ফটোগ্রাফি (১০% টু শাই-ফক্স)

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
আজ আপনাদের মাঝে হাজির হয়েছি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।যদিও দক্ষ নই,বলতে গেলে টুকটাক এডিট করে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করি।আশা করি ছবিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।

তো চলুন ফটোগুলো দেখা যাক-


📸ফটো- ১


IMG20221208154428-01.jpeg

📸ফটো- ২


IMG20221208154443-01.jpeg
W3W

ছবিতে যা যা দেখছেন সেগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় কুলা,ডালা,ঝুড়ি আর টোপা বলেই চিনি।আর এই জিনিসগুলোর নামে খুব একটা আঞ্চলিকতা আছে বলে আমার মনে হয় না।
বাসা ছেড়ে বগুড়ায় আসার পর থেকে আমি এগুলো খুব একটা দেখিইনি।সেদিন সাইকেলে হাওয়া দিতে গিয়ে পাশের দোকানে হঠাৎ করেই দেখি এগুলো রাখা।দেখে একটু নস্টালজিক হয়ে গিয়েছিলাম,তাই আর ক্যামেরাবন্দী না করে পারিনি।

📸ফটো- ৩


IMG20221104120233-01.jpeg
W3W

দেখেই বুঝতে পারছেন গ্রামের চিরচেনা পথ।গ্রামে যাইনা বেশ অনেকদিন হলো।এটা অবশ্য অনেক আগের তোলা।গ্যালারির তলায় পরে ছিলো।বের করে একটু ধুলো ঝেরে পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে এসেছি।

📸ফটো- ৪


IMG20221210170929-01.jpeg

📸ফটো-৫


IMG20221210170642-01.jpeg
W3W

এই দুটো ছবি গতকাল বিকেলে তোলা।একটুও ভালো লাগছিলোনা।মেস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে স্টেশনে গিয়ে কিছুক্ষন সময় কাটিয়েছিলাম।ওখানে অবশ্য বেশ কিছু জিনিস উপলব্ধিও করেছিলাম।সে নিয়ে অন্য সময় বলবোনি।

📸ফটো-৬


IMG20221128120217-01.jpeg
W3W

মেসের মালিক আবার বেশ সৌখিন প্রকৃতির মানুষ।ছাদে অনেক ফুলের গাছ,সবজির গাছ,ঔষধি গাছসহ নানান গাছ লাগিয়ে রেখেছে।ওনার ছাদ নিয়ে একদিন নাহয় আলাদাই একটা ফটোগ্রাফি পোস্ট করবোনি।ছবিতে তো দেখতেই পাচ্ছেন,টমেটো।এর বৈজ্ঞানিক নাম Solanum lycopersicum.

📸ফটো- ৭


IMG20221128120149-01.jpeg
W3W

এই নয়নতারা ফুলটাও মালিকের ছাদ থেকে তোলা।বিকেলবেলা বাতাসে বেশ ভালোই দোল খেলছিল।এমন কিছু দৃশ্য দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়।

📸ফটো- ৮


IMG20220807150009.jpg
W3W

কাঠগোলাপ,যতদূর জানি এটা নাকি মেয়েদের দূর্বলতা।ফেসবুক দেখে মাঝে মাঝে আমারো তাই মনে হয়।এটা তুলেছিলাম মোমোইন থেকে।গ্যালারির কিছু সুন্দর ছবিগুলোর মধ্যে এটা একটা।এটা কিন্তু এডিট করা না😐 হঠাৎ করেই একটা ছবি একটু ভালোই উঠেছিল।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtm3HURy4wug6Rz8y8y6urHgoeNpqLzWBZX71ZQU3cWrxUjsnCvK7pardjuDo...jJcNoSTyF6ap16wMcpHWG1B7ct3gbAnyQRBJFS4kGaYLCJma48KYAjZvNjxcLmsnWXmy6YCuW6UqhhWmjy69pk85FxCYBrtaPdBBduWScUFFxQ8XYYWKibqh3L.png

আজকের আয়োজন এই পর্যন্তই।আশা করি ছবিগুলো ভালো লাগবে আপনাদের কাছে।

সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

🌼আল্লাহ হাফেজ🌼

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Date.11/12/22

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

দারুন হয়েছে ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো। আমি নতুন করে আবার কাঠ গোলাপের প্রেমে পরে গেলাম।🥰আপনি সুন্দর বর্ননা ফটোগ্রাফির সাথে তুলে ধরেছেন, তাই আরো ভাল লাগলো। গ্রামের চিরচেনা পথ খুব সুন্দর 👌 অনেক ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

কাঠগোলাপ তো লজ্জা পেয়ে গেলো আপনার কথা শুনে😁।

আপনার ফটোগ্রাফির কালেকশন গুলো খুবই অসাধারণ হয়েছে। আমার কাছে ফুলের ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি যত দেখি ততই ভালো লাগে। আমার কাছে বিশেষ করে সাদা কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে। ফুল গুলোর ফটোগ্রাফি আপনি খুবই দক্ষতা সহকারে করেছেন। সত্যি দেখেই মুগ্ধ হয়ে গেলাম আমি।

অনেক অনুপ্রেরণা পেলাম ভাইয়া☺️ দোয়া রাখবেন 🖤

তোমার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাই।ডালি, কুলা টোপা এগুলো আমিও অনেক দিন পর দেখলাম।আগে দেখতাম আমাদের বাড়িতে হাটের দিনে ডালি, কুলা টোপা এগুলো কিনে আনতো অনেক গুলো করে যা সারাবছর ধরে ব্যবহার করা হতো। শহরে থাকার কারনে এখন আর এসবের সাথে কোন সম্পৃক্ততা নেই বললেই চলে, এখন আমরা সবাই প্লাস্টিকের সামগ্রী ব্যবহারে অভ্যস্ত। গ্যালারীর নিচে পড়ে থাকা গ্রামের দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগছে সেই সাথে গাছের কাঁচা টমেটো গুলো দেখতে খুবই লোভনীয় লাগছে খেতে মন চাইছে। নয়নতারা ফুল আমার খুবই পছন্দের ফুল। কাঠগোলাপ দেখতে তো একেবারে অসাধারণ লেগেছে। সবমিলিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভাই।

ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য 🧡 ভালোবাসা নিরন্তর 🥰

আজ অনেকদিন পর কাঠ গোলাপের ফুল দেখতে পেলাম ভাইয়া। অসাধারণ লাগছে ফুল গুলো দেখতে। এছাড়া প্রতিটি ছবি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য । আপনার জন্য শুভেচ্ছা রইল।

আপনাকেও ধন্যবাদ আপু🥰

হ‍্যা ঠিক ভাই কাঠগোলাপ সত্যি মেয়েদের দূর্বলতা হা হা। কাঠগোলাপের ফটোগ্রাফি টা দারুণ ছিল। গ্রামের চিরচেনা পথের ফটোগ্রাফি টাও চমৎকার লেগেছে আমার কাছে। মাঝে মাঝে এভাবে গ‍্যালারি পরিষ্কার করলে এইরকম ছবি পাওয়া যায়। দারুণ ছিল আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো।।

এতো ছবি তুলেও কোনো মেয়েকে দূর্বল বানাতে পারলাম না।এটা কিছু হলো!!!😑

হস্তশিল্পের জিনিসপত্র এখন আর তেমন একটা দেখা যায় না। সবকিছু এখন প্লাস্টিকের পাওয়া যায়। আগে দেখতাম গ্রাম অঞ্চলের মহিলারা বাঁশ দিয়ে খুব সুন্দর করে বিভিন্ন জিনিসপত্র তৈরি করতো। কিন্তু সময়ের পরিক্রমায় এমন সুন্দর দৃশ্য তেমন একটা দেখা যায় না। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে কাঠগোলাপ ফুল ফোটোগ্রাফি সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ওই দিক থেকে সেন্টিমেন্টাল হয়েই ছবিগুলো তুলেছিলাম।ধন্যবাদ ❤️

অসাধারণ কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফির টপিক্স গুলো বেশ ভাল ছিল। আমার তো বেশ ভালো লাগলো গ্রামের সেই মেঠো পথ।

ধন্যবাদ ☺️

আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি দারুন ছিল।কুলা ডালা এগুলো অঞ্চলভেদে আমারও মনে হয়না ভিন্ন নাম আছে।রেললাইনের ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে আমার,এই ছবি গুলো ভালো ক্যাপচার করয়েছেন আপনি।আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনার ভালো লাগাই আমার স্বার্থকতা 🧡🖤


This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate