আগামীকাল পবিত্র ইদুল-আযহা।মুসলমানদের জন্য একটি আনন্দের দিন,সাময়িকের জন্য দুঃখকে ভুলে সুখকে কাছে টেনে নেওয়ার একটি দিন।ইদুল-ফিতরের তুলনায় ইদুল-আযহার সময়টা মানুষ একটু ব্যস্ততার মধ্যে দিয়েই পার করে।পশু কুরবানি করা,মাংস কাটাসহ নানাবিধ কাজের মধ্যে দিয়েই দিনটা কেটে যায়।
প্রত্যেকবারের মতো এবার ওতটা ইদের আমেজ নেই বললেই চলে।সেটার কারণ তো জানেনই।তবুও বাজারের ভেতোর ঢুকে আজ যা অবস্থা দেখলাম তাতে মনে হলো,করোনা অনেক আগেই মরে গেছে।আজকের দিনের প্রথম ভাগটা আরাম-আয়েশের মধ্য দিয়ে গেলেও বাকি সময়টুকু খুব একটা স্বস্তিতে যাচ্ছেনা।হালকা-পাতলা বাজার এবং জরুরী কাজ করেই সময়টুকু কাটছে।
আগামীকালের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে দা-চাকু।তাই আগে সেগুলোই মালিশ করে নিয়েছি।
তারপর এক বড়ভাইসহ দুজন গেলাম বাজারে।মাংস রাখার জন্য পলিথিন,আলু,শসা,প্লেট ,চাল এবং কিছু ফলমূল কিনে ফেললাম।
সামষ্টিক জিনিসের পালা শেষে নিজের জন্য একটি ঘড়ি,টুপি এবং আতরও কিনে ফেললাম।নিজের ঘরের সামনে রাখার জন্য একটি প্লাস্টিকের পাতাবাহারের গাছও কিনেছি।
সর্বশেষে ভাইয়ের আবদার মেটানোর স্বার্থে কিছু পটকা কেনার পর বাসায় ফিরলাম।
আপাতত কাজ শেষ।অপেক্ষা আগামীকালের জন্য।আশা করি,কালকের জন্য যা যা পরিকল্পনা আছে সব ভালোভাবেই মিটে যাবে।
আনন্দের দিন জন্য নিজেদের সাবধানতা ভুললে কিন্তু চলবে না।বাইরে থাকাকালীন মাস্ক পরবেন এবং পারলে পকেটে একটি করে হ্যান্ড স্যানিটাইজার রেখে দেবেন। সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।