ভাইয়ার কালো চিতা'য় ছোট্ট ভ্রমণ (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম এবিবি বাসী। আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।ইদের ছুটি শেষই হয়ে এলো।বাড়ি ছেড়ে চলে যাবো আজ।মনটা একটু খারাপ সেজন্য।কিছু করার নেই,মেনে নিতেই হবে আর এভাবেই চলতে হবে।

IMG_20220716_101655.jpg

স্বপ্ন,হয়তো অনেক মানুষকে বাচিয়েই রাখে এই স্বপ্ন।সবসময় মাথার ভেতর কিলবিল করে কিভাবে স্বপ্ন হাতের মুঠোয় আনা যাবে।অনেকের জীবনে অনেক রকম স্বপ্নই থাকে।পরিসংখ্যানের দিকে আলোকপাত করলে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার এসবই অধিকাংশ মানুষের স্বপ্ন।তবে এগুলো ছাড়াও আরো কতজনের আরো কত কত রকম বেপরোয়া স্বপ্ন যে থাকে তার নিদর্শনও কম নেই।

বাইক,আমাদের জেনারেশনের ছেলেদের একধরনের নেশাই এটা।সারাদিন মুখ দিয়ে ভুম ভুম করে আর ভাবে একদিন বাইক কিনবে।ঘুম আসার আগে স্বপ্নের সেই বাইক দেখে ঘুমায় উঠেও সেই বাইকের ছবিই দেখে।
আমার ফুফাতো ভাই, আসিফ শরীফ সেতু।মানে আমাদের শুভ ভাইয়ের আপন বড় ভাই।সেতু ভাইয়ার বাইকের এতো নেশা যা বলার বাহিরে।মানে,একটা মানুষের বাইকের প্রতি কি পরিমাণ নেশা থাকতে পারে তা ভাইয়াকে না দেখলে আমি বুঝতাম না।ভাইয়ার ছিল হিরো হাংক বাইক।গত ডিসেম্বরে যখন ঢাকায় গেলাম,ভাইয়া তখন থেকে আমায় বলতো এটা পালটে R15 নিবো।যতক্ষন বাসায় থাকতো,ততক্ষনই শুধু বলতো- বাইকটা কিনি এ করবো সে করবো।আমার কান শেষ করে দিতো বাইকের গল্প করে।

IMG20220711152038.jpg

মাস চারেক কেটে গেলো তারপর।হঠাৎ একদিন ফেসবুকে ভাইয়ার পোস্ট দেখলাম,ক্যাপশনে লেখা "আমার কালো চিতা।"বুঝলাম কিনে ফেলেছে তার স্বপ্নের বাইক।
IMG20220711154915.jpg

তারপর থেকেই ক্রমাগত চলছে তার সেলিব্রেশন।আমাদের দেশের বাইকারদের সবচেয়ে বড় গ্রুপ দেশী বাইকার্সে চলছে ভাইয়ার নিয়মিত পোস্ট।স্বপ্ন পূরন হলে মানুষ যে কেমন আচরণ করে তা ভাইয়াকে দেখে একটু একটু বুঝেছি।

গত ইদেও বাইক নিয়ে বাড়ি এসেছিল,কিন্তু আমি তখন ইদের ছুটি কাটিয়ে বগুড়া চলে গিয়েছিলাম।তাই আর গত ইদে ঘোরা হয়নি ভাইয়ার সাথে।তবে এবার ইদে আর মিস হয়নি।ইদের পরেরদিন ছোট্ট একটা রাউন্ড দিয়েছিলাম ভাইয়ার সাথে।

IMG20220711154043.jpg

IMG20220711154016.jpg

IMG20220711152944.jpg

ইদানীং কেমন গরম যাচ্ছে তা তো বুঝতেইছেন।বেশিক্ষন থাকতে পারিনি আমরা।রোদের প্রচন্ড তাপ ছিল।যাত্রার শুরুতে গাড়িতে তেল তুলে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম।

IMG20220711152642.jpg

সত্যি বলতে এটাই ছিল আমার লাইফে প্রথমবার R15 এ ভ্রমণ।বাইকের নেশা আমার ভেতর নেই।তবে বাইকে ঘুরতে ভালো লাগে।ভাইয়া এতোটা দক্ষ চালক যে ওর পিছে বসলে কোনো ভয় কাজ করবেই না।৩০/৪০ মিনিটের মতো আমরা ঘুরেছিলাম।এদিক ওদিক কোথাও থামি নাই।পুরো সময়টুকু বেশ ভালো উপভোগ করেছিলাম।

cc. @farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.16/07/22

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভালো লাগলো আপনার ছোট ভ্রমণের পোস্ট পড়ে। সত্যি বলতে R15 আমার অনেক পছন্দের বাইক। ইচ্ছা আছে একটা কালো চিতা কেনার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।

ইচ্ছাকে বাস্তব রুপ দিয়ে ফেলুন,এ এক অন্যরকম শান্তি।
ভালোবাসা নিয়েন ভাই 😊🌸

ছোট ভাই আপনার কালো চিতায় ঘুরাফেরা দেখে অনেক ভালো লাগলো পাশাপাশি চমৎকার লিখেছেন। তবে একটু সাবধানে বাইক চালাবেন কারণ এই বাইকগুলো অসম্ভব স্পিডের। গতিকে রোধ করুন নিজে বাঁচুন পরিবারকে বাঁচান অন্যকে বাঁচান।

অবশ্যই ভাইয়া,এতো সুন্দর পরামর্শের জন্য অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই😊🥰