আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
একজনের কাছে কিছু একটা দেখলে তা যদি ভালো লাগে তাহলে ওমন একটা নিজের কাছে থাকুক,এই বাসনাটা হয়তোবা মানুষের একটা সাধারণ স্বভাব।আর এতে আমি অস্বাভাবিক কিছু দেখিনা।ভালো জিনিসের দিকে সবার আকর্ষণ থাকবে এটাই নিয়ম।
হয়তো ভাবছেন কেন বলছি এই কথাগুলো!আসুন এবার নাহয় এই বিষয়টাই খোলাসা করা যাক। আমার মেসের পাশের মেসে ইকবাল থাকে।ওর সাথে আমার পরিচয় সুমনের মাধ্যমে।অবসর পেলে ইকবালের সাথে ওর রুমে গল্প সল্প করে সময় কাটাই।তো তেমনই একদিন ওর রুমে গিয়ে দেখি ও নিজের জন্য একটা টেবিল ল্যাম্প কিনেছে।দেখতে বেশ ভালোই লাগছিলো আর ফিচারগুলোও বেশ নজরকাড়া ছিল।
তখন শীতকাল ছিল তো,তাই কারেন্টের যাওয়ার পরিমাণটা খুব কম ছিল।সেজন্য টেবিল ল্যাম্পটা ভালো লাগলেও নেওয়ার প্রয়োজনবোধ করিনি।
ইদানীং এসে কারেন্টের ভেলকি দেখানো বেশ শুরু হয়েছে।একবার গেলে দুই আড়াই ঘন্টায় আর আসার নাম নেই।যেহেতু সামনেই এইচ,এস,সি তাই কারেন্টের আশায় সময় নষ্ট করার মতো সময় হাতে একদমই নেই।এবার মনে হলো যে,টেবিল ল্যাম্পটা কেনা দরকার।
যেহেতু এসব ল্যাম্পের দোকান চেনা ছিল তাই ইকবালের থেকে এড্রেস জানার প্রয়োজনবোধ করিনি।তবে এই বোকামি করে বাজারে যাওয়ার পর যে ওই ল্যাম্প খুঁজতে এতো বেগ পেতে হবে বুঝতে পেরেছিলাম না।প্রায় ২০ মিনিট খোঁজাখুঁজি করার পর যখন কোথাও পেলাম না তখন ইকবালকে ফোন করেছিলাম।ও যে দোকানের এড্রেস দিয়েছিল সেখানে গিয়ে দেখি ওনার কাছে ওই ডিজাইনের ল্যাম্প ছিলনা।আশা না ছেড়ে এদিক ওদিক আবার একপাক ঘোরাঘুরি করেছিলাম।সেবার আল্লাহ আর নিরাশ না করে একটা দোকানে পায়িয়ে দিয়েছিলেন।কিন্তু সেটাও ছিল সামান্য একটু আলাদা।তবে তা ধরার মতো না।
এতোক্ষন পড়ার পর হয়তো ভাবতে পারেন একটা ল্যাম্পের জন্য কেন এতো ঘোরাঘুরি করলাম?আরো তো ল্যাম্প ছিল!
হ্যাঁ,ল্যাম্প আরো অনেক ছিল তবে ওরকম ছিলনা।ল্যাম্পটার আলাদা ফিচার হলো,ওখানে সাদা আর হলুদ দুইটা আলো জ্বলে।প্রয়োজন অনুযায়ী দুইটা আলোই কম-বেশি করা যায়।৩৬০° ফোল্ডিং ব্যবস্থাও আছে।কলম রাখার জন্য কিছু জায়গাও আছে।মানে,স্টুডেন্টদের জন্য একদম পারফেক্ট একটা ল্যাম্প বলা চলে।
হ্যাঁ,ল্যাম্প আরো অনেক ছিল তবে ওরকম ছিলনা।ল্যাম্পটার আলাদা ফিচার হলো,ওখানে সাদা আর হলুদ দুইটা আলো জ্বলে।প্রয়োজন অনুযায়ী দুইটা আলোই কম-বেশি করা যায়।৩৬০° ফোল্ডিং ব্যবস্থাও আছে।কলম রাখার জন্য কিছু জায়গাও আছে।মানে,স্টুডেন্টদের জন্য একদম পারফেক্ট একটা ল্যাম্প বলা চলে।
তো টেবিল ল্যাম্প নিয়ে এই ছিল বলার।ফিচার হিসেবে টেবিল ল্যাম্পটার দাম ৫০০ টাকা,আমার মতে ঠিকই আছে।দোকানদারের ভাষ্য অনুযায়ী বেশ ভালো সময় ব্যাকাপ দিতে সক্ষম এটা।
তো এখানেই শেষ করছি আজকে।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন-
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.28/03/23
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে যদি এরকম কোন কিছু পছন্দ হয় হয়তোবা তখন সেটা হাতের কাছে পাওয়া যায় না। আর যেহেতু আপনি আপনার বন্ধুর সহযোগিতায় পরবর্তীতে দোকানটাও খুঁজে পেয়েছেন। কিন্তু সেখানে গিয়ে সেই কাঙ্ক্ষিত টেবিল ল্যাম্পটা খুঁজে পাননি। যাইহোক পরবর্তীতে পেয়েছেন এবং ৫০০ টাকা দাম হিসেবে, অন্যান্য ফিচারগুলো হিসেবে কিন্তু বেশ ভালোই পেয়েছেন। বর্তমান সময়ে ফ্যান, লাইট এইসব কিছুর দাম যেন অনেক হারেই বেড়ে যাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুধু ফ্যান লাইট কি ভাই!পুরো বাজারেই তো আগুন।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বর্তমান সময়ে বিদ্যুৎ অনেকটাই সমস্যা করছে কখন যাচ্ছে কখন আসছে বোঝাই যাচ্ছে না। এমনিতে যারা লেখাপড়া করে তাদের লেখাপড়ার অনেক বেশি সমস্যা হচ্ছে অবশেষে আপনি একটি টেবিল ল্যাম্প কিনে নিয়ে এসেছেন অনেক খোঁজাখুঁজির পরে দেখে ভালো লাগলো। আসলেই টেবিল ল্যাম্প অনেক বেশি ইউনিক ছিল। ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট পরে,ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ ভাইয়া ❤️।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit