সবথেকে মজার নবাবি সেমাই। (১০% shy-fox)

in hive-129948 •  3 years ago 
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আজকে সকাল থেকেই মনটা একটু খারাপ ছিলো। আমার একটা স্বভাব আছে। যখনি আমার মন খারাপ থাকে কিছু না কিছু রান্না করতে ইচ্ছা করে। ভালো রান্না পেলেই মন ভালো হইয়ে যায়। তাই আজকে একটু আগে যেয়ে তৈরি করে নিয়ে আসলাম নবাবি সেমাই।আর তাই আপনাদের সাথে আজকে আমি চরম মজার নবাবি সেমাই রেসিপি শেয়ার করার চেষ্টা করব। যারা আমার মতো খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও এই সেমাই বাসায় রান্না করবেন।আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। কারন এই সেমাই খুবই মজার।

20211108_143027.jpg

রান্না করার জন্য যে যে উপকরণ লাগবে:-

১. লাচ্ছা সেমাই ১ প্যাকেট
২. চিনি- ১কাপ
৩.দুধ-১/২ লিটার
৪.বাটার
৫.কর্ণফ্লাওয়ার - ৩ টেবিল চামচ।
৬.গুড়া দুধ ১/২ কাপ
৭.ভ্যানিলা ফ্লেভার
৮.কনন্ডেন্স মিল্ক

রান্না করার প্রসেস :-

ধাপ১:

প্রথমে একটি কড়াইতে এক টুকরো বাটার কেটে দিয়ে দিতে হবে। তারপর বাটারটি গলে গেলে তার ভেতর সেমাই দিয়ে দিতে হবে।

20211108_133125.jpg

20211108_133014.jpg

20211108_132901.jpg

20211108_132822.jpg

ধাপ:২-

এরপর চুলারজ্বাল কমিয়ে দিয়ে তার ভেতর ৪ টেবিল চামচ গুড়াদুধ এবং ১/২ কাপ চিনি দিয়ে দিতে হবে।
CollageMaker_20211108_151035662.jpg

ধাপ:৩-

তারপর ভালোকরে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। আস্তে আস্তে চিনি গুলো গলে যাবে। এবং মুবমুচে হবে সেমাই গুল। তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে।
20211108_133602.jpg
এবং একটা বাটিতে নিয়ে নিতে হবে।
20211108_134133.jpg
একটা চামচ দিয়ে চাপ দিয়ে সমান করে নিতে হবে।

ধাপ:৪-

এবার চুলায় একটা হাড়িতে দুধ নিতে হবে। দুধ ভালো করে জ্বাল করে নিতে হবে। এরপর দুধ এর ভেতর ১/২ কাপ চিনি,১/২কাপ গুড়াদুধ,৩ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার, কনন্ডেন্স মিল্ক-২ টেবিল চামচ এবং ১/২ চা চামচ ভ্যানিলা ফ্লেভার মিশিয়ে ভালো করে নেড়ে দিতে হবে।
CollageMaker_20211108_152346146.jpg

ধাপ:৬-

যে বাটিতে সেমাই রেখেছিলাম সেই বাটিতে দুধ ঢেলে দিতে হবে। এবং কিছুটা সেমাই ভাজা যা বেচে ছিল তা দুধ এর উপর দিয়ে সমান করে দিয়ে দিতে হবে
20211108_142920.jpg
এরপর বাদাম বা চেরি দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হইয়ে যাবে মজাদার নবাবি সেমাই। আমি এখানে চেরি ফল পাইনি তাই বেদানা দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা শুধু আমি সাজানোর জন্যই করেছি।

20211108_143027.jpg

20211108_143044.jpg

এরপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে৷ কারণ এটি ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এরপর বাকি রইল শুধু টেস্ট করে দেখা। এই সেমাইটার ভেতর নিচের অংশ একটু নরম এবং উপরের যে অংশ থাকে তা খুব মুচমুচে হয়ে থাকে। তাই খেতেও খুব মজা লাগে।
এইতো আজকে এটাই ছিল আমার সেমাই রান্নার রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ আমার রেসিপিটি কষ্ট করে পড়ার জন্য।
ফারহানা তন্নি।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে৷

নাম যেমন নবাবি সেমাই খেতেও মনে হয় খুব টেস্ট হয়েছে।

শুভকামনা রইলো আপনার জন্য।

জি সেমাইটি খেতে অনেক মজার হইয়েছে। ধন্যবাদ আপনাকে। বাসায় বানিয়ে খেয়ে দেখবেন একদিন।

অনেক সুন্দর হয়েছে আপনার এই নবাবি সেমাই রেসিপি। আমার তো দেখে খুব ভালো লেগেছে। এই রেসিপিটা অনেক মজাদার হয়। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

নবাবি সেমাই রেসিপি তৈরি অনেক সুন্দর ছিল। সেমাই খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার উপস্থাপন গুলো ভালোই ছিল। শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ভাইয়া।

বাহ দারুন তো আপনার নবাবি সেমাই রেসিপি টা। বাসায় থাকতে আমি মাঝে মাঝেই সেমাই খাই তবে আমার সব থেকে বেশি ভালো লাগে দুধ ছাড়া সেমাই। দুধ ছাড়া সেমাই অনেকটা শক্ত হয়। ঠান্ডা হওয়ার পরে ওটা খেতে খুবই মজা লাগে। আপনার সেমাই রান্নার পদ্ধতি টা আমার কাছে খুবই ভালো লেগেছে। জিভে পানি চলে আসলো🤤🤤

এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। আশাকরি অনেক ভালো লাগবে। ধন্যবাদ ভাইয়া।

আপনার এই নবাবী সেমাইর রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

আপু আপনার মুল্যবান মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

নামটা যেমন নবাবী সেমাই দেখতো তেমনি মজাদার আর লোভনীয়। রান্নার পুরো প্রসেসিং টা দেখলাম বাসায় একদিন অবশ্যই তৈরি করে খাব

জি ভাইয়া অবশ্যই একদিন বাসায় রান্না করে দেখবেন।

অনেক সুন্দর এবং ইউনিক একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপে উপস্থাপনা অনেক সুন্দর ছিল। যদিও আমি সেমাই ততটা খাইনা তবে আপনার এই রেসিপিটি দেখে সেমাইয়ের উপর অন্যরকম একটি লোভ কাজ করতেছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া আপনাকেও।

দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার পরিবেশনা দারুন হয়েছে।

ধন্যবাদ আপু।

নবাবী সেমাই আমার খেতে খুবই ভালো লাগে । মাঝখানে ক্রিমি একটা ভাব থাকে খেতে অন্যরকম একটা মজা দেখতে অনেক ভালো লাগে ।আপনি খুব সুন্দর ভাবে সেমাইটা রান্না করেছেন। পরিবেশনটাও অনেক ভালো হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

আপনি খুব সুন্দর নবাবী সেমাই রান্না করেছেন ,যেটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে ।আমার কাছে মনে হয়েছে সেমাই টি খুবই স্বাদের হবে ।আমি আপনার প্রতিটি ধাপ খুবই মনোযোগ সহকারে পড়েছি, আমার কাছে বেশ ভালই লেগেছে। মনে হয়েছে রান্নাটা সহজই হবে। আমি একদিন বাসায় করে দেখব । সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

অনেক অনেক ধন্যবাদ আপু।

বাহ আপু রেসিপির নামেই যেন একটা ভাব রয়েছে নবাবী। সত্যি বলতে আপু অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে। প্রতিটা ধাপ দেখে মনে হল অনেক টেস্টটি হয়েছে। শুভেচ্ছা ও ভালোবাসা রইল।

অনেক ধন্যবাদ ভাইয়া।

নবাবী সেমাই এটা আমার কখনো খাওয়া হয়নি। এটা রান্না করতে আমার কাছে অনেক ঝামেলা লাগে। কিন্তু আপনার রান্নার পদ্ধতিটা দেখে ভালই লাগলো। খুব সহজেই আপনি নবাবী সেমাই রান্না করে ফেলেছেন এবং দেখে মনে হচ্ছে খুব মজাদার হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।