আমার প্রিয় বন্ধুরা,
আমি@fahanshadik বাংলাদেশের নাগরিক।
আমি ফারহান সাদিক,আমার ইউজার নাম @farhanshadik।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/pack.encrusted.allies
কৈশোর শব্দটা মনে পরলে হলে চোখের সামনে ভেসে ওঠে ফেলে আসা পুরনো সৃতি।কৈশোরের সময় টা বৈচিত্র্যময় সময়।আমার জীবনের সব চেয়ে আনন্দ ঘন মুহূর্ত ছিল আমার কৌশর।আমার শৈশব আর কৈশোর কেটেছে গ্রাম।গ্রামের পরিবেশ আমার সব সময় ভালোলাগে।আমার শৈশব থেকে বেড়ে ওঠার সঙ্গী ছিল ৯ জনের মত। আমরা ৯ জন সব সময় এক সাথে বেড়াতাম। স্কুল থেকে শুরু করে রাতে এক সঙ্গে খেলাধুলা সব কিছুই এক সঙ্গে করতাম।ছোট বেলায় আমরা অনেক দুষ্ট ছিলাম। অনেকের গাছের আম,তেঁতুল, লিচু পেরে খেতাম এর মধ্যে এক মজা ছিল যা বলে বোঝানো সম্ভব না। ও একটা কথা বলতে ভুলে গেছি কৈশোর এর এই বয়স টাই সবায় প্রেম এ পড়ে😄। প্রথম প্রেম সবাই বলে সারা জীবন মনে থাকে।আমরাও প্রেম এ পরছিলাম। এই ভালো লাগা ভালোবাসা মধ্যে এক স্বর্গীয় আনন্দ ছিল।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/pack.encrusted.allies
আমার কৈশোরে সব থেকে সুন্দর মুহূর্ত কেটেছে খেলাধুলায়।ছোট বেলা থেকে আমরা সবাই অনেক ভালো খেলাধুলা করতাম।আমার মনে আছে এসএসসি পরীক্ষার আগের দিন রাতে ব্যাডমিন্টন খেলার কথা।২ টা গেম শেষ হতে না হতেই বাসায় থেকে ভাইয়া এসে খেলা বন্ধ করে ছিলে। এখন আর প্রিয় খেলা টি খেলা হয় না।এখনো শীত আসলে মনে হয় ফিরে যায় কৈশোরে। ৯ জন আজ ভিন্ন ভিন্ন শহরে।তবে যখনি সবাই বাসায় যাই আবার খেলায় মেতে উঠি শৈশব -কৈশোর পারি দাওয়া সেই মাঠে।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/originals.reactions.football
আমাদের খেলাধুলার কথা বলতে হলে ক্রিকেট এর কথা আলদা করে বলতে হয়।আমাদের গ্রামে ক্রিকেট জনপ্রিয় ছিলো।আমরা গ্রামের বিভিন্ন টিমের হয়ে খেলতাম।আমার গ্রামের টিম নিয়ে উপজেলা টিমের সাথে ফ্রিজ জয় ছিলো ঐতিহাসিক মুহূর্ত।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/originals.reactions.football
যদিও আমরা সবাই পড়াশোনার জন্য বাইরে থাকি।তবে ছোট ভাইরা যখন ফোন দিয়ে বলে ভাইয়া ক্রিকেট সরঞ্জাম ফুরাই গেছে।তাদের ক্রিকেট সরঞ্জাম দিয়ে তাদের সাথে পার্টিসিপেট করতে ভালই লাগে।আমরা যখন খেলতাম আমরাও আমাদের বড়ো ভাইদের কাছে আবদার করতাম।
আমরা সারা দিন যাই করতাম পড়াশোনার বিষয় অনেক সিরিয়াস ছিলাম।এখন সবাই অনেক ভালো ভালো কলেজে অধ্যায়নরত রয়েছে। সোনালি সময় গুলো হয়তো আর আগের মতো করে ফিরে পাবো না।কলেজ এ অনেক বন্ধু থাকলেও মন পরে থাকে সেই কৈশোরের বন্ধুদের কাছে।যদি বিধাতা আবার ফিরিয়ে দিতেন শৈশব -কৈশোর এর সোনালী সময় আবার বারন করে নিতাম নির্দ্বিধায়।
শীতের আগমন হয়েছে । আমাদের দেশে শীত আসলেই ব্যাডমিন্টন খেলার প্রভাব অনেক বেড়ে যায়। ছোট থেকে শুরু করে সব বয়সের লোকেরাই ব্যাডমিন্টন খেলা অনেক পছন্দ করে। সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীত আসলো নতুন নতুন খেলায় আসলো। এই শীতের মধ্যে আমরা সবচেয়ে অনেক আনন্দ উল্লাস করে থাকি। বিশেষ করে রাতের বেলায়। যদি থাকে ব্যাডমিন্টন হাতে, তাহলে তো আর কথাই না। যাই হোক আগে আপনি সুন্দর সময় কাটিয়েছেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের আগমন যে শুরু হয়েছে তা আপনাদের দেখে বোঝা যাচ্ছে, আমরাও ব্যাডমিন্টন খেলা শুরু করেছি দেখি দুই এক দিনের ভেতর একটা ব্যাডমিন্টন নিয়ে একটা পোস্ট তৈরি করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খেলাধুলা নিয়ে পোস্ট করতে ভালোই লাগে। ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো ♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit