স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ।

in hive-129948 •  5 months ago  (edited)

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। ফেনী ও নোয়াখালী সহ দেশের ৭৭টি উপজেলা প্লাবিত হয়েছে। ১৯ আগস্ট রাত থেকেই ফেনী জেলার বেশির ভাগ এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন হয়েছে।

flood-66cc54fb242bf.jpg

source

বিভিন্ন জেলার স্থানীয় বাসিন্দাদের থেকে যেসব বর্ণনা যাচ্ছে তাতে বোঝা যায় মানুষজন কতো মানবেতর জীবনযাপন করছে। বন্যার পানির তোড়ে বহু মানুষের সহায় সম্বল ভেসে গেছে।

27a57056b4cee08b7fdd69ed19515c6d159def7e427c0d55.jpg

source

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬ লাখ ১ হাজার ২০৪ জন। ৪৫ লক্ষ্য মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন।১১টি জেলার অনেক জায়গায় ইন্টারনেট সংযোগ নাই। তবে পানি নেমে যাওয়ার পর প্রকৃত ক্ষতির হিসাব করা যাবে, ধারণা করা যায় বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হবে।

21-66c84b48d1be6.jpg

source

বন্যা এলাকায় ৩৫২৭ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।সেখানে তিন লক্ষ্য মানুষ আশ্রয় নিয়েছেন। ৭৭০টি মেডিকেল টিম কাজ করছে জনগণের সেবা প্রদানে।ইতিমধ্যে ওইসব এলাকায় খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source : internet

Loading...