স্পেশাল ডালগোনা কফি। (১০% shy-fox)

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম

GridArt_20211206_133902363.jpg

এই শীতের সকালে গরম গরম এমন এক কাপ কফি হলে কেমন হয়????

সকাল থেকেই কফি খেতে ইচ্ছা হচ্ছিল। ভাবলাম আজকে একটু অন্য রকম ভাবে কফি বানানো যাক। মাথায় এল সেই ফেসবুক ভাইরাল ডালগোনা কফির আইডিয়া। তাই ঘরেই কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম এমন এক কাপ গরম গরম কফি।

তাহলে চলুন দেখে নি উপকরণ লিস্ট :

উপকরণপরিমাণ
কফি২চামচ
চিনি৩ চামচ
গরম পানি২ চামচ
গরম দুধ১ কাপ
হ্যান্ড বিটার১ টি

20211206_124451.jpg

বানানোর প্রসেস :

ধাপ _১

প্রথমে একটি বাটিতে ২চামচ কফি তিন চামচ চিনি মিশিয়ে নিতে হবে।

20211206_124700.jpg

ধাপ _২

এরপর এর সাথে ২ চামচ গরম পানি মিশিয়ে নিয়ে বিটার দিয়ে নাড়তে হবে।

20211206_124746.jpg

ধাপ _৩

এটি মেশাতে প্রায় ১৫-২০ মিনিট সময় লাগবে।৫ মিনিট মিশিয়ে নেওয়ার পর এর অবস্থা

20211206_124833.jpg

ধাপ _৪

প্রায় ১০ মিনিট পর এর অবস্থা

20211206_125122.jpg

ধাপ _৫

এরপর প্রায় ১৫ মিনিট পর এর অবস্থা

20211206_132138.jpg

ধাপ _৬

২০ মিনিট পর ফেনাটি একদম রেডি।

20211206_132316.jpg

ধাপ _৭

এরপর গরম এক কাপ দুধ নিতে হবে

20211206_130204.jpg

ধাপ _৮

দুধ এর ভেতর মিশ্রনটি দিয়ে দিতে হবে।

20211206_132339.jpg

শেষ ধাপ

এরপর উপর দিয়ে কিছু কফি পাউডার দিয়ে দিতে হবে।

20211206_132627.jpg

এইতো এভাবেই খুব সহজে তৈরী করে ফেললাম অসাধারণ মজার স্পেশাল ডালগোনা কফি। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার খুব ভালো লাগবে। বাসায় একদিন অবশ্যই বানিয়ে দেখবেন। অসাধারণ মজা লাগে এই কফিটি খেতে।

GridArt_20211206_133902363.jpg

20211206_132752.jpg

20211206_132741.jpg

আমার ব্লগটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভুল হলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

ধন্যবাদ আপনাদের সবাইকে

@farhanatonni

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই বৃষ্টির দিনে আপনার কফিটি দেখে তো মনে হচ্ছে এক চুমুক খেয়ে নেই। খুবই চমৎকার লাগছে দেখতে। তাছাড়া এটি বানাতে আপনার অনেক সময় লেগেছে। ২০ মিনিট বিট করা মানে অনেক কঠিন একটি কাজ। আপনি সে কাজটি খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন। যার ফলে আপনার কফিটি মজাদার লাগছে দেখতে। ধন্যবাদ আপু কফি বানানোর নতুন একটি পদ্ধতি শিখতে পারলাম আপনার মাধ্যমে।

ডালগোনা কফি এই কফির নাম প্রথম শুনলাম আমি।আপনি নিজের হাতে তৈরি করেছেন শুনে অনেক ভালো লাগলো। আমাদের কে একটু খাওয়াবেন প্লিজ😋। আপনি কফিটা তৈরির পদ্ধতি খুব সহজ ভাবে তুলে ধরেছেন যে কেউ সহজেই বানিয়ে খেতে পারবে। এতো সুন্দর একটা ইউনিক কফি আমাদের সাথে শেয়ার করার জন‍্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপু আপনার জন‍্য।

অনেক ধন্যবাদ রাফি ভাইয়া আপনাকে। 😅হ্যা চলে আসুন নড়াইল ভাইয়া। অবশ্যই কফি বানিয়ে খাওয়াব।

😊।।

ইশ আপু আপনি ঠান্ডার দিনে কি কফি দেখালেন না খেয়েতো পারা যাচ্ছে না দেখে। এই কফিটা আমার অনেক বেশি পছন্দের আমি আগে মাঝে মাঝে করতাম অনেকদিন হলো করে খাওয়া হয় না কিন্তু আপনারটা দেখে মনে হচ্ছে এখনই করে ফেলি। খুব সুন্দর ভাবে আপনি কফিটি তৈরি করে দেখলেন। কফির রংটা অনেক সুন্দর হয়েছে। এখানে আসলে কফিটাকে বিট করাটাই আসল বিট করা যত বেশি ভালো হবে কফিটা খেতে তত মজা।

জি আপু আসলেই আর বিট করতেই যত কষ্ট। অনেক সময় লাগে।

আপু আমার অনেক ভাল লাগলো স্পেশাল ডালগোনা কফি আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলো খুবই সঠিক মাত্রায় দিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। আপনারা তৈরি করার মাধ্যমটি আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল আপু।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল।

স্পেশাল ডালগোনা কফি খুবই সুন্দর করে তৈরি করেছেন। দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছে করছে। এই শীতের সময় যদি এক কাপ কফি খেতে পারতাম। তাহলে কতই না ভালো হতো। আপনার জন্য শুভকামনা রইল।

ভাইয়া প্রসেস তো দেখিয়েই দিলাম।।।। খুব সহজে তৈরী করে ফেলুন।

মাশাল্লাহ আপু খুব সুন্দর করে ডালগোনা কফি বানিয়েছেন, খেতে ইচ্ছা করছে আপনার এই কফি দেখে। খুব সুন্দর উপাস্থপনা করেছেন। শুভকামনা

শীতের সকালে এরকম কফি হলে তো ভালই হয়। অনেক ভালো লাগলো আপনার কফি বানানোর প্রসেস গুলো পড়ে। খুবই লোভনীয় একটি কফি তৈরি করেছেন আপনি। দেখেই তো খুবই পান করতে ইচ্ছে করছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।