিস করি। আমাদের স্কুলে আশপাশের ৬ টি স্কুলের মধ্যে শহিদ মিনার আছে তাই সবাই আসে আমাদের স্কুলে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে।

১ মিনিট নিরবতার মধ্যদিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রাত বারোটায় সিনিয়র ভাইয়েরা ফুল দিয়ে সাজিয়ে দেয় শহীদ মিনার তার পর সকাল থেকে ধাপে ধাপে চলে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক কলেজ ও বিভিন্ন শ্রেণির মানুষের শ্রদ্ধা জ্ঞাপন। ছোট বাচ্চা নিয়ে সকাল সকাল বন্ধুদের সাথে প্রভাত ফেরিতে অংশ গ্রহণ করতে না পারলেও বন্ধুরা আমাকে ঠিকই মনে রেখেছে।

তাদের সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দী করেছে আমাদের সাথে আনন্দ শেয়ার করার জন্য। ছবিতে আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব ফুলেল শুভেচছা নিয়ে শহিদ মিনারের শ্রদ্ধা জ্ঞাপন করছেন।অন্যান্য ছবিতে আমার স্কুল বন্ধুরা যাদের সঙ্গে দেখা হয় না অনেকদিন এখন সবাই নিজের মতো ব্যস্ত। সেই সাথে আছে আমার প্রিয় শিক্ষকবৃন্দ যাদের সানিধ্যে কাটিয়েছি জীবনের পাঁচটি বছর। ছোট ভাইবোনদের প্রভাতফেরি শেষে খালি পায়ে শহীদ মিনারে ফুল দেওয়ার সময়ে তোলা ফটোগ্রাফি।

২১ শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস উদযাপন আমাদের যেমন আনন্দ দেয় ঠিক তেমনি আমাদের সরণ করিয়ে দেয় কিছু সাহসী মানুষদের। অল্প বয়সী ছাত্রগুলো ঠিক কতোটা সাহসী ছিলো সেটাই ভাবি। নিজের মায়ের ভাষাকে পাকিস্তানিদের থেকে মুক্ত করতে যোগ্য সম্মান এনে দিতে বন্ধুকের সামনে বুক পেতে দিয়েছেন।একে একে ৬জন শহীদের রক্তের বিনিময়ে অর্জন করা আমাদের এই মাতৃভাষা।

আজ আমরা নির্ভয়ে মায়ের ভাষায় কথা বলতে পারছি শুধু ওই সাহসী মানুষগুলোর গুলোর জন্য।রফিক,শফিক, সালাম,বরকত,জব্বারসহ সবাইকে জানাই গভীর শ্রদ্ধা। আমরা বাঙালি জাতী আজীবন মনে রাখবো তাদের এই অমূল্য দান।রক্তের বিনিময়ে অর্জিত এই ভাষাকে আমরা সম্মান করবো ভাষার বিকৃতি থেকে সচেতন হবো।সুন্দর সাবলীল বাংলায় কথা বলে শহীদের মর্যাদা অক্ষুন্ন রাখবো আজীবন।এই হোক আমাদের শহীদ দিবস ও মাতৃভাষা দিবসের প্রতিজ্ঞা।

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বাংলাভাষাকে সম্মান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

received_420474590518952.jpeg

received_425058266610903.jpeg

received_1070145980703976.jpeg

received_1169252857572299.jpeg

received_740604278163237.jpeg

পোস্টবিবরণ
শ্রেণি২১শে ফেব্রুয়ারী উদযাপন
ক্যামেরাস্মার্টফোন
পোস্টতৈরি@farhanaaysha
লোকেশনবাংলাদেশ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হ্যাঁ আজ আমরা একমাত্র সেই শহীদদের জন্যই বাংলা ভাষায় কথা বলতে পারছি যারা ভাষার জন্য জীবন দিয়েছে। তাই আমরা তাদেরকে চিরজীবন মনে রাখবো তাদের প্রতি শ্রদ্ধা জানাবো।

Posted using SteemPro Mobile

যতোদিন বাংলায় কথা বলবো তাদের ঋণ আমরা শ্রদ্ধা ভরে সরণ করবো আজীবন