প্রকৃতির মাঝে থেকে প্রাকৃতিক উপাদানে রুপচর্চা
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপ্নারা সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভিন্নরকম একটি পোস্ট। আমি সাধারণত স্কিন কেয়ার নিয়ে খুবই সচেতন। প্রতিটি মেয়েই হয়তো এই বিষয় নিজে একটু সচেতন থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে ছেলেরাও হয়তো এই বিষয় থেকে পিছিয়ে নেই। তারাও নিজেদের কেয়ার সম্পর্কে যথেষ্ট সচেতন। কিন্তু বর্তমানে আমাদের চার পাশে ভেজাল পন্যে ভরে গিয়েছে। হাজার হাজার টাকা নস্ট করে আমরা যে স্কিনকেয়ার প্রডাক্ট কিনি তার থেকে ঘরোয়া উপায়ে যদি আমরা স্কিনকেয়ার করতে পারি তাহলে তা হবে আমাদের অনেক বেশি প্বার্শপ্রতিক্রয়া মুক্ত। এবং ফলাফল হলে উপভোগ যোগ্য। তাই স্কিনকেয়ার এর জন্য আমি সবসময় সাপোর্ট করি ঘরোয়া উপায়। এগুলো করতেএকটু সময় এবং ধৈর্য্য প্রয়োজন হলেও ফলাফল হয় আকাংক্ষিত।
এসব কথা মাথায় রেখেই আমি হোমমেড ড্রাই ফেসওয়াস ব্যবহার করতে শুরু করেছি। আমি এটি কিভাবে তৈরি করেছি সেই প্রসেসটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।
তাহলে চলুন দেখে নি উপকরণ লিস্ট।
👇উপকরণ 👇
বানানোর প্রসেস:-
প্রথমে কিছু পরিমাণ মুশুরির ডাল নিয়ে নিতে হবে। এবং তা ব্লিনডার এর ভেতর দিয়ে একদম গুড়া করে নিতে হবে।
এরপর আমি আমার নিজের গাছ থেকে কিছু তুলসীপাতা এবং গোলাপফুল ছিড়ে নিয়েছি। এবং তা ধুয়ে নিয়ে আমি কিছুক্ষণ এর জন্য রোদে দিয়েছি।
এরপর আমি কিছু কাচা হলুদ নিয়ে নিয়েছি এবং এগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমি ব্লিনডার এর ভেতর গুড়া করে নিয়েছি।
এরপর আবার এই হলুদ গুড়ার ভেতর ডাল গুড়া দিয়ে আবারও ব্লিন্ড করে নিব।
এরপর তুলসীপাতা এবং গোলাপ পাপড়ি গুলো ব্লিন্ডারের ভেতর দিয়ে আবার ব্লিন্ড করে নিতে হবে।
এরপর আবার এর ভেতর সেই ডালও হলুদ গুড়া মিক্সড করে দিয়ে আবার ব্লিন্ড করে নিতে হবে।
এরপর এই ব্লিন্ড করা গুড়া একটি প্লেট এ নিয়ে রোদে দিতে হবে। তাহলে তা একদম ঝরঝরে হয়ে যাবে।
এরপর তা রোদ থেকে নামিয়ে নিয়ে এসে এর ভেতর আরও কিছু ডাল দিয়ে আরও কিছুক্ষণ ব্লিন্ড করে নিতে হবে। তাহলেই একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে আমাদের ফেসওয়াসটি।
এবার এর থেকে কিছু গুড়া নিয়ে পানির সাথে মিশিয়ে নিলেই এটি ব্যবহারযোগ্য হবে।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে সাধুবাদ জানাই, আপু আপনি প্রকৃতির মাঝে রূপচর্চার উপাদান খুঁজে পেয়েছেন সেই সাথে খুবই সুন্দর ভাবে রূপচর্চার উপাদান তৈরী করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা ও পোস্ট থেকে রূপচর্চার উপাদান সম্পর্কে জানতে পারলাম এমনকি প্রকৃতির উপাদান থেকে রূপচর্চা করলে কোন নেগেটিভ ইফেক্ট আসে না, যা বাহিরের প্রডাক্ট থেকে পাওয়া যায়। শুভকামনা রইল আপু আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit