DIY,থ্রি-ডি চিত্র অঙ্কন(১০% টু শাই ফক্স)

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম,


আমি সচারাচর সকালবেলা ঘুম থেকে উঠে প্রাইভেট পড়ে এসে পোস্ট করি।কিন্তু আজ কেনজানি ঘুম আসছেনা তাই ভাবলাম সময় নষ্ট না করে পোস্ট করি।

IMG_20221116_221629.jpg

এর আগে কোনোদিন থ্রি-ডি আর্ট করিনি।এটাই প্রথম,তাই আশা করছি ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
থ্রি-ডি আর্ট নিয়ে কার কি ভাবনা আমার জানা নেই।তবে আমার কাছে মনে হয় এটা জাস্ট চোখের ভেলকি।সাধারণ একটা আর্টেই কিছু কলা-কৌশল প্রয়োগ করে তাকে ত্রিমাত্রিক করা হয়,এমনই ভাবি আমি।
যাইহোক,প্রসঙ্গে ফিরি-

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXxQFg.png

  • A4 পেপার
  • পেন্সিল
  • পেন্সিল কম্পাস
  • কাচি

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9pifAAjHpikoY9DqbyS56xyqD7Tah2dxcumkDyL3J74bvnFLqE5PLQ5R5ZLe...NV8EfAeNxzFEbfJbvzLbcCabt7BLDPP7FCMtLURcDm7k7m4HZCG3To9YT6WNfixjwznsCRhwimBbRKbsYZUVt6uNe8Cwth1DVKrLCnF6aduPZPKDwZKmJSTbQi.png

ধাপ-১


পেন্সিল কম্পাস দিয়ে পেপারে একটা সার্কেল আর্ট করেছিলাম।

IMG20221116215631.jpg

ধাপ-২


এবার সার্কেলের ভেতর পেন্সিলের মাথাটা একটু কাত করে কালো শেড দিয়েছিলাম।এখানে খেয়াল রাখতে হবে যেন,শেডের গাঢ়ত্ব নিচ থেকে উপরে ক্রমাগত কমতে থাকে।
IMG20221116215930.jpg

ধাপ-৩


এবার নিচের ছবির মতো করে বর্ডার দাগিয়েছিলাম।
IMG20221116220254.jpg

ধাপ-৪


তৃতীয় ধাপে করা বর্ডারটা কাচি দিয়ে কেটে নিয়েছিলাম।
IMG20221116220616.jpg

ধাপ-৫


এবার সার্কেলটার নিচে পেন্সিল দিয়ে আরেকটু শেড দিয়েছিলাম যেন তা সার্কেলটার ছায়ার কাজ করে।
কাজ শেষ।

ফাইনাল লুক....


IMG_20221116_221629.jpg

IMG20221116221231.jpg

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9GYkLeJnew7bGkZMcQhpUsb9FKBp1Ac9v1VQQgvoikPF8KRCLkW3TPkop1QH...aicMu5N5hPSsE87ct6mzz7fQ271o8NPBM8pSEAcds1Tmns2b9sX7TtXE4zLQjaGRSbaXRGBXjo96fgMESbU8aYA9nyP591uLxXs7AUaBc6WbX6b8xxv23NGgw8.png

যেহেতু,এটাই ছিল আমার প্রথম থ্রি-ডি আর্ট তাই আমি জানি যথেষ্ট ঘারতি আছে।ইনশাল্লাহ প্রাকটিস করতে করতে অনেকটা কভার করতে পারবো।তবুও খুব একটা খারাপ লাগার কথা না।
45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtm3HURy4wug6Rz8y8y6urHgoeNpqLzWBZX71ZQU3cWrxUjsnCvK7pardjuDo...jJcNoSTyF6ap16wMcpHWG1B7ct3gbAnyQRBJFS4kGaYLCJma48KYAjZvNjxcLmsnWXmy6YCuW6UqhhWmjy69pk85FxCYBrtaPdBBduWScUFFxQ8XYYWKibqh3L.png

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
🌼আল্লাহ হাফেজ🌼

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location-বৃন্দাবনপাড়া,বগুড়া
Date.20/11/22

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও খুব সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন ভাইয়া। আপনার এই থ্রিডি আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই প্রথম আমি এত সুন্দর থ্রিড আর্ট দেখলাম। আমার কাছে আপনার এই আর্ট ইউনিক লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকেও,ভালোবাসা নিয়েন।

খুব সুন্দর একটি থ্রিডি আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন। প্রথমবার হিসেবে অনেক ভালো একেছেন। ধাপগুলো সুন্দরভাবে দেখিয়েছেন। আপনার কাগজ কাটার দক্ষতার কারণে অর্টটি বেশি ফুটে উঠেছে। তবে ছবি আরেকটু স্পষ্ট হলে আরও ভালো লাগত। ধন্যবাদ ভাইয়া ।

ইনশাল্লাহ ভাইয়া,পরবর্তীতে আপনার সাজেশনটা মেনে চলার চেষ্টা করবো।অনেক ধন্যবাদ মূল্যবান পরামর্শের জন্য।

আপনার থ্রিডি চিত্র অঙ্কন টি প্রশংসা কিভাবে করব সেটা বুঝে উঠতে পারছি না। এ কথা অসাধারণ ছিল। আমার কাছে এতটাই ভাল লেগেছে যে আপনাকে বোঝাতে পারবো না। এত সুন্দর একটি থ্রিডি চিত্র অঙ্কন আমাদেরকে উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।

বাহ,আমি তো বিস্মিত! ফার্স্ট টাইম থ্রি-ডি আর্ট করে যে কাউকে এভাবে ভালো লাগাতে পারবো,কল্পনাতীত ছিল।

  ·  2 years ago (edited)

আপনি ঠিক বলেছেন ভাইয়া থ্রিডি আর্ট গুলো আসলে চোখের ভেলকি। মনে হয় যেন মুহূর্তের জন্য চোখ কে ভুল বোঝানো যায়। প্রথম হিসেবে আপনি বেশ ভালো থ্রিডি আর্ট করেছেন। অনেকদিন আগে আমিও এই থ্রিডি আর্টটি শেয়ার করেছিলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর এই আর্টের জন্য।

কিযে আপু,চোখে পড়েনি।ইউটিউবে সার্চ করে প্রথমে এটার ভিডিওই চোখে পড়েছিল।

প্রথম থ্রিডি আর্ট হয়েও বেশ সুন্দর এঁকেছেন। আমার কাছে থ্রিডি আর্ট গুলো দেখতে বেশ ভালো লাগে। আপনার আঁকা গোলাকার থ্রিডি আর্টটা চমাট কাছে ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে

আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য। ভালোবাসা নেবেন❤️💙

আপনি এটা প্রথম থ্রিডি আর্ট করেছেন এটা তো মনেই হচ্ছে না। দেখে কিন্তু একদম অসাধারণ লাগলো। আসলে থ্রিডি আর্টের ছায়া গুলো দেখলে মনে হয় যেন সত্যিকারের। এইজন্য থ্রিডি আর্ট গুলা আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে আর্ট আমার কাছে দেখে ভীষণ ভালো লাগলো।

আপনার ভালো লাগাই আমার স্বার্থকতা। ধন্যবাদ

এটা আপনার করা প্রথম থ্রিডি আর্ট দেখে বোঝার কোন উপায় নেই ভাইয়া। আসলে থ্রিডি আর্ট গুলো দেখতে খুবই সুন্দর লাগে। যখন একেবারে ফাইনাল লুকে চলে আসে তখন দেখতে খুবই আকর্ষণীয় লাগে। থ্রিডি আর্ট আমার কখনো করা হয়নি। তবে একদিন চেষ্টা করে দেখব পারি কিনা। দারুন হয়েছে ভাইয়া আপনার আর্ট।

অবশ্যই পারবেন,আমি পেরেছি যখন -তখন আপনারা এমনিই পারবেন।শুভ কামনা রইলো।