হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন? বাংলা ব্লগের সকল মেম্বারকে আমার তরফ থেকে শুভেচ্ছা।অনেকসময় ধরে চিন্তা করছিলাম কি নিয়ে লিখা যায়।চিন্তা করলাম ব্লকচেইন নিয়ে একটু লিখালিখি করি।আজকে আমি আপনাদের ব্লকচেইন কি এবং steemit কিভাবে কাজ করে সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো।কারণ steemit এবং ব্লকচেইন দুটিই একটি আরেকটির সাথে সম্পর্কিত।
প্রথমত আমরা সকলে জানি steemit অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখে সম্পুর্ন আলাদা।ফেসবুক,টুইটার,রেডিট যেভাবে কাজ করে steemit সেভাবে কাজ করে না। steemit কাজ করে ব্লকচেইনের উপর নির্ভর করে অন্যদিকে ফেসবুক,টুইটারের নিজস্ব ডাটাসেন্টার রয়েছে।steemit এর নিজস্ব কোন ডাটাসেন্টার নেই।কোন একক ব্যাক্তিত্ব steemit এর ডাটা নিয়ন্ত্রণ করতে পারে না। চলুন প্রথমে ব্লকচেইন সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক।
ব্লকচেইন কি?
ব্লকচেইন সহজে বুঝার জন্য আমরা একটি হিসাব খাতার সাথে তুলনা করতে পারি।একটি হিসাব খাতায় যেমন আমরা দৈনন্দিন নানা হিসাব লিপিবদ্ধ করে রাখি ব্লকচেইন ও তেমন।ব্লকচেইনে প্রতিটি ট্রানজেকশান লিপিবদ্ধ করা থাকে।ধরুন আপনার কাছে কিছু বিটকয়েন আছে।আপনি যখন কিছু বিটকয়েন অন্যজনের এড্রেসে পাঠাবেন সেটি হবে একটি ট্রানজেকশান যেটি ব্লকচেইনে লিপিবদ্ধ হবে।এখন ধরুন আপনার ওয়ালেট এড্রেসে ২ টি বিটকয়েন আছে এখন আপনি ২ টি বিটকয়েন আপনার বন্ধুর ওয়ালেটে পাঠালেন তাহলে সেটি হবে একটি ট্রানজেকশান।এই ব্লকচেইনের কারণে কোন প্রতারনা করার সুযোগ নেই।আপনি ইচ্ছা করলে এখন আবার আপনার ওয়ালেট থেকে কাউকে ২ টি বিটকয়েন পাঠাতে পারবেন না। কারণ ব্লকচেইনে অলরেডি লিপিবদ্ধ হয়ে গেছে আপনি ২ টি বিটকয়েন আপনার বন্ধুকে দিয়ে দিয়েছেন। এবং এই দুটি বিটকয়েন আপনি আগেই লেনদেন করে ফেলেছেন বলে আপনার ওয়ালেটে আর কোন বিটকয়েন নেই।তাই এখন আপনার ওয়ালেট থেকে আর লেনদেন সম্ভব হবে না। ভ্যালিডেটররা সেটা এলাউ করবে না। সব ব্লকচেইনের কিছু ভ্যালিডেটর থাকে। যারা সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকে।প্রত্যেকটি ট্রানজেকশান তারা চেক করে থাকে।একটি ব্লকে অনেকগুলো ট্রানজেকশান থাকে। আর সবগুলো ব্লক একটি আরেকটির সাথে সংযুক্ত থাকে। যাকে বলা হয় ব্লকচেইন। যারা এই ব্লকগুলো তৈরি তাদের পারিশ্রমিক হিসেবে কিছু রিওয়ার্ড দেওয়া হয়। ব্লক যারা তৈরি করে তাদের হয়তো আপনারা অনেকে ক্রিপ্টো মাইনার হিসেবে শুনে থাকেন।
steemit কিভাবে কাজ করে?
steemit একই ধারণার উপর কাজ করে। তবে ক্রিপ্টোকারেন্সি থেকে একটু ভিন্নভাবে। এখানে শুধু কারেন্সি লেনদেনে এটি সীমাবদ্ধ নয়। steemit এ করা প্রতিটি একশানই ট্রানজেকশান। এই যে আমি একটি পোস্ট করেছি এটি একটি ট্রানজেকশান। আবার আপনি আমার পোস্টে যদি ভোট দেন সেটিও একটি ট্রানজেকশান হবে। এই সবগুলো ব্লকচেইনে লিপিবদ্ধ হচ্ছে। আপনি যে আমার পোস্টটি দেখছেন সেটিও steemit ওয়েবসাইট steem ব্লকচেইন থেকে retrieve করে আপনাকে দেখাচ্ছে। আপনি এই পোস্টে কোন কমেন্ট করলে সেটিও ব্লকচেইনে লিপিবদ্ধ হয়ে যাবে।নিচের ছবিতে লক্ষ্য করুন। কেউ একজন আমাকে আপভোট দিয়েছে সেটি ব্লকচেইনে একটি ট্রানজেকশান হিসেবে লিপিবদ্ধ হয়েছে। যার একটি ট্রানজেকশান আইডি রয়েছে।নিচের ছবিতে আপনারা একটি ব্লক নাম্বারও দেখতে পারছেন। এই ট্রানজেকশানটি যে ব্লকে লিপিবদ্ধ আছে তার ব্লক নাম্বার 75,878,949
তাহলে আমরা লক্ষ্য করছি ব্লকচেইনে শুধু আর্থিক লেনদেন নয়। এছাড়াও আরও অনেককিছু লিপিবদ্ধ করা সম্ভব। এখন এখানে একটি প্রশ্ন থাকে যে ব্লকচেইনে কি যে কেউ আমার হয়ে কোন ট্রানজেকশান লিপিবদ্ধ করতে পারবে? উত্তর হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না আপনার প্রাইভেট কি তাদের কাছে থাকছে ততক্ষণ অন্য কেউ কখনই আপনার নামে ট্রানজেকশান লিপিবদ্ধ করতে পারবে না। আপনার প্রতিটি একশানই প্রাইভেট কির সাথে সাইন করে ব্লকচেইনে লিপিবদ্ধ হচ্ছে। প্রাইভেট কি কে আপনি ডিজিটাল সিগনেচারও বলতে পারেন। এটি যতক্ষণ পর্যন্ত গোপনীয় রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনি সম্পুর্ন নিরাপদ।
নতুন steem কিভাবে তৈরি হয়?
প্রতিটি ব্লক তৈরির সাথে সাথে কিছু steem তৈরি হয়।steem এরও ব্লক তৈরির জন্য অনেকে নিয়োজিত রয়েছে। প্রতিটি ব্লক তৈরি জন্য তারা কিছু রিওয়ার্ড পায়।আর কিছু অংশ সাইটের কন্ট্রিবিউটরদের জন্য রাখা হয়।