আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ,আমিও ভালো আছি।
বিকেল তো কাটে এখন বন্ধদের সাথে চায়ের দোকানে আড্ডা দিতে দিতেই।প্রায় প্রতিদিনই এই একই ঘটনা,কোনোদিন একটু ব্যতিক্রম হলে ভালো হয়না?সেদিন তো একা ছিলাম তাই রিক্সা ট্যুর দিয়েছিলাম,তবে গতদিন ছিলাম তিনজন।আমি কাওছার আর স্বরুপ।তিনজন আগে আমাদের আড্ডাখানােই জমায়েত হয়েছিলাম,তারপর রুটিন অনুযায়ী চা'ও খেয়েছিলাম।
বসে থাকিতে থাকতে আমারই কেনজানি বিরক্ত লাগছিলো ওদিন।তাই ভাবলাম সবাই মিলে হেটে আসি।ওরার রাজি।আমাদের এদিকে নতুন নতুন কিছু খাবারের দোকান হয়েছে,সেগুলোয়ে অবশ্য যাওয়া হইছিলোনা।তাই ভাবলাম ওদিকেই যাই।গল্প করে হাটতে হাটতে ১০ মিনিটের পথ ২০ মিনিটে গিয়েছিলাম।দোকানের নাম ছিল,কাবাব বাড়ি আর জায়গার নাম ভিসির মোড়।কারো কাছেই তেমন টাকা ছিলনা।তাই ২০ টাকা দামের তিনটা মাটন টিকিয়া নিয়েছিলাম,ভালোই ছিল।
অর্ডার দেয়ার মিনিট দশেক পরেই টিকিয়া দিয়ে গিয়েছিল।সেই সময়টুকু ছবি তুলে পার করেছিলাম।খাওয়া শেষে আবার স্বরুপের মনে হলো নতুন এক কেকের দোকানের কথা।ওর কাছে নতুন হলেও আমার কাছে অবশ্য না,কারণ শুভ ভাইয়ার জন্মদিনের কেক ওখন থেকেই বানিয়েছিলাম।দোকানের নাম কেক এন্ড বেক।কাবাব বাফি থেকে মিনিট দশেকের দূরত্ব।তো ওখান থেকে হাটতে হাটতে আবার সেখানে গিয়েছিলাম।
গিয়ে তিনজনের জন্য তিনটা পেস্ট্রি অর্ডার করেছিলাম।তো দুঃখের বিষয় হলো ওদের স্টোক শেষের দিকে হওয়ায় পেস্ট্রি ছিল দুইটি।তো ক আর করার।তাই নিলাম,বন্ধুই তো।কাড়াকাড়ি ভাগাভাগি করেই খেয়েছিলাম।
খেতে সময় লাগেনি।খুব ভালোই স্বাদ ছিল।খাওয়া শেষে আবার কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করা হইছিলোনা।সোজা যে যার বাসায়।ভালো ছিল বিকেলটা।
cc. @farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.27/12/21
তিন জনে কিন্তু আড্ডা ভালো জমে না ভাই হিহি। বন্ধুমহল ছাড়া আড্ডা ফাকা ফাকা লাগে। অনেক সুন্দর দিটিয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা গুলো। ঘার ধরে ঘোরার কথা। ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তিনজনই যদি দুষ্টু আর রসিক হয়,আড্ডা তাতেই যা তা হয়ে যায়🤣😂।আপনার কথা গুলো জেনে ভালো লাগলো।ভালোবাসা নিয়েন🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
😋🥰 এভাবে খাওয়া-দাওয়া করা টাই বন্ধুত্বের মধ্যে সবচেয়ে আনন্দের বিষয়। আমার বন্ধুদের সাথে এভাবে সময় কাটাই ধন্যবাদ ভাই আপনাকে আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাই,বন্ধুত্ব সম্পর্কটাই এক অন্যরকম জিনিস।ভালোবাসা,হিংসা,রাগারাগি,দুষ্টামি ফাইজলামি সব কিছু দিয়ে পরিপূর্ণ। ভালবাসা নিবেন😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit