আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা- ১১||শীতকালীন প্রাকৃতিক দৃশ্য||১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য।

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @farhanshadik বাংলাদেশের নাগরিক।

⬇️ফটোগ্রাফি প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ⬇️

আমার বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক শীতকালীন ফটোগ্রাফি এর উপর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।ইতিমধ্যে দেখলাম অনেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।শীত আমার কাছে সকল ঋতুর মধ্যে অনেক প্রিয়।শীত আসলে প্রতি বছর শহর থেকে ছুটে যায় চিরচেনা সবুজে ঘেরা গ্রামে।আজ আমি শীতকালীন গ্রাম্য পরিবেশের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি।


🦋ফটোগ্রাফি-১🦋


IMG_20220202_124033.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

শীতের সময় চারিদিকে নানান রকম ফুল ফোটে সরিষার ফুল ও তার ব্যতিক্রম নয়।এ দৃশ্য যে কারো চোখের দৃষ্টিসীমাকেও ছাপিয়ে যাবে।হলদে সরিষার ফুলের উপর রং মাখা প্রজাপতি।আহ!!কি সুন্দর মনমুগ্ধকর দৃশ্য।ছবিটি তোলার সময় মনে হচ্ছিল হাজারো ভালোবাসা দিয়ে প্রজাপতিটি আগলে রেখেছে সরিষার ফুলকে।কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে সরিষার ফুল এর উপর বসে থাকা প্রজাপতি এবং সরিষার ফুল এর মনোমুগ্ধকর ঘ্রাণ উপভোগ করলাম।

💮ফটোগ্রাফি-২💮


IMG_20220202_123746.jpg

IMG_20220202_123830.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

চারিদিকে ঘন কুয়াশা এবং সকালের শিশির ভিজিয়ে দিচ্ছে টমেটোর ফুল।টমেটোর গাছের গায়ে হুল যুক্ত থাকে। হুলের সাথে কুয়াশা ও ভোরের শিশির বয়ে পড়ছে।নিচের দিকে নুয়ে পড়া টমেটোর ফুল উপরের দিকে মাথা তুলে দাড়ায়। শীতের সময়ের এমন দৃশ্য আমাকে বরাবরই মুগ্ধ করে।

🌴ফটোগ্রাফি-৩🌴


IMG_20220202_123249.jpg

IMG_20220202_123211.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

শীতের সময় আসলে আমার ছোট বেলা থেকে অটোমেটিক মাথায় চলে আসে খেজুরের রস খাওয়া লাগবে।প্রতি শীতে খেজুরের রস না খেলে কেমন জানি শীতের উৎসব এর সব কিছু অপূর্ণতায় থেকে যায়।খেজুর গাছ কেটে নল লাগানো হয়।এক ফোটা দুই ফোটা করে ভরে ওঠে গাছে লাগানো হাঁড়ি। নল বেয়ে রস পড়ার দৃশ্য আমি বেশ উপভোগ করি।

💧ফটোগ্রাফি-৪💧


IMG_20220202_123604.jpg

IMG_20220202_123642.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

মহাজাগতিক নিয়ম মেনে দুরের পূর্ব দিগন্তে উদিত হয় সূর্য। ঘন কুয়াশায় সূর্যের তেজ তেমন পাওয়া যায় না।সূর্যের মৃদু তেজ এবং ভোরের শিশিরে মেঠো পথে হেঁটে বেড়ানোর অনুভূতি বোঝানো যাবে না।সারা রাতের ঝরা শিশিরে ভিজে যায় ঘাস লতা পাতা। পৃথিবী টা কত সুন্দর শীতের শিশির ভেজা সকাল না উঠলে বুঝতে পারবেন না।

🕸️ফটোগ্রাফি-৫🕸️


IMG_20220201_040225.jpg

IMG_20220201_040009.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

আপনি প্রথমে দেখে ভুল ভাবতে পারেন এটি কোন তাঁতির বুনা জাল কিন্তু না এটি তাঁতির বুনা জাল নয় এটি শিকার ধরার জন্য মাকড়সার তৈরি করা জাল।কাল সকালে ফটোগ্রাফির জন্য মাঠে যায়।একটি গর্তের উপর শিকার করার জন্য মাকড়সা বুনে রাখছে জাল।সারা রাত এর শিশির পড়ে অসম্ভব সুন্দর দেখাচ্ছিলো।

🌅ফটোগ্রাফি-৬🌅


IMG_20220202_123407.jpg

IMG_20220202_123447.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

শীতের সময়ের দুটি টাইম আমি বেশ উপভোগ করি।তার মধ্যে একটি হচ্ছে সূর্য উঠার সময় এবং ডোবার সময়। পশ্চিম দিগন্তে শীতের হিম শীতল আবস্থায় যখন সূর্য অস্ত যায়। সবুজ অরণ্যের মধ্যে থেকে এই দৃশ্য দেখতে বেশ ভালই লাগে।

🦋ফটোগ্রাফি-৭🦋


IMG_20220202_123055.jpg

IMG_20220203_004313.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

প্রজাপতি প্রজনন মৌসুম শীতের শেষের দিক থেকে শুরু হয়। কারন শীত কালে চারিদিকে নানা রকম ফুল ফুটে থাকে।এসময় খাদ্য এবং পরিবেশ ও প্রজাপতি প্রজনন বৃদ্ধির জন্য বেশ উপযোগী থাকে।গতকাল বিকালে খেলার মাঠে বসে আসি।তো দেখি দুটি প্রজাপতি অন্তরঙ্গ🙈 মুহূর্তে পার করছে।আমি ছবি তুলে তাদের ডিস্টার্ব না করে ওখান থেকে চলে আসি😄।

☘️ফটোগ্রাফি-৭🍀


IMG_20220202_202034.jpg

IMG_20220202_202122.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

শীতকালে গ্রামে বেশ বড় আকর্ষণ থাকে ধনিয়া পাতা। এটার গন্ধ যেমন সুন্দর তেমনি খেতে।দেখতেও তার জুড়ি মেলা ভার। সকালের ভোরের শিশিরে পড়ে ধনিয়ার ফুল যেন গোলাপ কেও হার মানায়।

🍄ফটোগ্রাফি-৮🍄


IMG_20220202_201941.jpg

IMG_20220202_201856.jpg


📷Device: Realme note 5📷
লোকেশন

এটি বিষাক্ত একটি জঙ্গলি বাটন মাসরুম এটি সাধারণত শীত এর সময় দেখা যায়।শীত এর সময় চারিদিকে ঠান্ডা স্যাঁতস্যাঁতে পরিবেশে ভাল জন্মায়।এটি এখনও গ্রামে ব্যাঙের ছাতা নামে পরিচিত।


জীবনে হয়তো এত সময় নিয়ে ফটোগ্রাফি করি নাই।তবে এমন সুন্দর প্রতিযোগিতা অংশ গ্রহণ করতে পেরে আমি বেশ আনন্দিত

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রজাপতি ফটোগ্রফি গুলো দেখে মনটা জুড়িয়ে গেল ভাই। খেজুর গাছের ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। ইচ্ছে করছে খেজুরের রস খেতে। উপস্থাপনা ছিল যথেষ্ট ভালো। শুভ কামনা আপনার জন্য ভাই

ধন্যবাদ ভাইয়া 🙏❤️

শীতের অপরূপ সৌন্দর্যময় প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখেই ভাল লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন এবং শীতের প্রকৃতিক সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

ধন্যবাদ ভাইয়া

আমার কাছে তো প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগলো। প্রজাপতির দুটোকে কি দারুণ দেখাচ্ছে। খেজুরের রস টপটপিয়ে পড়ার ফটোগ্রাফি টা অসাধারন ছিল। আপনার উপস্থাপনা টা অনেক সুন্দর ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

অনুপ্রেরণাদায়ক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপ🙏

শীত মানেই অনেক ধরনের আমেজ উৎসবের সমারোহ। শীত আসলেই পড়ে যায় নানান ধরনের শাকসবজি থেকে শুরু করে পিঠাপুলি উৎসব। শীতের সবথেকে বড় আমেজ আমার কাছে মনে হয় সরিষা ফুল। সরিষা ফুলে দৃশ্যটি অনেক সুন্দর হয় শীতের সময়।

ধন্যবাদ ভাইয়া 🙏❤️

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ওয়াও আপনার ফটোগ্রাফিগুলো দেখে পুরোই মুগ্ধ হয়ে গেলাম। আপনি অসাধারণ ভাবে প্রতিটি ছবি ক্যাপচার করেছেন। আপনার ফটোগ্রাফিগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনাকে অনেক ধন্যবাদ এই অসাধারণ ফটোগ্রাফিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

অনুপ্রেরণাদায়ক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া ❤️🙏