শিং মাছ ও টমেটোর তরকারি রেসিপি (১০% shy-fox)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এইদিকে খুব শীত পড়েছে। সাথে আবার বৃষ্টিও হচ্ছে। নিম্নচাপ হচ্ছে কয়েকদিন ধরে। তাতে আরও বেশি শীত বেড়ে গিয়েছে। আজকে এই শীতের রাতে গরম গরম টমেটো এবং শিং মাছের তরকারি রান্না করে গরম ভাতের সাথে খেতে কি মজাই না লাগে!!!!!
তাই আজকে আমি শিং মাছ ও টমেটোর তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ।

20211205_192044.jpg

তাহলে চলুন দেখে নি উপকরণ লিস্ট।
উপকরণপরিমাণ
কাচা টমেটো২ টি
পেয়াজ২টি
মরিচ৪টি
জিরা গুড়া১ চামচ
রশুন১ টি
ধুনের পাতা১ কাপ
হলুদ১/২ চা চামচ
তেল১/২ কাপ
রান্না করার প্রসেস :

ধাপ _১

প্রথমে ২ টি টমেটো কেটে নিতে হবে। পেয়াজ এবং মরিচও এর সাথেই কুচিয়ে নিতে হবে।

20211205_190201.jpg

ধাপ _২

এর সাথে ১/২ কাপ ধুনের পাতা মিশিয়ে দিতে হবে।

20211205_190224.jpg

ধাপ _৩

এরপর মাছ গুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াই এর উপর দিয়ে দিয়ে হবে। মাছ গুলোকে হলুদ দিয়ে ধুয়ে নিলে মাছের এক্সট্রা গন্ধ চলে যাবে।

20211205_190243.jpg

ধাপ _৪

এরপর এর ভেতর ঝালের গুড়া, ধুনের গুড়া, জিরার গুড়া, হলুদ, লবণ দিয়ে দিতে হবে।

20211205_190315.jpg

ধাপ _৫

এরপর এর ভেতর ধুনের পাতা দিয়ে ভালো ভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে।

20211205_190419.jpg

ধাপ _৬

এরপর এর ভেতর ১/২ কাপ পানি দিয়ে দিতে হবে।

20211205_190438.jpg

ধাপ _৭

এরপর সব কাজ শেষ করে চুলার জ্বাল ধরিয়ে দিয়ে দিতে হবে।

20211205_190448.jpg

ধাপ _৮

কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

20211205_190557.jpg

ধাপ _৯

৫ মিনিট পর একটু ঢাকনা তুলে দেখে নিতে হবে।

20211205_190935.jpg

সব শেষে চুলা থেকে নামিয়ে পরিবেশ করতে হবে।

20211205_192044.jpg

20211205_192032.jpg

এই তরকারিটা রান্না করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। ৩০ মিনিট এরও কম। কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। যা একবার না খেয়ে দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। খুবই মজা লাগে। এতে যদি টমেটোর পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে খেতে একটু টক লাগবে। আপনারা ২ ভাবেই রান্না করতে পারবেন। কারণ এটা খেতে যে কি মজা তা আপনারা একবার খেয়ে দেখলেই বুঝতে পারবেন।
এইতো এইভাবেই শেষ হলো খুব সহজে আমার আজকের তরকারির। আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ
@farhanatonni
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টমেটো দিয়ে যেকোনো তরকারি তৈরি করলেই আমার কাছে খুবই ভালো লাগে। শিং মাছ যেমন অনেক উপকারী খেতেও তেমনি অনেক মজার। অনেক মজার একটি রেসিপি শেয়ার করেছেন। আর আপনার রান্নার ধাপ গুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

অনেক ধন্যবাদ ভাইয়া এবং শুভকামনা।

শিং মাছ এবং টমেটো দিয়ে দারুন একটি রেসিপি করেছেন। দেখতে খুব ভালো লোভনীয় লাগছে খেতে নিশ্চয় দারুন ছিল ধাপ গুলো খুব গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা।

জি ভাইয়া খেতে খুব মজা ছিল।
ধন্যবাদ ভাইয়া।

খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হয়েছেন দেখছি। শিং মাছ খেতে খুবই সুস্বাদু লাগে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি ধনেপাতা টমেটো দিয়ে খুব সুন্দর করে রান্না করেছেন। যেটা দেখে খুবই ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপু, আমার খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন।শিং মাছ দিয়ে টমেটোর ঝোল তরকারি খুবই সুস্বাদু। শীতের দিনে শিং মাছ টমেটো এবং ধনেপাতা দিয়ে রান্না করলে এই সুস্বাদু তরকারি আরো যেন সুস্বাদু হয়ে যায়। শিং মাছ টমেটোর তরকারি রান্নার প্রতিটি ধাপে খুব সুন্দরভাবে আপনি বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ এত সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

অনেক ধন্যবাদ রিতা আপু আমার পাশে থাকার জন্য। আমার ব্লগে আপনাকে আমার পাশে আশা করছি।
শুভকামনা এবং ভালোবাসা রইল।

বাহ! খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। কাঁচা টমেটো দিয়ে শিং মাছের ঝোল খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। অন্যদের কাছে কেমন লাগে জানিনা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খেতে। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো।

আমার অনেক পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন । মূলত আমি ও যে কোন মাছ দিয়ে টমেটো খেতে খুবই পছন্দ করি। তার সাথে আপনি ধনিয়াপাতা দিয়েছেন । ধনিয়া পাতা তরকারির স্বাদ বাড়ানোর অনেক ভূমিকা পালন করে। ধনিয়া পাতা ছাড়া যেন শীতকালের তরকারি গুলো অসম্পূর্ণ থেকে যায়।

ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হা হা হা, ভাইয়া আপনি ঠিকঠিকই বলেছেন ধুনের পাতা না হলে শীত কালে তরকারি অসম্পূর্ণ থেকে যায়।

যে কোন মাছ টমেটো দিয়ে রান্না করলে আমার কাছে খুবই সুস্বাদু লাগে ।একটা টকটক ফ্লেবার আসে। শিং মাছ টমেটো দিয়ে রান্না করেছেন এটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।রান্নার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে বর্ণনা সরকারে উপস্থাপন করেছেন ।সেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইল। ভালোবাসা নিয়েন।

শিং মাছ আমার অনেক পছন্দের একটি মাছ। এই মাছ আমি প্রায়ই খেয়ে থাকি আপনি টমেটো ধুয়ে রান্না করেছেন আপু শুনেই তো আমার জিভে পানি চলে আসলো। টমেটো দিয়ে তরকারি রান্না করলে খুব মজা লাগে। তারপরে আমার পছন্দের মাছ রান্না করেছেন আপনার খাবারটা দেখতে অনেক লোভনীয় লাগছে মনে হচ্ছে বাটি ধরে নিয়ে আসে ধন্যবাদ আপু।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।।। সাথে থাকার জন্য।

নতুন একটা রেছিপি দেখলাম।ভাল লাগলো। টমেটো ,ধনে পাতা এর সাথে শিং মাছ আনকমন একটা রেছিপি।জিভে জল চলে আসছে।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। শুভকামনা রইল।

আপনার পোষ্টের একটি জিনিস আমার খুবই ভালো লেগেছে। সেটা হচ্ছে আপনি রেসিপি তৈরি করার পর সেটা গার্নিস করার চেষ্টা করেছেন।যেটা আমাদের বেশির ভাগ মেম্বার করে না। আপনি ইউটিউব দেখে গার্নিস করার ইউনিক আইডিয়া বের করবেন। তাহলে আপনার রেসিপি পোস্ট আরো সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আমার এই পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে আমার খুবই ভালো লাগছে। জি ভাইয়া আমি আমার সবগুলো পোস্ট করার পরই চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে ছবি গুলো তুলতে। যাতে একটু আকর্ষণীয় লাগে। ভাইয়া আপনার কমেন্টে আরও বেশি অনুপ্রাণিত হলাম। আপনার কথা শুনে অবশ্যই চেষ্টা করব ইউটিউব থেকে গার্নিস করার আইডিয়া নেওয়ার।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

শিং মাছ ও টমেটো রেসিপিটা দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই সুন্দরভাবে তৈরি করেছেন। আপনার উপস্থাপন দেখে আমি এই রেসিপি তৈরি করা শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল।