অনুত্তর '২১

in hive-129948 •  3 years ago 

হ্যালো স্টিমিয়ান বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ, আমিও বেশ আছি।আজকের পোস্টটি মূলত স্মৃতি হিসেবে রাখার জন্য করা।
আজ ০৬ নভেম্বর ২০২১।আনুষ্ঠানিক ভাবে আমার হাই-স্কুল লাইফ শেষ।নানারকম জটিলতা পেরিয়ে আজ আমাদের স্কুলে ক্ষুদ্র পরিসরে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
received_576859093528317.jpeg

IMG20211106131723.jpg

IMG20211106131401.jpg

আজকের দিনটি এমনিতেই স্মরণীয়। আর আমার কাছে একটু বেশিই। এর কারণ হলো লাইফে আজ ফার্স্ট টাইম প্রায় ৪০০ লোকের সামনে বক্তৃতা দিয়েছি।ফিলিংসটা অদ্ভুত ছিল।বুক থরথর করছিল। এমন মনে হচ্ছিলো যেন আমি আমার মাঝে নেই।তবুও খুব একটা খারাপ কিছু বলিনি।তবে দুঃখের বিষয় হলো সেই সময়কার একটি মাত্র ছবি আমি পেয়েছি।
IMG-20211106-WA0085.jpg

বন্ধু তাওহিদের কোরান তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়েছিল।অতঃপর প্রধান শিক্ষিকা কিছু কথা বলেন এবং সেই ফাকে আমাদের সবার মাঝে একটি করে রজনীগন্ধা ফুলের স্টিক দেয়া হয়।
IMG20211106114236.jpg

একে একে আমাদের স্থানীয় ইউ,এন,অ, এবং থানার অফিসার ইনচার্জ বক্তব্য রাখেন।তারপর সবার মাঝে হাল্কা নাস্তা বিতরণ করা হয়।
IMG20211106115556.jpg

IMG20211106120828.jpg

IMG20211106123108.jpg

সকলের বক্তব্য শেষে স্কুলের ধর্ম শিক্ষক আমাদের জন্য দোয়া করেন।এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকতা শেষ হয়।তারপর প্রায় ঘন্টা দেড়েক আমরা নিজেরা সাউন্ড বক্সে গান বাজিয়ে আনন্দঘন মূহুর্ত কাটিয়েছিলাম।
IMG20211106123932.jpg

IMG20211106124000.jpg

IMG20211106124345.jpg

IMG20211106124028.jpg

IMG20211106124743.jpg

যে যার মতো করে আনন্দ করার পর স্কুল মাঠে গিয়ে কিছুক্ষন ফটোসেশান চলেছিল।

IMG20211106133456.jpg

IMG20211106134759.jpg

IMG20211106135759.jpg

IMG20211106134303.jpg

IMG20211106135625.jpg

IMG20211106134347.jpg

IMG20211106135833.jpg

হাই-স্কুল লাইফ শেষ, বিশ্বাসই হচ্ছেনা।এইতো সেদিনই ৬ এ ভর্তি হইছিলাম।সত্যি বলতে গেলে স্কুল-লাইফটা বেশ উপভোগ করতে পেরেছি।জানিনা,এর পরে ঠিকানা কোথায় হবে।আশা করি,ভালো কোনো জায়গায় ভালো কোনো প্রতিষ্ঠানেই ঠাই মিলবে।

cc. @farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date. 06/11/21

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জীবনের প্রথম বক্তব্য কঠিন ব্যাপার।গা ঘেমে যায়,একটা ভয় কাজ করে, কি বলতে কি হয় এমন একটা অবস্থা হয়।
তারপরেও অনেক সুন্দর হয়েছে আপনার শেয়ার করা পোস্টটি।ধন্যবাদ আপনাকে।

আসলেই বক্তব্য দানের মূহুর্তটুকু মনে হয় আমার কাছে যুদ্ধ করার মতো ছিল।

@tipu curate

অনেক শুভকামনা আপনার জীবনের পরবর্তী অধ্যায় এর জন্য ভাই

আসলে বিদায় আমাদের সকলের জন্যই কিছুটা কষ্টের হলেও, এর মধ্যে থাকা সফলতা আমাদের সবারই কাম্য

ভালোবাসা নিয়েন ❣️

সত্যি ভাই দেখতে দেখতে হাই স্কুল জীবনটা চলে গেল মনে হচ্ছে. আসলেই 400 ব্যক্তির মধ্যে বক্তৃতা দেওয়া কম ব্যাপার না ভাইয়া। বুক ধড়ফড় করাটাই স্বাভাবিক। অনেক সাহস নিয়ে যাই হোক আপনি বক্তৃতা দিয়েছেন আর অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে আর কারো সাথে দেখা হবে না প্রায় সবাই নিজের মত আলাদা হয়ে যাবে। দিনের পর দিন এভাবেই আমাদের চলতে হবে।

জি ভাইয়া😥জীবন যুদ্ধে প্রতিনিয়তই কাউকে হারিয়ে কাউকে জুটিয়ে নিতে হচ্ছে।
ধন্যবাদ 🥰

আপনার আগামী দিনের পথ চলা সুন্দর হোক, মধুর হোক, এবং অনাবিল সুখ ময় হোক এই দোয়া করি আপনার জন্য। আপনার সকল ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। আর আপনার যে বন্ধু কুরআন তিলাওয়াত করেছেন তার জন্য থাকলো প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

ধন্যবাদ দিয়ে ছোট করবোনা 😊 অনাবিল ভালোবাসা ❣️

দুঃখজনক হলেও আবার অনেক আনন্দের এই বিদায় অনুষ্ঠান। হাই স্কুলের বিদায় অনুষ্ঠান টা সবারই স্মরনীয় হয়ে থাকে। যাদের সাথে হাসি ঠাট্টা মশকারি খুনসুটি মারামারি ধরাধরি করে ১০টি বছর কেটে গিয়েছে। হয়তো আজকের পর থেকে আর কারো সাথে তেমন একটা দেখা হবে না কথা হবে না হুট হাট করে মাঝের মধ্যে দুএকজন বন্ধুর সাথে দেখা হবে। তবে এই স্কুল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সারা জীবন মনে থাকে এই স্কুল স্কুলের সাথে জড়িয়ে থাকা স্মৃতি এবং বন্ধুবান্ধব। আপনি আসলে সৌভাগ্যবান যে 400 মানুষের মধ্যে আপনি একজন বক্তৃতা দিয়েছেন। এবং কি এটি খুবই আনন্দের বিষয় যদিও আপনি একটু ভয় পেয়েছেন কিন্তু এই ভয়টাই আপনাকে একদিন জয় করতে শেখাবে। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

একদম ঠিক বলেছেন ভাইয়া,,১০ বছরের এই নিয়মিত যোগাযোগের অবসান ঘটিয়ে কে কোথায় যাবো না যাবো ঠিক নেই।আর হ্যাঁ,বক্তব্য দেয়াটা আমার জন্য আসলেই ভাগ্যের ছিল।🥰