রামবাবুর বিরিয়ানি(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমিও মোটামুটি ভালোই আছি।

IMG_20220815_074932.jpg

আমিতো থাকি এখানে কালিতলায়।যদিও এটা একদম শহরের ভেতরই তারপরেও কিঞ্চিৎ পরিমাণ অনুন্নত ভাব আছে জায়গাটার ভেতর।আমি অবশ্য পরিবেশ বা কালচার কিংবা সমাজ নিয়ে বলছিনা।আমি বলছিলাম,বাজারের দিকটা থেকে।মানে,পরিপূর্ণ বাজার কালিতলায় নেই বললেই চলে।বেশ অনেককিছুরই ঘাটতি। খাবারের জন্য তেমন ভালো কোনো হোটেলও নেই।মানে,সবদিক ঠিক থাকলেও হয়তোবা প্রয়োজনীয় দোকানপাটের দিক থেকে একটু পিছিয়ে আছে।

বাজারের ভেতর একটা দোকান আছে,আর সেটা বেশ ভালোই প্রসিদ্ধ।রামবাবুর বিরিয়ানি-বলেই সবাই চিনে এখানে।
বাজারের প্রায় মাঝের দিকে একটা বট গাছের পাশে খুব ছোট আর সরু আকৃতির দোকান।তবে,দোকানের আকারের সাথে সাধ কি?খোদ্দেরের অভাব হয়না।সবসময় লোকের ভিড় থাকেই।
IMG_20220815_075044.jpg
বিরিয়ানি ৪০ টাকা প্লেট।হয়তোবা,গুণমান বিচার করেই ফেলেছেন দাম জানার পর।হ্যাঁ,যেমনটা ভেবেছেন কিছুটা তেমনই।আমার কাছেও ওতোটা ভালো লাগেনা খেতে কিন্তু অন্যরা যে কি মজা খুজে পায় তাও বুঝিনা।তবে আবার একেবারেই যে খারাপ খেতে তাও না।
ও,এতো কথার মাঝে তো রামবাবুকেই দেখাইনি।
IMG20220814192000.jpg
ইনি সেই রামবাবু।বাবুর ব্যবসা করা দেখলে মাথাই কাজ করেনা।একটু করে কাজ করে আবার উঠে গিয়ে বিড়ি ফুকায়।আবার এসে কাজ করতে বসে।দোকানে শুধু বিরিয়ানিই না,আলুর চপ আর চিকেন কাটলেটও রেখেছেন।প্রায় ৩০ মিনিটের মতো ওখানে ছিলাম।তো মনে হলো, বিরিয়ানির থেকে চপ আর কাটলেটেরই চাহিদা বেশি।চপ ৭ টাকা পিছ এবং কাটলেট ২৫ টাকা পিছ।
IMG_20220815_075021.jpg

আমি,রাকিব আর সৌমিক গিয়েছিলাম বাজার করার জন্য।তো সৌমিকই বলেছিল যে বিরিয়ানি খাবে।তাই ওর কথা অনুযায়ীই খেতে গিয়েছিলাম।তিনজনে তিন প্লেট বিরিয়ানি আর একট করে চপ নিয়েছিলাম।
IMG_20220815_074932.jpg
পরিমাণে ঠিকঠাক থাকলেও স্বাদে একটু সমস্যা।মানে আর একটু স্বাদ হইলে খেয়ে তৃপ্তি পাওয়া যেতো আরকি।তবে চপটা সেই ছিল।গরম গরম খেতে বেশ ভালোই লাগছিল।
IMG20220814192615.jpg
তিনজন বেশ গল্প করতে করতেই খেয়েছিলাম।বট গাছের নিচে বেঞ্চ নিয়ে বসে মুক্ত বাতাসে, মানে পরিবেশটা সেই ছিল।
খাওয়া শেষে আমাদের বিল এসেছিল ১৪০ টাকা।বাইরে খেলে হয়তো একজনের পিছেই মোট বিলের দ্বিগুণ পরিমাণ টাকা যেতো!
তবে সবমিলিয়ে ভালো ছিল।টাকা হিসেবে ঠিকই বলা চলে।

আজ এ পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ 🖤

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.15/08/22

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রামবাবুর বিরিয়ানির দোকানে চপের দাম একটু কম ভাইয়া ।আমাদের এদিকে চপের দাম দশ টাকা করে। বিরানি গুলো দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু কাছে হলে একদিন খেয়ে আসতাম ধন্যবাদ ভাইয়া।

ভালোবাসা নেবেন আপু।
বগুড়া আসলে,একটা বার জানাবেন।রামবাবু থেকে শুরু করে যত বাবু আছে সবার দোকানের বিরিয়ানি খাওয়াবো,ইনশাল্লাহ।

মুক্ত হাওয়ায় বসে, কম দামে, দারুন ভাবে তিন বন্ধু মিলে মজা করে বিরায়ানি খেয়েছেন। জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনার পোষ্টের জন্য।

ভালোবাসা নিয়েন ভাই 💖

বট তলায় বসে মুক্ত বাতাসে বসে চপ দিয়ে বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগে। আমি এভাবে মুক্ত বাতাসে বসে খেতে খুব পছন্দ করি। আপনার রামবাবুর বিরিয়ানির গন্ধ নাকে এসে লাগছে মনে হচ্ছে।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপুর নাক দেখি আইনের হাতের থেকেও লম্বা এবং শক্তিশালী,, হিহিহি😁।

গল্পটা পড়ে মনে হল যেন গল্পের ভিতর চলে গেছে,এমন অনুভব হচ্ছিলো যেন সামনে থেকে সব দেখছি,ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা সময় আমাদের সাথে শেয়ার করার জন্য,আপনার এবং আপনার বন্ধুর সুস্থতা কামনা করছি,ভালো থাকবেন সব সময়

আহা,আমি তো দেখি স্বার্থক।
অশেষ ভালোবাসা আপনার জন্য😊🥰

রামবাবুর বিরিয়ানি আপনি অনেক সুন্দর ভাবে খেয়েছেন তা আমাদের মাঝে শেয়ার করেছেন। বিরায়ানি ৪০ টাকা পেলেট শুনে আমি অবাক হয়ে গেলাম। এত কম টাকায় এখনো বিরিয়ানি পাওয়া যায় তা আগে জানতাম না। রামবাবুর ছবি সহ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

অবাক হওয়ার তেমন কিছু নেই,যা ২০০ দিয়ে খান সেটাই একটু সিস্টেম করে ৪০ করা হয়েছে।এমনই হতে পারে।

আপু তার বিক্রি বেশি হওয়ার প্রধান কারন দাম কম এবং স্বাদ খারাপ নয়।চিন্তা করুন যারা ছাত্র অথবা স্বল্প আয়ের তারা কিন্তু এরকম সস্তার জায়গাই খোজে আড্ডা দিতে। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

একদম লজিক্যাল কথা বলেছেন,আমি সম্পূর্ণ একমত পোষণ করছি।
তবে,আমি তো আপু নই😑আপনার ছোট ভাই🫡

সরি ভাই। ভুল করে মিস্টেক হয়ে গেছে

এতো কম দামে বিরিয়ানি পাওয়া তো আজকাল দুস্কর।দাম কম হওয়ায় কারণে এমনটি হতে পারে। আবার এই রকম খোলামেলা পরিবেশে এগুলো খাইতে বেশ ভালো লাগে আমার কাছে। ধন্যবাদ আপনাকে ভাই।

আসলেই ভাই,জোস একটা পরিবেশ ছিল।ভালোবাসা নিয়েন🥰🤎

আপনি তিন বন্ধু মিলে রামবাবুর বিরিয়ানি খাওয়া অনেক সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। বিরিয়ানির অনেক সুন্দর সুন্দর ছবি তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখেই জিভে জল চলে আসছে ভাই ।অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য।

পেটকে মেরে ফেলেন না,দাবি পূরন করে ফেলুন।ডিনারে নাহয় বিরায়ানিই খেয়ে নিয়েন।

কি একটা রেসিপি দেখালেন ভাই দেখে ইচ্ছে করছে আপনাদের সাথে খেতে বসে যাই।। বিরানি আমার খুবই প্রিয় মাঝেমাঝেই খাওয়া হয়।।

ইনশাল্লাহ একদিন খাওয়া হবে একসাথে।ভালোবাসা নিয়েন

বিরাযানি আমার সবসময় পছন্দের। আর আপনি আপনার ওখানে তো দেখছি খুব কম দামে বিরায়ানি পাওয়া যাচ্ছে। আপনি মুক্ত পরিবেশে বসে বিরিয়ানি খেয়েছেন আপনাকে খুব ভালো লেগেছে সেটা বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য

যে পরিবেশে যেমন দাম,একটু ভেতরে গেলেই ওই দামে বিরিয়ানির ভেতরের এক পিছ মাংসও দেবেনা।
ভালোবাসা নিবেন☺️❤️‍🔥

অসাধারণ রামবাবুর বিরিয়ানই। তিন বন্ধু মিলে খুব মজা করে রামবাবুর বিরিয়ানই খেয়েছেন। বন্ধুর সাথে সাথে বসে খাওয়া মজাই আলাদা। আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এতো সুন্দর মন্তব্যের জন্য আমি অনেক অনুপ্রাণিত হয়েছি আপু,ভালোবাসা নিয়েন।

আমি একজন বিরিয়ানির লাভার, বিরিয়ানি ছোটবেলা থেকে আমি অনেক পছন্দ করি আজকে আপনার পোস্ট দেখে অনেক খেতে ইচ্ছে করছিল ভাই,🥰 রামবাবুর বিরিয়ানি হয়তোবা খেতে পারবো কিনা জানিনা কিন্তু মনে করতেছি খুব শীঘ্রই এটি তৈরি করে খাওয়ার চেষ্টা করব।

নিশ্চয় তৈরি করে খাবেন এবং কপালে থাকলে দুই ভাই একসাথে রামবাবুর বিরিয়ানি খাবো🥰🤎