মেস লাইফের শুরুয়াত (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

গতকাল বাড়ি থেকে চলে এসেছি বগুড়ায়।সামনে এস,এস,সি এক্সামের ফল প্রকাশ হবে এবং তারপরই আবার শুরু হবে ভর্তি যুদ্ধ।বাড়িতে থাকলে সেই যুদ্ধে পিছিয়ে পরতে হবে জন্য বগুড়ায় আসা।এখানে এসে উঠেছি আমার খালাতো ভাইয়ের সাথে একটি মেসে।কলোনির এই মেসের নাম হলো,প্রবাসী ছাত্রাবাস।৫ তলাবিশিষ্ট ভবনের ৪-র্থ তলায় থাকি আমরা।এটাই আমার লাইফের ফার্স্ট টাইম মেসে থাকা।আর সবচেয়ে বড় কথা হলো,ফার্স্ট টাইমই শুরু হলো বড় ভাইদের সাথে।পুরো ভবনের ভেতর আমিই সবচেয়ে ছোট।বাদ বাকিদের বেশিরভাগই নার্সিংয়ে পড়েন আর কেউ কেউ পলিটেকনিকে।পুরো ভবনের খবর এখনো জানিনা তবে আমার সাথে এক দাদা আর এক ভাই আছেন যারা বিবাহিত।
কাল প্রথম যখন এসেছিলাম মেসে এক অন্যরকম অনুভূতি কাজ করছিল।বাসার জন্য মনটা খুব বেশিই খারাপ ছিল।মেসের সবাই বড় ভাই হলেও সবাই অনেক মিশুক।পাবনার এক ভাই আছে উনি তো আরো বেশি মিশুক,খুবই নরম মানুষ।এখন পর্যন্ত ভালোই লাগছে সবার সাথে।
IMG20211203120558.jpg

IMG20211203120550.jpg

আমার রুমের জানালার বাইরের ভিউ।চতুর্দিকে দালান তোলা,সবুজের তেমন কোনো চিহ্নই নাই।তারপরেও ভালোই লাগছে জায়গাটা।রাতের বেলা ছাদেও বেশ ভালো লাগে।
কিছুক্ষন বসে আড্ডা দেয়ার পর ভাইয়েরা মুড়ি মেখেছিল চানাচুর দিয়ে।সেই মুড়িমাখা দিয়েই আমার হোস্টেল লাইফের খাওয়া শুরু হয়।তার একটুপরেই বুয়া দুপুরের মিল দিয়ে গিয়েছিল।
IMG20211203135421.jpg

IMG20211203125742.jpg

কালকের থেকে আজ অবশ্য একটু বেশিই ভালো আছি।বড় ভাইগুলো মিশুক না হলে হয়তো এতো তাড়াতাড়ি মন ঠিক করতে পারতাম না।বাবা মার সাথেও কথা হচ্ছে দুই তিনবার করে।আজ অবশ্য ভিডিও কলেও কথা হয়েছিল।
সব মিলিয়ে ভালোই আছি,আশা করি শেষ পর্যন্ত কোনো অসুবিধা হবেনা।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.04/11/21

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার প্রথমবার মেসে আসার অভিজ্ঞতা বেশ ভালো ছিল।বড় ভাইদের সঙ্গে খুব সহজেই মিশতে পেরেছেন।বড় ভাইদের সঙ্গে মুড়ি খাওয়া, একসাথে ঘুরতে যাওয়া সবকিছু ভালোই লাগে। তবে নিজের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাবেন। মেসের বাহিরের ভিউটাও অনেক ভালো ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

হুম ভাইয়া,উদ্দেশ্য যখন পড়াশুনা তখন তা তো চালিয়ে যেতেই হবে😊
দোয়া রাখবেন🥰