আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।যদি আমার কথা বলতে যাই,তাহলে বলবো আমি ভালো থেকেও ভালো নেই।মানুষ রুপী কিছু অমানুষদের সাথে একই ধরণীতে থাকা,একই দেশে থাকা নিঃসন্দেহে লজ্জার।
গতকালের এই ঘটনাটা সম্পর্কে কে কতটা জানেন তা আমার জানা নেই,আসেন খুলে বলি।
রাত প্রায় দুইটা বাজে।পড়ার টেবিল থেকে ওঠার আগে ভাবলাম ফেসবুক থেকে একবার ঘুরে আসি।যেহেতু ছোট থেকেই আমার স্বপ্ন গায়ে সাদা এপ্রোন জড়ানোর, তাই মেডিকেল রিলেটেড বিভিন্ন গ্রুপে যুক্ত আছি।আর এইচ,এস,সি-২২ দের তো মেডিকেল এডমিশন টেস্ট আগামী ১০ তারিখে।
নিউসফিড স্ক্রল করা শুরু করতেই মেডিওলোজি গ্রুপের এডমিনের একটা পোস্ট দেখলাম।পোস্টটাতে যে ছবি শেয়ার করেছিলেন তা ছিল মূলত তার এবং তার কোনো স্টুডেন্টের কথপোকথনের স্ক্রীনশট।সেখানে তার স্টুডেন্টের কথাটা এমন ছিল,
"আমি পরীক্ষা দিতে পারবো না ভাইয়া। আজ admit card download দিতে গিয়ে দেখি আমার payment submit হয়নি, দোকানদার আমার সাথে cheat করে, আমার ফোনে অন্য জনের মেসেজ forward করে দিয়েছিলো।"
সত্যি কথা বলতেছি ভাই,এই জিনিসটা যখন আমি পড়লাম না তখন আমার চোখের পানি বের হতে দুই সেকেন্ডের বেশি সময় লাগেনি।আমি যে এই টপিকটা নিয়ে এখন লিখছি,আমি এখনো নিজের ভেতরের আবেগটা ঠিক রাখতে পারছিনা।
ফর্ম ফিলাপের টাকা কত লেগেছিল তা সঠিক আমার জানা নেই।তবে আন্দাজ করে বলতে পারি ১০০০ এর উপর তো যাওয়ার কথা না।সামান্য ১০০০ টাকার জন্য একটা মানুষ আরেকটা মানুষের একটা বছর সময় নষ্ট করে দিলো,১৮/১৯ বছর লালন করা স্বপ্ন হাতের কাছে আসার পরেও তার একটা সুযোগ নষ্ট করে দিলো।ওই ছেলে বা মেয়েটার বর্তমান অবস্থা এখন কি হবে বলতে পারেন?
সে যদি আমাদের ব্যাচের সাথে সেকেন্ড টাইমেও এক্সামে এটেন্ড করে তাহলেও তো ৫ টা মার্ক তার কেটে যাবে।আর এতো বড় একটা ইন্সিডেন্টের পর মেন্টালি স্ট্রং থাকা কি আদৌ সম্ভব!?
বিষয়টা জানার পর হয়তো আপনারা একটু দুঃখ প্রকাশ করবেন।কিন্তু এই বিষয়টা আমার কাছে এমনভাবে লেগেছে যা বলে বুঝাতে পারবোনা।সত্য স্বীকার করতে গেলে,বুয়েট বা অন্য কোনো ভার্সিটি নিয়ে এমন ঘটনা ঘটলে হয়তো এতোটা আমার খারাপ লাগতোনা যতটা এখন লাগছে।কারণ আমার যত পরিশ্রম,যত স্বপ্ন সব এই মেডিকেলকে ঘিরেই।তাই আমি বুঝি কতটা কষ্ট করতে হয়েছে তাকে,কতগুলো রাত জাগতে হয়েছিল প্রিপারেশন নেয়ার জন্য।
লজ্জিত আমি এইরকম কিছু জানোয়ারদের মাঝে থেকে।কোনো মানুষের বাচ্চা এমন কাজ করতে পারেনা কখনোই।যেটাই বলবো কম হয়ে যাবে।ভেতরে ভেতরে আমার এতোটা কষ্ট হচ্ছে যা আমি প্রকাশ করতে পারছিনা🙂।
Cc.@farhantanvir
Date.07/03/23
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে এমন কিছু মানুষ আছে যারা আসলে অন্যের স্বপ্ন ভেঙে দিতে একটুও চিন্তা-ভাবনা করে না। এটা আসলে খুবই দুঃখজনক যেমনটা সেই ছেলের ক্ষেত্রে ঘটেছে। আসলে যারা মেডিকেলে পড়ার প্রতি অনেক বেশি ইচ্ছুক থাকে শুধুমাত্র মেডিকেল না যে কোন বিষয়ে যার থাকে সেই স্বপ্নটা যদি ভেঙে যায় তাহলে সত্যিই খুবই খারাপ লাগে। ছেলেটার স্বপ্ন হয়তো ভেঙে গিয়েছে অনেক সময় লাগবে সেটা পূরণ করার জন্য তবে ব্যাপারটা আমার কাছে অনেক বেশি দুঃখজনক মনে হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দু:খ প্রকাশ করা ছাড়া আমাদের আর করারই বা আছে কি!সমাজে যতদিন এ ধরনের লোক থাকবে,সমাজটা এমনই থাকবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিন দিন মানুষরূপী অমানুষ গুলো বেড়েই চলেছে ।তাদের বিবেক-বুদ্ধি লোপ পাচ্ছে তারা সামান্য চাহিদার কারণে মানুষকে অনেক ক্ষতিগ্রস্ত করছে। আসলে এটা দুঃখজনক এবং কষ্টের ব্যাপার ছিল একটি মানুষের স্বপ্নের জায়গাটা তারা নষ্ট করে দিয়েছে। অনেক খারাপ লাগলো ভাই আইনগত ব্যবস্থা নেয়া উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরবর্তীতে কোনো নিউজ পাইনি আর,হয়তোবা আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে আবার হয়তোবা হয়নি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আমাদের চারপাশে এরকম অনেক ঘটনা ঘটে যায় যেই জিনিসগুলোর কোন প্রতিবাদ করার মত খুব কমই মানুষ দেখা যায়। একটু একটু করে ঘরে তোলা স্বপ্নটাই যদি হঠাৎ ভেঙে যেতে শুরু করে তখন যেন পুরো আকাশটা মাথার উপরে ভেঙে পড়ে। কিছু খারাপ মানুষের জন্য কিছু মানুষের জীবনটাই নষ্ট হয়ে যায়। আপনার পোস্টটি দেখে আমার নিজের কাছেও আসলেই অনেকটাই খারাপ লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আল্লাহ সেই ছেলে বা মেয়েটাকে ভালো রাখুক।এটুকুই চাওয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এডমিশনের ছাএ যে কতটা পরিশ্রম করে কতটা আশা নিয়ে থাকে এটা যারা জানে তারা বুঝবে ঐ ছেলের দুঃখটা বা কষ্ট টা। এইরকম মূহুর্তে ঐ ছেলের ধৈর্য্য ধারণ করা খুবই কষ্টের। ঠিকই বলেছেন ভাই কিছু মানুষ নামক অমানুষের সঙ্গে এই একই সমাজে আমরা বসবাস করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে বেঁচে থাকার ইচ্ছাটাই উবে যায় এদের জন্য।লজ্জা প্রকাশের ভাষা নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ঘটনা শুনে সত্যি খুব খারাপ লাগলো। আসলে এ ধরনের ঘটনা খুব দুঃখজনক। দিন দিন মানুষের মনুষত্ববোধ এবং বিবেক হারিয়ে যাচ্ছে যার ফলে মানুষ এ ধরনের কর্মকাণ্ড করতে পারে। মানুষের মুখের আড়ালে মুখোশ লুকিয়ে থাকে তাই মুখ এবং মুখোশ চিনতে খুবই কষ্ট হয়। একজনের জীবন নিয়ে খেলা করা এভাবে উচিত নয়। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসছে দিনগুলো যে আরো কেমন হবে তা আমি জানিনা।তবে বর্তমানেই যে অবস্থা তাতে আগামী যে হীতকর হবে তা বলতেই পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্লগটি পড়ে খুব খারাপ লাগলো। আসলে আমাদের সমাজ কলুষিত হয়ে গেছে। মানুষ নামের অমানুষ ই বেশি।সেই ছেলে বা মেয়েকে বোঝানোর মতো কোন ভাষা থাকার নেই।ধৈর্য ধারন করার তৌফিক আল্লাহ তাকে দান করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সে কোন অবস্থায় আছে আমি জানিনা,ওখানে আমি হলে হয়তো এতোক্ষনে বেশ বাজে একটা অবস্থায় থাকতাম😅।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit