DIY- হোমমেড ড্রাই ফেসওয়াস। ১০% shy-fox

in hive-129948 •  3 years ago 

প্রকৃতির মাঝে থেকে প্রাকৃতিক উপাদানে রুপচর্চা

আসসালামু আলাইকুম

কেমন আছেন আপ্নারা সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভিন্নরকম একটি পোস্ট। আমি সাধারণত স্কিন কেয়ার নিয়ে খুবই সচেতন। প্রতিটি মেয়েই হয়তো এই বিষয় নিজে একটু সচেতন থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে ছেলেরাও হয়তো এই বিষয় থেকে পিছিয়ে নেই। তারাও নিজেদের কেয়ার সম্পর্কে যথেষ্ট সচেতন। কিন্তু বর্তমানে আমাদের চার পাশে ভেজাল পন্যে ভরে গিয়েছে। হাজার হাজার টাকা নস্ট করে আমরা যে স্কিনকেয়ার প্রডাক্ট কিনি তার থেকে ঘরোয়া উপায়ে যদি আমরা স্কিনকেয়ার করতে পারি তাহলে তা হবে আমাদের অনেক বেশি প্বার্শপ্রতিক্রয়া মুক্ত। এবং ফলাফল হলে উপভোগ যোগ্য। তাই স্কিনকেয়ার এর জন্য আমি সবসময় সাপোর্ট করি ঘরোয়া উপায়। এগুলো করতেএকটু সময় এবং ধৈর্য্য প্রয়োজন হলেও ফলাফল হয় আকাংক্ষিত।
এসব কথা মাথায় রেখেই আমি হোমমেড ড্রাই ফেসওয়াস ব্যবহার করতে শুরু করেছি। আমি এটি কিভাবে তৈরি করেছি সেই প্রসেসটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।

GridArt_20211223_152909945.jpg

তাহলে চলুন দেখে নি উপকরণ লিস্ট।

👇উপকরণ 👇



১.তুলসীপাতা


২.কাচা হলুদ


৩.গোলাপের পাপড়ি


৪. মুশুরির ডাল

বানানোর প্রসেস:-



ধাপ ১
প্রথমে কিছু পরিমাণ মুশুরির ডাল নিয়ে নিতে হবে। এবং তা ব্লিনডার এর ভেতর দিয়ে একদম গুড়া করে নিতে হবে।

GridArt_20211223_154306433.jpg



ধাপ ২
এরপর আমি আমার নিজের গাছ থেকে কিছু তুলসীপাতা এবং গোলাপফুল ছিড়ে নিয়েছি। এবং তা ধুয়ে নিয়ে আমি কিছুক্ষণ এর জন্য রোদে দিয়েছি।

20211222_130617.jpg



ধাপ ৩
এরপর আমি কিছু কাচা হলুদ নিয়ে নিয়েছি এবং এগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমি ব্লিনডার এর ভেতর গুড়া করে নিয়েছি।

GridArt_20211223_155036084.jpg



ধাপ ৪
এরপর আবার এই হলুদ গুড়ার ভেতর ডাল গুড়া দিয়ে আবারও ব্লিন্ড করে নিব।

20211222_131358.jpg



ধাপ ৫
এরপর তুলসীপাতা এবং গোলাপ পাপড়ি গুলো ব্লিন্ডারের ভেতর দিয়ে আবার ব্লিন্ড করে নিতে হবে।

GridArt_20211223_155632390.jpg


ধাপ ৬
এরপর আবার এর ভেতর সেই ডালও হলুদ গুড়া মিক্সড করে দিয়ে আবার ব্লিন্ড করে নিতে হবে।

GridArt_20211223_155710168.jpg



ধাপ ৭
এরপর এই ব্লিন্ড করা গুড়া একটি প্লেট এ নিয়ে রোদে দিতে হবে। তাহলে তা একদম ঝরঝরে হয়ে যাবে।

GridArt_20211223_155809509.jpg



ধাপ ৮
এরপর তা রোদ থেকে নামিয়ে নিয়ে এসে এর ভেতর আরও কিছু ডাল দিয়ে আরও কিছুক্ষণ ব্লিন্ড করে নিতে হবে। তাহলেই একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে আমাদের ফেসওয়াসটি।

GridArt_20211223_155843077.jpg



ধাপ ৯
এবার এর থেকে কিছু গুড়া নিয়ে পানির সাথে মিশিয়ে নিলেই এটি ব্যবহারযোগ্য হবে।

GridArt_20211223_161946586.jpg

এইতো মাত্র করেকটি ধাপে তৈরী হয়ে গেল একটি হোমমেড ড্রাই ফেসওয়াস। এটি স্কিন এর জন্য যথেষ্ট উপকারী হবে বলে আমি আশা করছি কারণ স্কিনেকেয়ারের জন্য ব্যবহার হয়ে আসা সকল উপকরণই এতে ইউজ করা হয়েছে যা প্রাকৃতিক এবং প্বার্শপ্রতিক্রয়া মুক্ত।
আপনার এটি নিজেরা বাসায় বানিয়ে দেখতে পারেন। এর সাথে আপনারা চাউলের গুড়া এবং যদি পারেন তাহলে চন্দনের গুড়াও মিক্সড করে দিতে পারেন। এতে ফলাফল হয়তো আরও ভালো আসবে আশা করছি।

যেহেতু এতে হলুদ ব্যবহার করা হয়েছে, এবং হলুদ সান সেন্সিটিভ ইনগ্রিডেন্ট তাই আপনারা এটি রাতের বেলাই ব্যবহার করলে বেশি ভালো হবে।

GridArt_20211223_152909945.jpg

এইতো এই ছিল আমার আজকের পোস্ট। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমাকে অবশ্যই জানাবেন আপনাদের মন্তব্য। খারাপ লাগলেও অবশ্যই আমার ভুল ধরিয়ে দিলে খুশি হব।

ধন্যবাদ সবাইকে

@farhanatonni

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে সাধুবাদ জানাই, আপু আপনি প্রকৃতির মাঝে রূপচর্চার উপাদান খুঁজে পেয়েছেন সেই সাথে খুবই সুন্দর ভাবে রূপচর্চার উপাদান তৈরী করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা ও পোস্ট থেকে রূপচর্চার উপাদান সম্পর্কে জানতে পারলাম এমনকি প্রকৃতির উপাদান থেকে রূপচর্চা করলে কোন নেগেটিভ ইফেক্ট আসে না, যা বাহিরের প্রডাক্ট থেকে পাওয়া যায়। শুভকামনা রইল আপু আপনার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।