সংখ্যা(১০ টু শাই-ফক্স)

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম,


আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।
হয়তো ক্যাপশন দেখে বা পড়ে বুঝতে পেরেছেন কি নিয়ে আমি লিখতে যাচ্ছি আর আপনারা তা পড়তে যাচ্ছেন।আর আমি ড্যাম সিওর যে এই বিষয়ের সাথে আপনি,আমি আমরা সবাই ওতঃপ্রতো ভাবে জড়িত।

1000005317.jpg

মূল বিষয়ে প্রবেশ করা যাক-


একটু ভেবে দেখলাম,আমাদের জীবনের উদ্দেশ্য সংখ্যার পিছে ছোটা ছাড়া আর কিছুই না।এটা পড়ার পর হয়তো মনে প্রশ্ন জাগবে,কেন এমন মনে হয়?
উত্তরটা একদম সোজাসাপ্টা দিতে গেলে বলবো নিজের দিকেই আলোকপাত করুন আর একটু ভাবুন।
কি উত্তর পেয়েছেন?যদি না পেয়ে থাকেন তাহলে ক্লিয়ার করে দেই!

ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় আপনার সংখ্যার পিছনে ছোটা।সক্ষমতা না আসা পর্যন্ত আপনার জন্য ছোটে আপনার মা-বাবা আর তারপর আপনি ছোটেন,যদিও অনেকক্ষেত্রে অনেককে ছোটাতে হয়।তবে ছুটতে হয়-ই।
যেদিন থেকে স্কুলে যাবেন,আপনার বাবা-মা বলা শুরু করবে তোমায় ক্লাসে ফার্স্ট হতে হবে।খেলতে যাবেন,আপনাকে সবচেয়ে বেশি রান করতে হবে, বেশি গোল করতে হবে।পয়েন্ট টেবিলে আপনাকে শীর্ষে থাকতে হবে।
এই বিষয়ে খুব বেশি উদাহরণ টানার দরকার আছে বলে আমার মনে হয়না।কনসেপ্ট এতোক্ষনে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা।

1000005318.jpg

হ্যাঁ,আমি জানি এগিয়ে থাকতে হবে।যুগকে হাতের মুঠোয় আনতে হবে আর আমি এই বিষয়টাকে ভীষনভাবে সাধুবাদ জানাই।কারণ,এই লড়াইয়ে আমিও শামিল আর আমি এটা ব্যাপকভাবে উপভোগ করি।
কিন্তু যে জন্য এতো কথা বলা তা হচ্ছে,আপনারা এই প্রতিযোগিতার মাঝে তলিয়ে গিয়ে জীবনের রং হারাইয়েন না।লেখা অনেক বড় হয়ে গেছে তবুও নাটশেলে একটা গল্প শুনাই যার নাম "99-club"

কোনো কারণে খুব দুঃখে থাকা এক রাজা রাজ্যভ্রমণে বেরিয়ে এক গরীব কৃষকের মুখে মলীন হাসি দেখে ভাবলেন, এতো গরীব হয়েও কিভাবে এতো সুখী তিনি।রাজা তার কাছের লোকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি রাজার থেকে ৯৯ টা স্বর্ণমুদ্রা নেন আর কৃষকের ঘরের বাইরে রেখে আসেন।কৃষক তা পেয়ে গুনে দেখে ৯৯ টা।তখন তার মাথায় ঢুকে যে ১০০ কি করে করা যাবে।জীবন থেকে সব অবসর ঝাড়া দিয়ে সে একটানা কাজ শুরু করে,পরিবারের সাথে সময় কাটায় না।বাই হুক ওর বাই ক্রুক,১০০ মিল করতেই হবে।
এ করতে করতে কৃষকের জীবন থেকে সুখ শান্তি হারাম হয় আর রাজার কাছে ৯৯ ক্লাবের বিষয়টা ক্লিয়ার হয়।

1000005316.jpg

গল্পের মূল অর্থ এই যে,জীবনে লক্ষ্য থাকবে অবশ্যই কিন্তু তার জন্য জীবনের রঙ হারানো একদম বোকামি।আশা করি আমার এতো বকবকানোর মানেটাও ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে।
কথার সাথে অনেকেরই দ্বি-মত থাকবে স্বাভাবিক।আমার দৃষ্টিকোন বলে জীবনকে উপভোগ করেই লক্ষ্য পূরন করতে হবে😊।যাইহোক,যে যেভাবেই ভাবেন সেভাবেই ভালো থাকেন❤️‍🩹
45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtm3HURy4wug6Rz8y8y6urHgoeNpqLzWBZX71ZQU3cWrxUjsnCvK7pardjuDo...jJcNoSTyF6ap16wMcpHWG1B7ct3gbAnyQRBJFS4kGaYLCJma48KYAjZvNjxcLmsnWXmy6YCuW6UqhhWmjy69pk85FxCYBrtaPdBBduWScUFFxQ8XYYWKibqh3L.png

ভাবনার প্রকাশ এতোটুকুই ছিল,কারো কাছে খারাপ লাগলে আন্তরিকভাবে দুঃখিত।সবার প্রতি শ্রদ্ধা এবং হীম-শীতল ভালোবাসা।

⭐আল্লাহ হাফেয⭐

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.15/12/22

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

অনেক সুন্দর বাস্তব মুখী একটি পোস্ট করলেন ভাইয়া। সংখ্যার পিছনে ছুটে ছুটতে আমরা কখন যে জীবন থেকে আমাদের আনন্দময় সময় গুলোকে পার করে ফেলি, সেটা মনে হয় আমরা বুঝতেই পারি না।