নানা মুনির নানা মত (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই ভালো আছেন।গতকাল রাত থেকে আমি একটু ডিপ্রেসড।আসলে,একটু বললে ভুল হবে।কোনো কিছুতেই মন বসাতে পারছিনা,মনের মাঝে অশান্তি কাজ করছে অনেক😔।
গতকাল আমার কলেজ সিলেকশনের রেজাল্ট পাবলিশ হয়েছে।কথা ছিল রাত আটটার ওদিকে পাবলিশ হবে কিন্তু বিকেলের দিকে ওয়েবসাইটে ঢুকে দেখি তখনি রেজাল্ট এসেছে।মার্কস আর সবার ধারণা অনুযায়ী আশা করেছিলাম যে ঢাকা কলেজে চান্স পাবো।বাট রেজাল্ট পাবলিশ হওয়ার পর দেখি আমার এসেছে "সরকারি বিজ্ঞান কলেজ" এ।আলহামদুলিল্লাহ,এই কলেজটাও খারাপ না।প্রায় সবার থেকেই ভালো শুনেছি।যদিও কোনো ভাই ব্রাদার নেই এখানে।
Screenshot_2022-01-30-19-42-58-85_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

[Screenshot taken from www.xiclassadmissionsystem.com]

বেশ ভালোই লাগছিল কলেজটি সম্পর্কে ইউটিউব এবং বিভিন্ন সাইট থেকে পজিটিভ তথ্য পাওয়ার পর।এ পর্যন্ত সব ঠিকই ছিল।একটু পর আমার মেজো মামা ফোন দিয়েছিল।মামারা কল দিলে আমি সরাসরি কথা বলিনা মানে আগে আম্মু বা বাবাকে দেই।তো সেই অনুযায়ী আম্মুকেই ফোনটা দিয়েছিলাম।মামা আর মামি কিছু কথা বললো আম্মুকে,তারপর আম্মু মামিকে বললো আপনার ভাগ্নের সাথেই কথা বলে দেখেন।তো আমি ফোনটা নিয়ে সালাম দিয়ে কথা বলা শুরু করলাম।মামি আমায় বললেন,
দেখো বাবা,তুমিতো এখনো ছোট।ঢাকায় এসে মানায় নিতেও সমস্যা হবে।এমনিতেই তোমাদের এক্সামের সময় কম,এর মাঝে যদি মানায় নিতেই সময় দুই এক মাস যায় তাহলে কতটা লস হবে ভাবো একবার।আর তার চেয়েও বড় কথা হলো,তোমার বাসা থেকে ঢাকায় যেতে আসতে সময় লাগে ৬/৭ ঘন্টা।হঠাৎ কিছু হইলে বা ইমার্জেন্সি ইস্যুতে বাসায় আসতে কত কষ্ট হবে একবার ভাবো।
IMG_20220130_204909.jpg
[Screenshot taken from messages]

মামি আরো অনেক কথাই বলেছিলেন।একটা কথাও ফেলে দেয়ার মতো না।এই শুরু হলো আমার মাথার ভেতর প্যাচ লাগা।একটু পর আবার খালাতো ভাইয়ের ফোন।ভাইয়াও বলল মামির মতো কিছু কথা।সেগুলোও ভালোই বলেছিল।
রাতে বাবা বাসায় আসলো।বাবার সাথে এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম।বাট ঢাকা ছাড়া কিছুই বুঝেনা বাবা😔।
আজ সকালে কিছু বড় ভাইয়ের সাথে দেখা করলাম,কলেজের ফিডব্যাক সবাই ভালোই দিয়েছে কিন্তু পারিপার্শ্বিক সমস্যাগুলোর কথা সবাই বললো।সকাল থেকে কি পরিমাণ বিভ্রান্ত হয়ে আছি তা বোঝানোর মতো না।একটা ভালো গাইডলাইন থাকলে আজ এমন অবস্থার সম্মুখীন আমায় হতে হতোনা।আমি এখনো অব্ধি বুঝতেছিনা কি করবো।নিজে যেটুকু ভাবছি তাতে মনে হয় বগুড়া থাকাই ভালো হবে সব দিক থেকে।বাবাকে বুঝাতে পারছিনা।লাইফটা জাস্ট পানসে পানসে লাগছে😓।ক্ষনিকের জন্য বোধয় রঙ হারিয়ে ফেলেছি।

@farhantanvir
Date.30/01/22

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!