আমি @farhansajid2003 আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন মেম্বার।আমি @abb-school থেকে ক্লাস করে লেভেল ওয়ান অর্জনের জন্য পোস্ট করতে যাচ্ছি।
প্রশ্ন নং-১
কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?
স্পামিং হল একটা জিনিস কে বার বার রিপিট করা।স্পামিং অনেক প্রকার হয়ে থাকি। যেমনঃছবি স্পামিং,ট্যাগ স্পামিং, কমেন্ট স্পামিং।
ছবি স্পামিং হল একটা পোস্টে বার বার একই ছবি ব্যাবহার করা।এরপর ট্যাগ স্পামিং হল যে যদি কোন পোস্টে সেই পোস্টের নিদিষ্ট বিষয় ছাড়া ট্যাগ ব্যাবহার করা। একটা ট্যাগ বার বার ব্যাবহার করা।
কমেন্ট স্পামিং হল যখন কারো পোস্টে একই ধরনের কমেন্ট বার বার করা হয় তখন সেটা কমেন্ট স্পামিং বলা হয়।
প্রশ্ন নং-২
ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
কপিরাইট মূলত একটি ইংরেজী শব্দ।কপিরাইট হচ্ছে নকল করা। পুরো বিশ্বে যা লেখালেখি হয়ে থাকে ঠিক সেইভাবে কোন কিছু লিখলে বা এরকম তথ্য অনুযায়ী হুবহু করলে সেটা পুরো বিশ্বে আইনগত অপরাধ।
কঁপিরাইট ইনফ্রিংয়েমেন্ট এর আওতায় আমি অন্য করাও লেখা বা আর্ট নিজের কোন কাজে ব্যবহার করতে পারবো কিন্তু যদি সেটা কোন আর্থিক বেনিফিটের জন্য ব্যবহার করে থাকি তাহলে সেটা আমি করতে পারবো না।steemit এ যেহেতু আমি আর্থিকভাবে লাভবান হচ্ছি তাই এখানে যেকোন ধরনের কপিরাইট কনটেন্ট একেবারেই ব্যবহার করতে পারবো না।
যেহেতু steemit প্লাটফর্মে আমরা ব্লগিং করে থাকি। তাই এখানে কপিরাইট করার কোন নিয়ম নেই। কপিরাইট করা বিশ্বের গুটিকয়েক দেশ আইনের আওতামুক্ত। এছাড়া বাকি সব দেশেই কপিরাইট আইনের মধ্যে আছে। steemit যেহেতু একটি আমেরিকাভিত্তিক প্ল্যাটফর্ম সেহেতু কপিরাইট অনেক গুরুত্বপূর্ণ। এখানে কপিরাইট নিয়ে অনেক কড়াকড়ি আইন রয়েছে।তবে অনেক কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে আমরা যেকোনো ছবি ব্যবহার করতে পারি। শুধুমাত্র ব্যবহার করার সময় ছবির নিচে ওয়েবসাইটের লিংক আমাকে দিতে হবে।
প্রশ্ন নং-৩
তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।
কপিরাইট ফ্রি ছবিগুলো নেওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করা যায়। তার মধ্যে তিনটি ওয়েবসাইটের নাম নিম্নে দেওয়া হলঃ-
1.https://unsplash.com
2.https://www.freeimages.com
3.https://www.pexels.com
প্রশ্ন নং-৪
পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?
ট্যাগ হচ্ছে যখন আমরা কোন কিছু পোস্ট করে থাকি,এই পোস্টটিকে খুব সহজ ভাবে খুজে পাবার জন্য যেইসব শর্ট ফর্ম ব্যাবহার করা হয় এইসব হচ্ছে ট্যাগ।যেমন আমরা যদি পরিচিতি পোস্ট করি তখন ট্যাগ হিসেবে abb-intro,introduction এইসব ট্যাগ ব্যাবহার করে থাকি।এতে করে যাতে আমার পোস্টটি সহজেই সবাই খুজে পায় বা এডমিন বা মোডারেটর খুজে পায় এই জন্য এই সব ট্যাগ ব্যাবহার করতে হয়।
আরেকটি বিষয় হল যে, আমরা steemexclusive নামে একটি ট্যাগ ব্যবহার করি। এটা ব্যবহার করা মানে, এই পোস্টটি শুধুমাত্র steemit প্লাটফর্মে করছি, অন্য কোথাও আমরা শেয়ার করবো না।
nsfw ট্যাগ ব্যবহার করবো যদি আমি সেক্সুয়াল কন্টেন্ট, নগ্ন ছবি, কোণ প্রানী হত্যা, কোন দুর্ঘটনার মুমুর্ষু অবস্থা, শুকর ও গরুর মাংসের রেসিপি পোস্ট করি তবে অবশ্যই এই ট্যাগ ব্যবহার করতে হবে। এর মানে not safe for work ।
ট্যাগ ব্যবহারের জন্য হ্যাশ(#) চিহ্ন দিতে হবে না।একটি ট্যাগের পর স্পেস দিয়ে আরেকটি লিখলেই হবে।ট্যাগে কোনরকম সংখ্যা লেখা যাবে না।
প্রশ্ন নং-৫
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
আমরা জানি যে, 'আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কিছু নিয়ম আছে যা আমাদের মেনে কাজ করতে হয়।এর মধ্যে হল যে আমরা সকল বিষয় এর উপর পোস্ট লিখতে পারব নাহ। যেমনঃশিশু পর্ণগ্রাফি এই বিষয় এ পোস্ট লেখা সম্পূর্ণ নিষিদ্ধ।আরও যে বিষয় গুলো আছে সেগুলো হল শিশুশ্রম, কোন দেশের রাজনৈতিক বিষয় নিয়া কোন পোস্ট,কারো ধর্ম নিয়ে কোন পোস্ট করা যাবে নাহ,কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে কথা বলা যাবে নাহ।কোন ব্যক্তিত্বকে নিয়ে কটূক্তিমূলক বা হিংসাত্মক কোন ধরনের পোস্ট করা যাবে নাহ। আমরা অনেক সময় পশু-পাখি নির্যাতন এর ছবি শেয়ার দিয়ে থাকি। পোস্টে কোন পশু নির্যাতন এই ধরনের কোন পোস্ট করা যাবে নাহ।যে কোন ধরনের অপরাধ মুলক পোস্ট করা যাবে নাহ।যা "আমার বাংলা ব্লগ"এর নিয়ম বহির্ভূত।কোন ধরনের অসামাজিক বা যৌনতা নিয়ে কোন ধরনের পোস্ট করা যাবে নাহ।আমরা জানি এখানে আমরা অনেক ধর্মের মানুষ আছি।তাই কারো কোন ধর্মের বিষয় এ লেখা যাবে নাহ।
প্রশ্ন নং-৬
প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?
এটি লেখার ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য হয়। অন্যের লেখাকে পুরোটা নিজের লেখা বলে চালিয়ে দেওয়া হচ্ছে প্লাগারিজম।আবার আর্টিকেল দেখে ধারণা নিয়ে নিজের মতো করে লিখে পোস্ট করা যাবে। তবে অবশ্যই সে ক্ষেত্রে ৭৫% থেকে ৮০% লেখা নিজের হতে হবে এবং যে সোর্স থেকে লেখাটা লিখেছি তার পরিপূর্ণ সোর্স এখানে দিতে হবে।
প্রশ্ন নং-৭
re-write আর্টিকেল কাকে বলে?
আমি এমন একটি বিষয় লিখবো বলে সিদ্ধান্ত নিলাম , যে বিষয়ে আমার অভিজ্ঞতা নাই বা আমি সে বিষয় সম্পর্কে খুব বেশি ভালো জানিনা। সে ক্ষেত্রে অবশ্যই অন্যের সাহায্য নিতে হবে।তখন আমি ঐবিষয়ে অন্য একটি আর্টিকেল পড়ে যদি নিজের মত করে সাজিয়ে লিখি কিংবা আর্টিকেল এর বিষয়বস্তু নিজের মত করে সাজিয়ে লিখি সেটাকেই বলা হয় re-write আর্টিকেল।
প্রশ্ন নং-৮
ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
কোন একটি গুরুত্বপূর্ণ লেখালেখি শুরুর জন্য ওয়েবসাইট থেকে ভালো কোন সোর্স বা ডাটা নিতে হবে। যেমন মহাকাশের গ্রহ নিয়ে লিখবো এগুলো দূরত্ব, তথ্য সবকিছু কোনো না কোনো সোর্স থেকে নিতে হবে। ঠিক সেই ক্ষেত্রে লেখাটিকে নিজের মত করে সাজিয়ে লেখাটি হল re-write. re-write এর ক্ষেত্রে নিজের লেখা ৭৫% হতে হবে বাকি ২৫% অন্য সাইট থেকে সোর্স উল্লেখ করে লিখতে হবে।
প্রশ্ন নং-৯
একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
ম্যাক্রো শব্দের বাংলা অর্থ হল ক্ষুদ্র। আর কোন ব্যক্তি যদি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে খুব অল্প শব্দ দিয়ে কোন পোস্ট করে তাহলে তাকে বলা হয় ম্যাক্রো পোস্ট।অর্থাৎ কোন ব্যক্তি যদি ১০০ ওয়ার্ডের নিচে কোন পোস্ট করে থাকে তবে সেই পোস্টকে ম্যাক্রো পোস্ট হিসেবে বিবেচনা করা হয়।
প্রশ্ন নং-১০
প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন ব্লগার প্রতি ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪ টি পোস্ট করতে পারবে।
আপনি এভাবে সরাসরি লেভেল ওয়ান এর জন্য পরিক্ষা দিতে পারবেন না। #abb-school এর মাধ্যমে ক্লাস করতে হবে। দীর্ঘ সময় এই কমিউনিটিতে পোস্ট না করার কারণে আপনার ট্যাগ সরিয়ে নেয়া হয়েছে৷ তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে আবার আপনাকে একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
👉পরিচিতিমূলক পোস্ট লিখার নিয়মঃ
একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। আপনার পোস্টে রেফারেল সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে পোস্ট করতে হবে।
আশা করছি আবার একটি পরিচিতিমূলক পোস্ট লিখে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যাত্রা শুরু করবেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি পরিচিতিমূলক পোস্ট করেছি । #abb-school এর মাধ্যমে ক্লাস করেছি।
বর্ষ সমাপনী পরিক্ষার জন্য দীর্ঘ সময় এই কমিউনিটিতে পোস্ট করতে পারি নি। ধন্যবাদ আবার একটি পরিচিতিমূলক পোস্ট লিখে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যাত্রা শুরু করবো ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@farhansajid2003,
যেহেতু দীর্ঘ সময় আপনি অনুপস্থিত ছিলেন, আপনাকে আবারও পরিচিতিমূলক পোস্ট করতে হবে এবং ক্লাস করে পরিক্ষা দিতে হবে৷ অবশ্যই কমিউনিটির সকল নিয়ম পালন করতে হবে। প্রয়োজনে ডির্স্কোডে টিকিট কেটে কথা বলুন।
লিংকঃ
https://discord.gg/FqAugQm7
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আমাদের মডারেটর বৃষ্টি আপুর কথা অনুযায়ী কাজ করুন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফটো কপিরাইটের ব্যাপারটা আপনাকে আরেকটু ভালোভাবে বুঝতে হবে। বাদ বাকি বিষয়গুলো মোটামুটি ঠিক আছে। আজ রাতে লেভেল ওয়ান ক্লাসে উপস্থিত থেকে ভাইভা দেবেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আছে ভাইয়া। আমি কি আর একটা লেভেল 1 পোস্ট করবো ?
নাকি এই পোস্ট টা দিয়ে ভাইভা দিতে পারবো ?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit