আসসালামু আলাইকুম আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।
কলেজের এক্সাম শেষ হয়েছে গত বৃহস্পতিবার।ফ্রেন্ড সার্কেলের সবাই বৃহস্পতিবারের রাত আর শুক্রবারের দিনটুকু বাড়িতে কাটানোর জন্য বগুড়া থেকে চলে এসেছে।ওদের অনুসরণ করেই আমিও চলে এসেছি।ওরা সবাই অবশ্য গতকালই ব্যাক করেছে কিন্তু আমি এখনো আছি।জানেনই তো,বাসায় আসলে আমার পুরো সময়ের বেশিরভাগই কাটে ফুডুলের সাথে।তো এবারো তাই।দুপুরে ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম।আমায় দেখেই বললো,মামা আমার গাড়ি আবার নষ্ট হয়ে গেছে।ঠিক করে দিবা।বললাম,আচ্ছা। এরপর এলো দুইটা কলম নিয়ে।বললো,কলম লেখে না।আমায় অনেকগুলো পেন্সিল আর কলম কিনে দিবা।এতোদিন ওর যতো আবদার আমি মিটিয়েছি সেগুলো হয় চকলেট,আইসক্রিম এগুলো নিয়ে নাহয় খেলনা নিয়ে।পড়াশোনার রিলেটেড কিছু এই প্রথম চাইলো আমার কাছে।বিষয়টা আমার কাছে ভালোই লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করলাম।তারপর ওকে বললাম,চলো আমার সাথে,আমার বাসায়।রাস্তায় আসতে আসতে বলে,মামা কালো কালারের কলম নিবো,আকাশী কালারের কলম নিবো।সব কালারেরই নিবো।ওর এসব শুনতে শুনতেই বাসায় আসলাম।তারপর ওকে বললাম,এখন আমার সাথে ঘুমাবা।ঘুম থেকে ওঠার পর পেন্সিল কলম সব কিনে দেবো।তারপর কি হলো জানেন?😂ও মনের বিরুদ্ধেই ঘুম আসার চেষ্টা করছিলো।দাতের উপর দাত দিয়ে চোখ বন্ধ করে থাকে আর ১০/১২ সেকেন্ড পরপরই বলে মামা ঘুমাইছি😂।ঘন্টা খানেক এভাবে কাটার পর আমি উঠে ফ্রেশ হয়ে বাইরে যেতে ধরছি আর ও বলে আমি যাবোনা।তুমি কলম পেন্সিল আগে এনে দাও তারপর যাবো।তো আমি আর জোর করে ওকে আর ওর বাসায় না নিয়ে গিয়ে বললাম,আচ্ছা এখানেই থাকো।বাইরে গিয়ে আমার কাজ শেষ হওয়ার পর দেখি ৭ টার মতো বাজে।তারপর দোকান থেকে ওর জন্য কলম পেন্সিলও নিলাম আর সাথে শার্পনার আর ইরেজারও নিয়েছিলাম।ওর যাতে পছন্দ হয় সেজন্য ৮ রঙের কালির কলম নিয়েছিলাম।
তারপর বাসায় আসলাম।এসে শুনি,ও নাকি যাইতেই চাচ্ছিলোনা।একটাই কথা,মামা আনার জন্য কলম পেন্সিল আনবে তারপর আমি নিয়ে যাবো।পরে নাকি ওর আম্মু জোর করেই নিয়ে গেছে।
আবার ওদের বাসায় গেলাম।আমার ভয়েস শুনেই দৌড়ে এসে বললো,দাও আমার কলম দাও।আমি বললাম,আনিনি তো।ব্যাস,চোখে লেবুর রস এসে গেছে কথা শুনে।একটু মজা নেওয়ার পর যখন হাতে ওগুলো দিলাম ওর খুশি দেখে কে।নিয়ে গিয়েই ওর বড় ভাইয়ের ড্রয়িং বুক নিয়ে তাতে দাগানো শুরু করেছিল।আর আমার সাথে এ কথা সে কথা।৩০/৪০ মিনিট ওর সাথে সময় কাটিয়ে আবার আমার বাসায় এসেছিলাম।
ওর আবদার মেটাতে আমার ভালো লাগে।আবদার মেটার পর ওর মুখে যে মলিন হাসিটা আমি দেখি সেই হাসিই আমায় বেশ অনেকক্ষন একটা তৃপ্তি দেয়।গতকাল একটু বেশিই ভালো লেগেছিল।কারণ,গতবার পর্যন্ত ওর মাঝে পড়াশুনা নিয়ে কখনো কথা শুনিনি বাট এবার এসে সেই বিষয়টা দেখতে পাচ্ছি।আর ওকে পড়াশুনার প্রতি আগ্রহী করে তোলার জন্যই ওই ধরনের কলম দিয়েছি।নষ্ট করুক,তবে আগ্রহ আসুক।ওকে বলে এসেছি,একটা পৃষ্ঠা দাগায়া শেষ করবা,আমি সকালে এসে দেখবো।
Shot on. Oppo f19 pro
Location
Date.04/06/22
সত্যি ছোটদের কিরকম আগ্রহ দেখলে বেশ ভালই লাগে। আপনার ভাগ্নের এই প্রথমবার পড়ালেখা নিয়ে একটু আগ্রহ দেখে ভীষণ ভালো লাগলো। তাছাড়া ও তো দেখছি আঁকাআঁকি ও শুরু করে দিয়েছে। অনেক সুন্দর একটা মুহূর্ত শেয়ার করলেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া রাখবেন ওর জন্য আপু🥰ভালোবাসা নিয়েন🤗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ভাগনা তো আমার এখানে আসলে আমার কমিউটারের সামনে থেকে সরেই না। আসলে ছোটদের আগ্রহকে মূল্যায়ন করা উচিত তাহলেই তারা শিখতে পারবে। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাদের এ কাজগুলো সহ্য করার মধ্যেও একটা তৃপ্তি পাওয়া যায়।ধন্যবাদ ভাইয়া🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইরকম বাচ্চাদের আবদার মেটাতে আসলেই অনেক ভালো লাগে। অনেক সুন্দর মিষ্টি হয়ে থাকে। বেশ দারুণ সময় কাটিয়েছেন বাড়িতে। এইরকম দোই একটা থাকলে বাড়ির প্রতি টান টা বেশি অনূভূত হয়। যাইহোক অনেক সুন্দর ছিল ভাই ব্লগটা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই,যখন তখনই ওর কথা মনে পড়ে🥺।
ভালোবাসা নিয়েন 🤗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটদের যে আগ্রহ টা থাকে সেটা খুবই ভালো লাগে। তবে সে আগ্রহটা যদি লেখাপড়া করেই থাকে তাহলে তো খুবই ভালো ভালো লাগে। আপনার ভাগ্নির লেখাপড়ার প্রতি আগ্রহ বেড়ে গেছে খুবই ভালো। ছোটোদের আবদার পূরণ করতে আসলে ভালই লাগে। আর তাদের কথাবার্তাও আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এই মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাদের সবকিছুই যেন মায়ায় জড়ানো🥰
শুভ কামনা জানাই ভাইয়া💙
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit