বালাশীঘাট,গাইবান্ধা(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

স্টিমিয়ান বন্ধুরা,আসসালামুয়ালাইকুম 🥰।আশা করি সবাই ভালো আছেন,আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
এক্সাম শেষ।তাই নিজেকে সময় দেয়ার চিন্তা ভাবনা করেছি।বাড়ির আশেপাশের জায়গাগুলোও আমি দেখিনি।তাই ভাবলাম বেশি দূর না গিয়ে আগে আশেপাশের জায়গাগুলো দেখি।বালাশীঘাট আমাদের জেলা মানে গাইবান্ধায় আরকি।বাসা থেকে প্রায় ঘন্টা দেড়েকের দূরত্ব।
হঠাৎ করেই ছয় বন্ধু মিলে ঠিক করেছিলাম যে ঘুরতে যাবো।পরেরদিন সকালে ১০ টার একটু পর পরই সবাই স্কুল মাঠে একত্রিত হয়েছিলাম।সেখান থেকে স্টেশনে গিয়ে ট্রেনে উঠেছিলাম।
IMG20211124105327.jpg

ট্রেনের টুকুর টুকুর গতিতে বেশ রয়ে সয়েই পৌছেছিলাম গাইবান্ধা স্টেশনে।ওখানে চা খেতে খেতে কিছুক্ষন আড্ডা দিয়েছিলাম।
IMG20211124115513.jpg

এরপর অটোতে করে সোজা বালাশীঘাট।প্রায় ৪০ মিনিট মতো লেগেছিল বালাশীঘাটে পৌঁছাতে।ওদের সবারই প্রায় এই নিয়ে দুইবার যাওয়া হলেও আমার প্রথমবার ছিল।তাই এক্সাইটমেন্ট একটু বেশিই ছিল।
IMG20211124130813.jpg
পানি শুখে গিয়ে মনে হয় মরুভূমি হয়ে গেছে পুরো নদী।মাঝে চর পড়ে গেছে।দলে দলে লোকজন আসছিল ঘুরতে।যদিও প্রেমিক-প্রেমিকাই বেশি ছিল😅।
তবে জায়গাটি বেশ ভালো ছিল।দপুর তো,তাই একটু রোদও ছিল।তবে যতটা সম্ভব উপভোগ করেছি।
IMG20211124130139.jpg

IMG20211124124437.jpg

IMG20211124130144.jpg

IMG20211124122612.jpg

IMG20211124130136.jpg

IMG20211124124321.jpg

IMG20211124122615.jpg
ছয়জন মিলে আনন্দও করেছিলাম প্রচুর।সবচেয়ে মজার বিষয় হচ্ছে,ছয়জন মিলে হেরেফেরি মুভিতে অক্ষয়ের যে পোজটি ছিল তেমন ভাবে একটি ছবি তোলার চেষ্টা করেছিলাম🤣।
FB_IMG_1638020335627.jpg
যদিও হয়নি তারপরেও মজা আরকি😅।এরপর কিছু ছবি তুলে বালাশিকে বিদায় দিয়েছিলাম।
IMG20211124125932.jpg

IMG20211124123025.jpg

IMG20211124123334.jpg

সর্বোপরি, ভালো ছিল।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date. 27/11/21

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!