রেসিপি : রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেসিপি

in hive-129948 •  10 months ago 

০০.jpg

মুরগির মাংস সবারই পছন্দের একটি খাবার। অতিথি আপ্যায়ন কিংবা বিয়েবাড়ি সবখানেই কোনোনা কোনোভাবে চিকেন থাকেই। এই চিকেন দিয়ে তৈরি করা যায় শত পদের খাবার।তবে দেশী মুরগির মাংস হলে সবাই খুবই পছন্দ করি। কিন্তু বয়লার বললে অনেকেরই নাক কুঁচকে বসে। তবে একটু অন্যরকম ভাবে রান্নাটা করলে খেতে কিন্তু বেশ মজার। আমার পছন্দের একটি আইটেম এই দারুণ স্বাদের চিকেন। আজকের রান্নায় একটা বিশেষ টিপস থাকবে কিভাবে ঘী ছাড়া রান্না করেও পুরো রান্না ঘী দিয়ে করা এমন স্মেল আনা যায়। বাটা জিরে ছাড়া ভাজা জিরাগুঁড়া দিয়ে আজকের এই দারুণ স্বাদের রান্নাটা করা হয়। চলুন তবে জেনে নেই আজকের রান্নায় লাগছে কি কি উপকরণ সমূহ

Riyan_20240301_210209_👸Portrait Beauty (LMC17) by Riyan.PORTRAIT.jpg

উপকরণপরিমাণ
চিকেন১কেজি
পিঁয়াজবড়ো সাইজের ৩টি
রসুন,আদা৩ টেবিল চামচ
জিরে,ধনিয়া২ টেবিল চামচ
লবণ৩চা চামচ
তেল৪ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার১ টেবিল চামচ
হলুদ গুড়োদেড় চা চামচ
কাঁচামরিচ বাটা২ টেবিল চামচ
লালমরিচের গুড়ো১টেবিল চামচ
সাদা গোলমরিচ৫টি থেতো করা
কাবাবচিনি,স্টার মশলা৪টি,২টি
জয়ফল,জয়ত্রীছোট টুকরোও সামান্য পরিমাণ
টকদই২টেবিল চামচ
তেজপাতা,দারুচিনি২টি ও ২টুকরো
লবঙ্গ,সবুজএলাচ৪টি করে ৮ টি

প্রস্তুত প্রণালি

ধাপ-১

মুগরি মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরে যাওয়ার পর লবণ, হলুদগুড়ো,কর্নফ্লাওয়ার মেখে নিয়ে কিছু সময় রেস্টে রাখতে হবে।

Riyan_20240301_194519_👸Portrait Beauty (LMC17) by Riyan.PORTRAIT.jpg

ধাপ-২

ননস্টিক ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ তেল গরম করে মাংসগুলো উভয়পাশে হাল্কা সোনালী করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে ঘ্রাণ চেঞ্জ হয়ে যাবে তাই হাল্কা ভেজে রান্না করতে হবে। এভাবে সবগুলো মাংস ভেজে তুলে নিয়ে আলাদা প্লেটে রাখতে হবে।

ধাপ-৩

মাংস ভাজার পর বেচে যাওয়া তেলের সাথে বাকি ২টেবিল চামচ তেল মিশিয়ে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলে ১ টি পিয়াজ কুচি দিয়ে ব্যারেস্তা করে তুলে নিতে হবে এই সময় হাল্কা চিনি ছড়িয়ে ভাজতে হবে। বেরেস্তা তুলে নিয়ে ওই তেলে বাকি ২ টা পিঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে একে একে বাকি সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।

মশলা.jpg

ধাপ-৪

সব মশলা ভালোভাবে কষানো হলে ওপরে তেল ভেসে উঠলে মাংস দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে।এবার ঢাকনা তুলে ফেটানো টকদই দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।দইটা এই পর্যায়ে দিলে মশলা কেটে যায় না স্মেলটাও সুন্দর আসে।ঘরেপাতা দই হলে ওপরের সর সহ দিবেন তাহলে ঘী এর সুন্দর স্মেল আসবে। মনে হবে পুরো রান্না ঘী দিয়ে করা।

IMG_20240301_204515.jpg

ধাপ-৫

কিছুসময় পর ঢাকনা তুলে নেড়েচেড়ে সামান্য গরম পানি দিয়ে আবার ঢেকে রান্না করতে হবে। পানি কিছুটা কমে এলে গ্রেভি পারফেক্ট মনে হলে নেড়েচেড়ে ধনিয়াপাতা কুচি দিয়ে চুলা বন্ধ করে দিতে হবে।

ধাপ-৬

চুলা বন্ধ করে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে এরমধ্যে ধনিয়াপাতা ফ্লেভার ছড়াবে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে কিংবা ফুলকো নরম রুটির সাথে। এই মাংসের গ্রেভি দিয়ে রুটি খেতে অসম্ভব মজা। গরম ভাতের সাথে খেতেও অনেক বেশি সুস্বাদু।

IMG_20240301_203316.jpg

IMG_20240301_203311.jpg

আশা করি আজকের এই রেসিপি টি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের লিখা এখানে শেষ করছি
ফিরে আসছি নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।

পোস্টবিবরণ
শ্রেণিরেসিপি
ক্যামেরাস্মার্টফোন
পোস্টতৈরি@farhanaaysha
লোকেশনবাংলাদেশ
ডিভাইসiQOO Z3 5G
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঠিক বলেছেন আপু অনেকেই ব্রয়লার মুরগির মাংস খেতে চায়না। তবে ভিন্ন ভাবে রান্না করলে খাওয়ার প্রতি আগ্রহ বেড়ে যায়। রেস্টুরেন্ট এর স্টাইলে চিকেন রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।

আসলেই আমি নিজেও বয়লার মুরগির মাংস গন্ধ লাগায় খেতে পারিনা চিকেন চাপ গ্রিলসহ সনানান রকমের রেসিপি করে খেতাম কখনো রান্না করা খেতাম না তবে এভাবে করার পর এটা বয়লার সেটা বুঝার উপায় ছিলো না বেশ সুস্বাদু হয়েছিলো খেতে

image.png

ভাজা জিরে দিয়ে আজকে আপনি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রান্না করেছেন ।আপনার ধাপগুলো দেখে বোঝা যাচ্ছে রেসিপিটা খেতে অনেক সুস্বাদু হয়েছে ।কাঁচা মরিচ ব্যবহার করেছেন বলে রান্নার কালার টা তেমন লাল রঙের হয়নি।

কাঁচামরিচের তৈরি করা চিকেন খেতে বেশ আলাদা মজার তাই কাঁচামরিচ ব্যবহার করেছি তবে পুরোপুরি কালার কাঁচামরিচের না হওয়ার জন্য একচামচ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি

মজাদার একটি রেসিপি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে। ভিন্ন ভাবে কোনো রেসিপি মাঝে মাঝে ট্রাই করলে কিন্তু বেশ ভালো হয়। খুব ভালো লাগলো আপনার রেসিপিটি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

এটি অনেক মজার রেসিপি ছিলো আপনিও ট্রাই করতে পারেন বয়লার খায়না এমন পার্সোনও খেয়ে ফেলবে গন্ধ না থাকায় বুঝতে পারবে না

বয়লার মুরগীর মাংস এভাবে রান্না করলে খেতে বেশ মজা লাগে। আমি মাঝে মাঝে এভাবে রান্না করি,তবে কর্ণফ্লাওয়ার দেই না। স্টার মশলা,কাবাবচিনি,জয়ত্রি ,জায়ফল ব্যবহার করায় রান্নায় একটা আলাদা স্বাদ এসেছে। বেশ লোভনীয় লাগছে রেসিপিটি।ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

ভাজার সময় কর্নফ্লাওয়ার দিয়ে মাখালে মাংসটা সুন্দরভাবে ভাজা যায় ভেঙে যায় না

রেস্টুরেন্টের স্টাইলে চিকেন রেসিপি তৈরির প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে এ ধরনের চিকেন রেসিপি খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আপনার এই চিকেন রেসিপি তৈরিতে টকদইয়ের ব্যবহার এবং ধনিয়া পাতার ব্যবহারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

ঘরেপাতা টকদই ব্যবহার কীেছি ওপরে জমা সরসহ তাই ফ্লেভারটা দারুণ হয়েছিলো

বাহ আপু আপনি খুবই সুন্দর করে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেসিপি তৈরি করেছেন। আপনার কিচেন রেসিপি তৈরি করার দৃশ্য গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে রেসিপি তৈরি করেছেন।আর আপনি চিকেন রেসিপির মধ্যে বেশ অনেক গুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে রেসিপি তৈরি করেছেন। এজন্য একটু বেশি ভালো হয়েছে রেসিপি টি।

আসলেই এটা অনেক মশলাদারই একটি রেসিপি। মশলাগুলোর কারণেই বয়লার মুরগির গন্ধ টা চলে গেছে দারুণ একটি মশলার স্মেল ছিলো সাথে ঘী ফ্লেভার

রেস্টুরেন্টের পদ্ধতি ব্যবহার করে আপনি যে চিকেন এর রেসিপি তৈরি করেছেন তা দেখে তো কোনোভাবেই লোভ সামলানো যাচ্ছে না। খুবই সুন্দর একটা চিকেন এর রেসিপি আপনি তৈরি করতে সক্ষম হয়েছেন। আপনার তৈরি করার রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল।

আসলেই তাই এই রেসিপি টি খেতে অনেক বেশি সুস্বাদু ছিলো।তাছাড়া রেস্টুরেন্টের চিকেন খেতে আমরা প্রায় সবাই পছন্দ করি।

আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছে। সত্যি আপু একটু ভিন্ন ভাবে রান্না করলে অনেক ভালো লাগে। আপনার চিকেন রান্না আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখি এভাবে একদিন অবশ্যই তৈরি করব।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

এটি ভালো লাগার মতোই রেসিপি আপনার তৈরি করলে নিশ্চিত এটির প্রেমে পড়ে যাবেন

আপনি আজকে আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন। মুরগির মাংস খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। রেসেপির কালার দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিলো। তৈরির ধাপ গুলো আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মুরগির মাংস আপনার পছন্দের ডিস জেনে অনেক ভালো লাগলো আশা করবো এই রেসিপি টি একবার হলেও ট্রাই করবেন

আপনি একেবারে ভিন্ন পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেসিপি তৈরি করেছেন। আসলে চিকেন খেতে সবাই খুবই পছন্দ করে। আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমার কাছে দেশি মুরগিটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। আর যদি ঝাল একটু বেশি করে দেওয়া হয়, তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। আপনার কাছ থেকে ভিন্ন রকম ভাবে মুরগির মাংস রান্না করার পদ্ধতি শিখে নিলাম। আমি অবশ্যই এটা তৈরি করার চেষ্টা করব। আশা করছি খেতে অনেক বেশি ভালো লাগবে। নিশ্চয়ই এটা অনেক মজা করে খেয়েছিলেন।

দেশিমুরগি আমাদের সবারই পছন্দের বয়লার টা গন্ধের জন্য ভালো লাগে না তাই ভিন্ন ধরনের এই রেসিপি করলে বয়লার ও দারুণ স্বাদের হয়

আপনি তো দেখছি পুরা রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রেসিপি সম্পন্ন করেছেন। দেখতে ভীষণ দারুন হয়েছে এবং চিকেন খেতে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

জ্বী ভাইয়া এটি আসলেই রেস্টুরেন্টের মতো স্বাদের বুঝতে পারা যায় না বয়লার মুরগির মাংস

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেসিপি তৈরি করেছেন। মাঝে মাঝে এরকম মজার মজার রেসিপি গুলো তৈরি করে আমাকে দাওয়াত দিবেন। একা একা খেয়ে নিলে তো পেট ব্যথা করবে আপু। সবাই মিলে ভাগাভাগি করে খেলে খাবারের যেমন বরকত হয়, তেমনি খেতেও অনেক বেশি ভালো লাগে। এরকম পদ্ধতিতে রান্না করা মুরগির মাংস কখনোই খাওয়া হয়নি আমার। ব্রয়লার মুরগির থেকে আমার কাছে দেশি মুরগিটার সব থেকে বেশি ভালো লাগে। দেশি মুরগি খাওয়ার মজাটাই সবথেকে আলাদা হয়ে থাকে। আপনার উপস্থাপনা দেখলে যে কেউ এটা ট্রাই করতে পারবে।

অবশ্যই ভাইয়া আপনার দাওয়াত একদিন চলে আসুন সোনিয়া আপুকে সাথে নিয়ে। এভাবে রান্না করে খেলে বয়লার মুরগির মাংস ও ভালো লেগে যাবে এটার স্বাদ দারুণ স্মেল টাও মন মাতানো

খুবই মজাদার এবং লোভনীয় একটি চিকেন রেসিপি রান্না করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। চিকেন রেসিপি বর্তমান সময়ে কমিউনিটিতে প্রায় সকলেই শেয়ার করছে প্রতিনিয়ত। আপনি দেখছি একটু ইউনিক ভাবেই রান্না করেছেন, মজাদার এই রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

এই রেসিপি টি আসলেই একটু ইউনিক। এটার স্বাদও দুর্দান্ত এই রেসিপি টি একবার খেলেই মুগ্ধ হয়ে যাবেন যদিও উপকরণ বেশি লাগে রান্না করতে

রেস্টুরেন্ট স্টাইলে খুবই মজা একটি চিকেন রেসিপি আপনি তৈরি করেছেন। আপনার এই চিকেন রেসিপিটি দেখে অনেক বেশি লোভনীয় লাগছে এবং দেখে মনে হচ্ছে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। ধন্যবাদ মজাদার একটি চিকেন রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

রেস্টুরেন্টে গিয়ে চিকেন খেতে আমরা সবাই পছন্দ করি তবে একই স্বাদের চিকেন বাড়িতেই তৈরি করা গেলে একটু অন্যরকম ভালো লাগে

আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে।রেস্টুরেন্ট স্টাইলে চিকেন এর রেসিপিটি আজকে আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। রান্না করার প্রক্রিয়াটি আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে বর্ণনা করেছেন। মুরগির মাংস খেতে আমার খুবই ভালো লাগে। দেখে মনে হচ্ছে রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল।ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ।

আসলেই অনেক বেশি সুস্বাদু ছিলো এটি আপনিও তৈরি করতে পারেন আশা করি নিরাশ হতে হবে না

আপু আপনি রেস্টুরেন্ট স্টাইলে খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। মুরগির মাংস সবসময় এক রকম খেতে ভালো লাগে না। তারজন্য মাঝে মাঝে এর স্বাদ পরিবর্তন করা প্রয়োজন।তাহলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।