আসসালামু আলাইকুম,
এতোদিন কাজের বাহিরে থাকার মূল কারণ ছিল আমার এইচ,এস,সি এক্সাম।আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থানুযায়ী তো এই এক্সামই নাকি ফিউচার ডিসাইড করে দেয়।তাই এই এক্সামের মধ্যে কাজ ঢুকিয়ে ছেলেখেলা করার সাহসটা হয়ে ওঠেনি।এক্সাম প্রায় শেষের দিকেই বলা চলে।ম্যাথ ফার্স্ট আর সেকেন্ড পেপার এন্ড দেন প্রাকটিক্যাল হলেই শেষ হবে।যেহেতু ম্যাথ আর আমার দা-কুমড়া সম্পর্ক তাই ওটা উপর ওয়ালার হাতেই ছেড়ে দিয়েছি।
এক্সামের সিলেবাস নিয়ে নানারকম টাল-বাহানা হলেও এক্সাম শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়েই শুরু হয়েছিল আর এখন অব্দি রুটিন মাফিক'ই এক্সাম চলছে।আলহামদুলিল্লাহ, সবগুলো এক্সামই মোটামুটি ভালো হয়েছে।ম্যাথটা আল্লাহ পার করে দিলেই বাঁচি এখন।
এই দেড় দুই মাসের ঘটনা যদি এক লাইনে বা কয়টা শব্দে বর্ণনা করতে হয় তাহলে বলবো, আমার লাইফের সবচেয়ে পরিশ্রমী একটা সময় গেছে এবং যাচ্ছে।রাত জাগা,এ বেলার খাওয়া ও বেলায় খাওয়া,কোনো বেলা আবার না খাওয়া,ভয়,টেনশন,ক্লান্তি এই সবগুলো দিয়েই জরাজীর্ণ ছিল পুরো সময়টা।
আমায় নিয়ে ফ্যামিলির প্রত্যেকেই আশাবাদী।আর এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়েই আমি নিজে সব কাজ করার অনুপ্রেরণা পাই।এনারা আমাকে বড় করছেন,এনাদের আমাকে দেখতে হবে।আর আমাদের সমাজের হিসাব অনুযায়ী সফলতার শুরু হয় এইচ,এস,সি-তে সফলকাম হওয়ার মধ্যে দিয়েই।
এই এক্সাম শেষ হলে আবার এডমিশন জার্নি শুরু।ছোট থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন লালন করে আসছি।ক্রমাগত পাব্লিক এক্সামগুলো এতো কম্পিটিটিভ হয়ে উঠছে যে নরমাল শ্রম দিয়ে একটা সরকারি মেডিকেল কলেজ ক্র্যাক করা সম্ভব না।জঘন্যরকমের পরিশ্রমের বিকল্প হিসেবে এখানে কিছুই নেই।জানিনা,আসছে দিন কেমন হবে!তবে আশা রাখি,স্বপ্নকে ডানা বানিয়ে উড়তে পারবো।দোয়া রাখবেন আমার জন্য🙏।
সবার জন্য ভালোবাসা ও শ্রদ্ধা।আল্লাহ সবাইকে সবার মনের আশা পূরনে সহায়তা করুক।ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত দেখা হবে আবার আগের মতো।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন-
আল্লাহ হাফেজ।
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.16/09/23
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশাকরি ভাই আপনার ম্যাথ পরীক্ষা টাও ভালো হবে। এবং আপনি ভালো একটা ফলাফল করেন। এবং ভর্তি যুদ্ধের জন্য অগ্রিম শুভকামনা। ভয় পাবেন না। নিজের কাজ নিজে করে যাবেন আর পরিণাম তো সৃষ্টিকর্তা কতৃক নির্ধারিত। আপনার জন্য শুভকামনা।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার দীর্ঘদিন পরে কাজে ফেরার কথা শুনে বেশ ভালোই লাগলো, এখন চেষ্টা করো মনোযোগী হওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাক কাজ আগে বাদ দিয়ে আপনি পড়ালেখায় মনোযোগ দিয়েছেন অনেক ভালো লাগলো। আগে যদি নিজের ক্যারিয়ার ঠিক করতে না পারি তাহলে এত কাজ দিয়ে কি হবে। আপনি অনেক ভাল করেছেন কিছুদিন কাজ অফ রেখে তারপরে ভালোভাবে পরীক্ষাটা দিলেন। শুনে অনেক ভালো লাগলো আপনার এক্সাম ভালো হয়েছে জানতে পেরে। আশা করি আপনার রেজাল্ট ভালো হবে আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি পরীক্ষার জন্য কমিউনিটিতে কাজ করা বন্ধ করেছিলেন, এটা বেশ ভালো হয়েছে। এতে করে পড়াশোনার প্রতি মনোযোগ নিশ্চয়ই বেড়েছিল। যাইহোক আপনার পরীক্ষা গুলো ভালো হয়েছে, এটা জেনে খুব ভালো লাগলো। আশা করি ম্যাথ পরীক্ষাও ভালো হবে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit