||ভালোবাসার রঙে রাঙানো হোক পৃথিবী জয় হোক পবিত্র ভালোবাসার||১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য।

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @farhanshadik বাংলাদেশের নাগরিক।


আমি ফারহান সাদিক,আমার ইউজার নাম @farhanshadik।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


few-gf34c9f5bf_1920.jpg
Image Source

ভালোবাসা শব্দটি আমার কাছে বিস্ময় । ভালোবাসা আমার কাছে মনে হয় তিক্ততায় মিশানো করোলার সরবত।আবার মনে হয় ভালোবাসা স্বর্গ থেকে উৎপন্ন হয়ে আসা অমৃত্র।ভালোবাসা পবিত্র একটা জিনিস সৃষ্টিকর্তার স্বর্গ থেকে সৃষ্টি করা অনুভূতি। ভালোবাসা এমন এক তীব্র অনুভুতি ধনী, গরীব,বড়,ছোট কোন বাঁধা মানে না।মন ছুটে চলে মন দেওয়া প্রিয় মানুষের কাছে।ভালোবাসা হলো তীব্র আবেগে মোড়ানো, ভাষায় প্রকাশ করতে না পারা ভীষণ ভালো লাগার এক অনুভূতির নাম।ভালোবাসা হাজার মাইল দুরে থেকে কল্পনায় স্বপ্ন দেখার নাম। এই পবিত্র ভালোবাসা বর্তমানে বিষাক্ত করে তুলেছে। পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য করার জন্য এ ভালোবাসার প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার কতই না প্রয়োজন!
আমি এক ভাই এর ভালোবাসার যটনা জানি সেই ঘটনা আমাকে বিষ্ময় করেছে।সে ঢাকায় একটি কলেজে কেমিস্ট এর উপর পড়াশোনা করত।ফেসবুকে একটা মেয়ের সাথে সম্পর্ক গড়ে উঠে।ঢাকায় থেকে দেখা করার জন্য মেয়ের বাড়ি পাবনা চলে আসে পাবনা। এই ভাবে নিয়মিত দেখা করত। সম্পর্ক ২ বছর এর মাথায় পালিয়ে বিয়ে করে দুই জন।একা একা বিয়ে করায় পরিবার থেকে মেনে নেয় না।ভাইয়ার বাসা থেকে খরচ দেওয়া বন্ধ করে দেয়।শেষ পর্যন্ত পড়াশোনা বন্ধ করে। রাগে অভিমানে বউ কে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়।কঠিন পরিস্থিতিতেও ভালোবাসার মানুষের হাত ছাড়ি নাই।

hands-g014584b25_1920.jpg
Image Source

ভাইয়ার উন্নত জীবনের আশা বাদ দিয়ে।ভালোবাসার মানুষের হাতটি ধরে বাসা থেকে বেরিয়ে সাধারণ জীবন বেছে নেওয়ার নামই হয়তো প্রকৃত ভালোবাসা। আমার বাসার পাশে এক কাকা আছে উনি ভালোবাসার মানুষ কে না পেয়ে এখনো বিয়ে না করে জীবন এর চার ভাগের তিন ভাগ পার করে দিয়েছে।বর্তমানে ভালোবাসার অতি সহজলভ্য হয়ে গেছে। এখন কার ভালোবাসার মধ্যে প্রকৃত মোহ বিষয়টা উঠে গিয়েছে। আধুনিক মানুষের কাছে ভালোবাসা বিষয়টা মান অভিমান হলে ব্রেকআপ এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে।প্রকৃত ভালোবাসা বিয়ের পরেও থেকে যায় মন পরে থাকে প্রিয় মানুষের কাছে।এখন কার ভালোবাসা মিশরীয় রানির রুপের মোহে ফেলে রাজ্য ছিনিয়ে নেওয়ার মতই হয়ে গেছে। এখন কেউ কাউকে ভালোবাসে না।কিন্তু বোঝাতে চায় যেন ভালোবাসে।খাদ্যদ্রব্য ভেজাল এর মতই ভালোবাসার মধ্যে ভেজাল ধরছে।একমাত্র ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা সম্ভব। এত হানাহানি যুদ্ধ-বিগ্রহ সৃষ্টি হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা না থাকার কারণে। হাজারো ছেলে প্রকৃত ভালোবেসে মেয়ের ছলনার জন্য নেশা আসক্ত হয়ে পড়ছে।প্রিয় মানুষ কে না পেয়ে মৃত্যু নামক ভয়ংকর ভুল সিদ্ধান্ত নিচ্ছে।সর্বশেষ বলব ভালোবাসার রঙে রাঙা হোক পৃথিবী জয় হোক পবিত্র ভালোবাসার।বিচ্ছেদ নয় চামড়া কোঁকড়ানো আগ মুহূর্ত পর্যন্ত হাতটি ধরে রাখার নামই প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসা তো অমানুষকে মানবীয় মানুষ করে তোলে।মানুষের মূল্যবোধকে উজ্জীবিত করে।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হমম ভাই বিপদ যতই বড় হোক না কেন ভালোবাসার মানুষের হাত ধরে রাখার প্রকৃত ভালোবাসার লক্ষণ।ভালোবাসার মানুষটা পাশে থাকতে সকল বিপদ অতিক্রম করতে পারে।কিন্তু বর্তমানে ভালোবাসার কারণে মানুষের মৃত্যু টা সত্যিই হতাশ জনক

হুম ভাইয়া। আপনার মন্তব্য করার জন্য ধন্যবাদ❤️🙏

আধুনিক মানুষের কাছে ভালোবাসা বিষয়টা মান অভিমান হলে ব্রেকআপ এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে।

ঠিকই বলেছেন ভাই বর্তমান ডিজিটাল যুগে এসে ভালোবাসা ও ডিজিটাল হয়ে গেছে।
অসাধারণ একটি ব্লগ লিখেছেন ভাই, আপনার ব্লগটি পড়ে ভালোবাসার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আসলে বর্তমানে ভালোবাসা বলতে কোন কিছুই নেই, থাকলে মানুষ মানুষকে ঠকাতে পারতোনা। বিপদে ফেলে পালিয়ে যেতে পারত না। অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে শেয়ার করার জন্য এত সুন্দর একটি ব্লগ যা এক কথায় অসাধারণ।

ধন্যবাদ ভাইয়া কমেন্টের মাধ্যমে অনুপ্রেরণা দেওয়ার জন্য❤️🙏

ভালোবাসার রঙে রাঙানো হোক পৃথিবী জয় হোক পবিত্র ভালোবাসার গল্পটি সুন্দর লেগেছে আমার কাছে। আপনার কথার সাথে সহমত প্রকাশ করছি ভাইয়া ভালোবাসা এখন পুতুল খেলা হয়ে গেছে। ভালোবাসা মর্যাদা তেমন একটা কেউ এখন দেয় না। ভালোবাসা সম্পর্কে পোস্টটি পরে অনেক কিছুই জানতে পারলাম এবং বুঝতে পারলাম। ধন্যবাদ আমাদের সাথে সুন্দর একটি বিষয় শেয়ার করার জন‍্য। শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার জন‍্য ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক কমেন্ট করার জন্য ❤️🙏