আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
সেলুনে গিয়ে সিরিয়াল দিয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করা এটা নতুন কোনো ব্যাপার না।অন্তত আমার সাথে এটা নিয়মিতই ঘটে।কারণ,দুই চারটা সেলুন ঘুরে চুল কাটার স্বভাবটা আমার নেই।একটা সেলুনেই নিয়মিত যাই আর ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগলেও সেখান থেকেই চুল কেটে আসি।অনেকে বাজে স্বভাব বা ওয়েস্ট অব টাইম ভাবলেও আমি এতেও অভ্যস্ত। এই অপেক্ষা শুধু অপেক্ষা করতে করতেই যে কাটে তা কিন্তু না।বিভিন্ন রকম ঘটনা দেখতে দেখতে সময় কেটে যায়।আর বেশিরভাগ সময়ই আমি এই সময়টা পার করি ব্লগ লিখতে লিখতেই।যেমনটা এখন করছি।এখনো প্রায় মিনিট বিশ লাগবে আমার সিরিয়াল আসতে।আর এতোক্ষনে বেশ আরাম আয়েশেই আমার এই ব্লগটা শেষ হয়ে যাবে।
একজন নাপিত না আসায় তার সিটেই বসে থেকে অপেক্ষা করছি।আমার পাশের সিটেই একজন বাবা তার ছোট ছেলেটাকে চুল কাটিয়ে নেওয়ার জন্য বসিয়েছে।বাচ্চাটার চুল কাটানো দেখতে দেখতেই হঠাৎ করে নিজের ছোটবেলার কথা মনে পরে গিয়েছিল।বেশ আবেগপ্রবণ হয়ে পরেছিলাম কিছু মুহুর্তের জন্য।
সময় কত তাড়াতাড়ি যায় তাইনা!একটা সময় আমাকেও সিটের উপর একটা কাঠ রেখে তার উপর বসাতো চুল কাটানোর জন্য।নাপিত যখন আমার মাথা এদিক ওদিক নাড়াতো,অনেক সময় বিরক্ত হয়ে কান্না করেছি আবার অনেক সময় নাপিতকে মেরেওছি।আবছা আবছা করে এই ঘটনাগুলো এখনো আমার চোখের সামনে ভাসে।
আম্মু আর আমার খালাতো ভাই বিপুল দুজন মিলে আমায় নিয়ে যেতো চুল কাটাতে।এই সেলুন থেকে ওই সেলুন,ঘুরে ঘুরে চুল কাটায়া নিতো।আমি এতোটা অসহ্যকর ছিলাম সেসময় যা বলার মতো না।
পিচ্চিটার পাশের সিটে বসে বসে ওর সাথে আমার তুলনা করছিলাম।আমার তুলনায় এই পিচ্চিটা হাজারগুণ ভদ্র।এতো নাড়াচ্ছে তবুও তার কোনো বিরক্তি নেই।তবে চোখে যে একটু পানি চলে এসেছিল তা আমার নজর এড়িয়ে যেতে পারেনি।
স্মৃতি জিনিসটা হয়তো এমনই।কখনো হাসায় আবার কখনো কাঁদায়।মনটা খুব করে চায় অতীতে ফিরে যেতে।সেই সোনালি দিনগুলোর মাঝে নিজেকে লেপ্টে রাখতে মনের ভেতর সবসময়ই আকুলি-পিকুলি করে।
সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি,
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.05/03/23
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার এই ঘটনাটি পড়ে আমার ছোট ভাইয়ের কথা খুব মনে পড়ল। ও এরকম ছিল একদম নাপিতের সামনে বসতে চাইতো না। অনেক কান্নাকাটি করতো আর অনেক বিরক্ত করতো। যাইহোক ধন্যবাদ সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য 😊🥰।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখানে একটা কথা বলে রাখি ভাই আমি
আমিও আগে সেলুনে গিয়ে অপেক্ষা করে থাকতাম। কিন্তু এখন সেটা করা বাদ দিয়ে দিয়েছি। এখন আগের দিনই সিরিয়াল দিয়ে রাখি হিহি। বাচ্চাটাকে দেখে আমারও ছোটবেলার চুল কাটার কথা মনে পড়ে গেল। তখন আমার কাছে এটা ছিল সবচেয়ে কষ্টের একটা মূহুর্ত।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগেরদিন সিরিয়াল দেয়ার কথা বাবা অনেক বলে আমায়,তবে আমি গায়ে লাগাইনা।ওখানে অপেক্ষা করতে বেশ ভালোই লাগে😁।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন স্থানে যেয়ে সিরিয়াল দিয়ে থাকতে আমার ভালো লাগেনা। বিশেষ করে সিরিয়াল দেওয়াটা খুবই বিরক্তকর ব্যাপার আর সেটা যদি হয়ে থাকে সেলুনে। তবে এক্ষেত্রে আমি একটা বিশেষ কৌশল অবলম্বন করে থাকি তা হচ্ছে যখন সেলুনে যায় চুল একদম ছোট করে সেটে নেই। যেন দীর্ঘদিন না যাওয়া লাগে, কারণ এটা একটি হয়রানির কাজ। তবে এই বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো ফিরে পেলাম সেই স্মৃতিগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছে চুলটা একটু আবেগের জায়গা তো,তাই মন যেমন চায় তেমন করেই চুল কাটি যদিও প্রতিনিয়ত বকা খাই,তবে গায়ে লাগাই না😁।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit