দিন গুলো যেভাবে পার করছি (১০%shy-fox)

in hive-129948 •  3 years ago 

GridArt_20220307_223625421.jpg

আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে আমার পোস্ট শেয়ার করছি। কালই পোস্টটি শেয়ার করতাম কিন্তু মোবাইল ফোন দিয়ে আমি এক্সেস করতে পারছিলাম না। পরে দাদার নোটিফিকেশন দেখে বুঝলাম মোটামুটি সবারই একই সমস্যা হচ্ছে। ল্যাপটপটিতে সমস্যা হয়েছে এখনো ঠিক করা হয় নি। তাই ওটি দিয়েও ঢুকতে পারছি না। যাইহোক আজ মোবাইল দিয়ে ঢুকতে কোন অসুবিধা হয় নি। তাই অবশেষে পোস্টটি করতে পারলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার দিন গুলো আমি যেভাবে পার করছি নতুন পরিবেশে। তাহলে চলুন দেখে নি।

received_323001226519618.jpeg

দিন গুলো ক্লাস আর বন্ধুদের সাথে হৈ হুল্লোড়ে কেটে যাচ্ছে।ক্লাস গুলোরো দারুণ চাপ যাচ্ছে। ক্লাসের ফাকে বন্ধুদের সাথে একটি সেল্ফি তুলেছিলাম।

IMG_20220303_132039.jpg

IMG_20220303_133314.jpg

IMG_20220303_132738.jpg

ক্লাসের ফাকে সকল বন্ধুরা মিলে একটি বন্ধুর জন্মদিন সেলিব্রেট করলাম। তাকে সকলে মিলে সারপ্রাইজ দিলাম সকলের থেকে ১০/২০ টাকা করে তুলে কেক,বেলুন কিনে এনে তাকে সারপ্রাইজ দিলাম।

IMG-20220307-WA0002.jpg

ক্লাসের ফাকে সকলে মিলে চা খাওয়া।

IMG-20220305-WA0003.jpg

20220307_225534.jpg

20220304_155526.jpg

20220304_231259.jpg

মাঠে ভলিবল টুর্নামেন্ট হয়েছিল। জিতেছিল সোসিওলজি ডিসিপ্লিন। তারই কিছু চিত্র শেয়ার করলাম আপনাদের সাথে।

20220307_194339.jpg

20220307_194334.jpg

ভার্সিটির বাইরে যেয়ে আজ সন্ধ্যায় কাজু বাদাম এর জুস আর লেমন জুস খেলাম বন্ধুদের সাথে।
দিন গুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। তবে এতো কিছুর ভেতর নতুন জাইগায় মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে। কারন কিছুই চিনি না। এখানে। আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে আশা করছি।

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করছি সবার ভালো লাগবে।

ধন্যবাদ সকলকে।

@farhanatonni

ডিভাইসSamsung A30s
লোকেশনkhulna university
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ক্লাসের ফাকে বন্ধুরা মিলে অনেক সুন্দর করে জন্মদিন সেলিব্রেট । করলেন আপনাদের চা খাওয়ার মুহূর্তটা আমার কাছে বেশ দারুন লেগেছে।‌ সব মিলিয়ে আপনার পোস্টটা অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই মুহূর্তগুলো দেখে আমার বন্ধুদের কথা অনেক মনে পড়ছিল যাই হোক সবমিলিয়ে দারুন ছিল ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। বন্ধুদের সাথে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলেই মুহূর্তগুলো জীবনের পাতায় স্মৃতি হয়ে রয়ে যাবে। আর ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। ভালো লাগার মুহূর্তগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ধন্যবাদ ভাইয়া আপনাকে৷ শুভকামনা রইল।

কালকে তো আমি ভেবে নিয়েছিলাম আমার মোবাইলের ই হয়তো কোনো সমস্যা হয়েছে 😍।

বন্ধুদের সাথে বেশ ব্যস্ত সময় পার করছেন দেখছি আপনি। ভালো লাগলো আপনার ব্যস্ত সময়ের গল্প শুনে। তবে আপনার প্রতি একটা অনুরোধ রইল বডিতে টেক্সট গুলোকে সবসময় এভাবে বড়ো বোল্ড করবেন না এতে লেখার সৌন্দর্যটা খারাপ দেখায়।এমনিই সাধারণ রেখে জাস্টিফাই ব্যাবহার করবেন তাহলেই হবে।আসলে এই বোল্ড মার্ক ডাউন টি ব্যবহার করা হয় কোন লেখা,উক্তিকে বা লেখার কোনো বিশেষ অংশকে হাইলাইট করার।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পরামর্শটি আমার অনেক ভালো লেগেছে। এখন থেকে আমি চেষ্টা করব আপনার কথা অনুযায়ী লিখার। ধন্যবাদ। ❤️

দিনগুলো তো অনেক সুন্দর ভাবে উপভোগ করছেন আপু। আপনার আনন্দের মুহূর্ত গুলো দেখে যেন নিজের মন ভাল হয়ে গেল। ধন্যবাদ জানাই আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমার ব্লগে আমার পাশে থাকার জন্য।

আপনাকে স্বাগতম আপু মনি 🥰