যেভাবে কাটলো আমার ইদুল ফিতর-২০২২(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।সবাইকেই জানাই বৃষ্টিবিঘ্নিত ইদের মৃদু ঠান্ডা শুভেচ্ছা ইদ মোবারক 🥰।

কয়েকদিন আগে থেকেই প্ল্যান ছিল এবার ইদ করা হবে মেজো ফুফুর বাসায়।এর পিছনে অবশ্য একটা কারণ ছিল আর তা হলো দাদি মারা যাওয়ার পর এটাই আমাদের প্রথম ইদ।তো ফুফু সেজন্যই বললো এবার তোরা সবাই আমার এখানে ইদ করতে আয়।গতকাল ইফতার শেষে বাবা, আম্মু আর ভাই ফুফুর বাসায় চলে গিয়েছিল।আর আমি একাই বাসায় ছিলাম,আমার প্ল্যান ছিল সকাল বেলা উঠে গোসল দিয়ে যাবো ফুফুর বাসায় আর নামাজ সেখানে গিয়েই আদায় করবো।
সেই পরিকল্পনা মাথায় নিয়েই ঘুমিয়েছিলাম।৫ টার পর থেকেই দেখি মুষলধারে বৃষ্টি শুরু।৭ টার দিকে ঘুম থেকে উঠেও দেখি বৃষ্টি পরছেই।গোসল করে এসেও যখন একই অবস্থা দেখলাম তখন ভাবলাম আর যাওয়া হবেনা।নামাজ এখানেই পরতে হবে।বড় ফুফুকে ফোন করে বললাম,ফুফু আমি আপনাদের মসজিদে নামাজ পরে ওখানেই খাওয়া দাওয়া করবো।তারপর রেডি হয়ে ফুফুর বাসার ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করেছিলাম।
IMG_20220503_204422.jpg
Location
নামাজ শেষে বাসায় এসে,শুভ ভাইয়ার ছেলে মানে শায়ান আর শান্ত ভাইয়ার সাথে খাওয়া দাওয়া করেছিলাম।তারপর শায়ানের সাথে কিছুক্ষন খুনশুটিতে মেতেছিলাম।
IMG_20220503_204340.jpg

IMG_20220503_204446.jpg
Location
শায়ানের সাথে সময় কাটাতে কাটাতেই বৃষ্টি প্রায় কমেই গিয়েছিল।তারপর বাবা ফোন করে বললো,আমায় মেজো ফুফুর বাসায় যাওয়ার জন্য।আর কিছুক্ষন সময় কাটিয়েই বড় ফুফুর থেকে বিদায় নিয়ে আমি মেজো ফুফুর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম।
IMG_20220503_205127.jpg
Location
১২ টার ওদিক ফুফুর বাসায় পৌছেছিলাম।গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার দুপুরের খাবার খাইতে বসেছিলাম।ওখানে আবার ছিল প্রিন্স ভাইয়ার মেয়ে ডিনা।ওর সাথেও বেশ কিছুক্ষন সময় কাটিয়েছিলাম।
IMG_20220503_204511.jpg
Location
মেজো ফুফুর ওখান থেকে আবার বড় খালার বাসায় এসেছি।অবশ্য এখনো এখানেই আছি।হয়তো কাল সকালে যাবো বাসায়।এখানেও পিচ্চির অভাব নেই।বড় খালাতো ভাইয়ের মেয়ে স্পর্ষিয়া আছে,মেজো ভাইয়ের ছেলে লামিম,মেয়ে জান্নাতুল আর ছোট আপুর ছেলে আয়াশ এবং মেয়ে রামিন আছে।মামা,চাচ্চু বলে ডেকে ডেকে অস্থির করে তুলেছে আমায়।
IMG_20220503_204604.jpg

IMG_20220503_183058.jpg
Location
এখান থেকে ওখানে,ওখান থেকে সেখানে,,এভাবে ঘুরতে ঘুরতে যাযাবর ফিল আসছিলো নিজের ভেতরে।তবুও সত্যি বলতে এই পিচ্চিগুলোর জন্য এইবারের ইদটা আমার কাছে বেশি আনন্দের হয়েছে।একটা সময় একা থাকিনি,কেউ না কেউ কানের কাছে এসে চাচু মামা বলে ডেকেছেই।তবে যে বিষয়টি একটু মন খারাপ করিয়েছে তা হলো,সবাই থাকলেও আজ ফুডুলের দেখা পাইনি।ও ওর নানিবাড়িতে গিয়েছে ইদ করার জন্য।
তবে আমার ভাগ্যটা ভালো যে,ওরা কেউ সালামি জিনিসটা বোঝেনা।বুঝলে আমি যে সালামি পেয়েছি সব ওদের দিতেই যেতো🙂।
আমার ইদ আল্লাহ তায়ালার রহমতে বেশ ভালোই কেটেছে,আশা করি আপনাদের ইদও বেশ ভালো কেটেছে।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Date.03/05/22

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঈদ মোবারক
ঈদের দিনে নামাজে যাওয়ার আগে থেকেই বৃষ্টি শুরু এটা খুব বিব্রতকর অবস্থা। আমরা অবশ্য এখানে খুব ভালোভাবেই নামাজ সম্পন্ন করেছি। শায়ান বাবুর সাথে আড্ডার বিষয়টা আমার দেখে ভালো লাগলো। ঈদের দিনের আনন্দঘন মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ইদ মোবারক ভাই।
একটা সময় তো ভেবেইছিলাম যে এবার আর নামাজ পরা বোধয় হবেনা।কিন্তু আল্লাহ তায়ালার রহমতে নামাজটা আদায় করতে পেরেছিলাম।

ঈদের দিনে ফুফুর বাড়িতে গিয়ে নামাজ পড়াটা ভেস্তে গেলেও সকল আত্মীয়দের বাড়িতে ছোট ছোট সোনামণিদের নিয়ে বেশ ভালোই আনন্দে দিনটি কাটিয়েছেন তা বুঝতে পারছি। বিশেষ করে শায়ান বাবুর সাথে কাটানো মুহূর্তগুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আরো ভালো লাগলো ওরা সবাই ঈদ সালামি কিছু বুঝতে পারিনি বলে আপনার পকেটটি ভরাই ছিল, কাউকে সালামি দিতে হয়নি। বড়ই চালাকি করেছেন ছোট ছোট সোনামণিদের সাথে। সব মিলিয়ে সুন্দর একটি পোষ্ট উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আসলেই ভাইয়া,অন্যরা ঘোরাঘুরি করে যতটা না আনন্দ পেয়েছে তার থেকে বেশি আনন্দ আমি পেয়েছে ওদের সাথে কালকের দিনটা কাটিয়ে।

শায়ান বাবুর সাথে কাটানো সময়গুলো খুব ভালো হয়েছে আশা করছি শায়ান বাবুকে দেখে ভালো লাগছে। আপনি আজকের দিন কিভাবে কাটিয়েছেন তার সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আজ মনে হয় সারাদিন বৃষ্টি হয়েছে ঈদের আনন্দ তেমন করা হয়ে ওঠেনি তাই হয়তো মসজিদে কি নামাজ পড়েছেন মাঠে হয়তো তেমন ভাবে পড়তে পারেননি এটি আসলে একটু কষ্ট দেয় কারণ করোনা দুই বছর পরে যখন মাঠে গিয়ে নামাজ পড়ার সময় সেটা আর হলো না। যাই হোক আশা করছি আজকের দিন আপনার অনেক সুন্দর ভাবে অতিবাহিত হয়েছে। আপনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

পিচ্চিগুলোর সাথে দিনটি বেশ হাসি-খুশিতেই কেটেছিল আপু।মনে রাখার মতো একটি ইদ ছিল এটি।
ধন্যবাদ এবং ইদ মোবারক আপুমণি🥰

আজ বাংলাদেশের সব জায়গায় কম বেশী বৃষ্টি হয়েছে, তবে উত্তর অঞ্চলে মনে হচ্ছে একটু বেশী হয়েছে। আমাদের দক্ষিন অঞ্চলে নামাজ শেষ হবার পর বৃষ্টি হয়েছিল।তবে আপনি বৃষ্টির মধ্যও থেমে জাননি।সব জায়গায় ঘুরে বেরাইছেন ভালো লাগল বিষয়টি। ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

রিক্সার জন্য অপেক্ষা করছিলাম,বেশ অনেক্ষন অপেক্ষা করার পর মনে হচ্ছিলো আজ আর নামাজ পরা হবেনা।কিন্তু তার একটু পরেই একজন রিক্সাওয়ালা এসে আমার চিন্তা ঘুচে দিয়েছিল।তা নাহলে,নামাজ আর হতোনা আমার।
ভালোবাসা নিবেন ভাই😊ইদ মোবারক

আসলে ভাই বৃষ্টির জন্য আমাদের সবারই এরকম সমস্যা সৃষ্টি হয়েছে। যদিও সবই ওপর ওলার ইচ্ছা। তবে খারাপ লাগলো যে ফুপুর বাসায় ঈদ করতে পারলেন না।তাছাড়া সায়ন বাবুর সাথে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপনি।যাই হোক সব মিলিয়ে সুন্দর একটি সময় কাটিয়েছেন।আর ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর কিছু মুহূর্ত আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

মেজো ফুফুর ওখানে ইদ না হলেও ঘুরে ঘুরে সবখানে ইদ করতে পেরেছি😂যাযাবরদের মতো একটু ফিল এসেছিল।ভালোবাসা নিয়েন🤗

আমরা সবাই এবার ঈদুল ফিতরের নামাজ বৃষ্টির মাধ্যমে দিয়ে পার করেছি। যাইহোক, দিনটি অনেক শীতল পরিবেশের সৃষ্টি হয়েছে। যেটা উপভোগ্য মুহূর্ত ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের সাথে আপনার ঈদুল ফিতরের মুহুর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

সবমিলিয়ে দিনটি আমার ভালোই কেটেছে ভাই।ইদ মোবারক🥰

বৃষ্টির কারণে ঈদের দিন টা আমারও বেশ ভালো কাটেনি তবে আপনার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো যদিও বৃষ্টির দিনে ঘোরাঘুরি করতে ভালোই লাগে। আর দীর্ঘদিন পর বৃষ্টিতে ভেজার অনুভূতিই অন্যরকম।

হ্যাঁ ভাইয়া 😇বেশ ভালোই অনুভূতি ছিল🥰।ধন্যবাদ

আমার পক্ষ থেকে প্রথমে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।। আমাদের দিকেও গতকাল সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল সেজন্য আমরা কোথাও ঘুরতে বের হতে পারিনি।। আপনার ঈদ আনন্দ আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ইদ মোবারক ভাই 🥰
হ্যাঁ,বৃষ্টি প্রায় কম-বেশি সব জায়গাতেই হয়েছিল গতকাল।তবে যারা ইদ উপভোগ করার ধান্দায় ছিল তাদের আটকাইতে পারেনি😁।
ভালোবাসা নিয়েন 🥰

ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক

খুব সুন্দর ভাবে ঈদ আনন্দ উদযাপন করছেন জেনে খুবই ভালো লাগলো। প্রিয়জনদের সাথে খুব সুন্দর ভাবে ঈদের আনন্দ উপভোগ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ভালো থাকবেন ধন্যবাদ।

ইদ মোবারক ভাই😊
আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালোভাবেই ইদ পালন করতে পেরেছি।ভালোবাসা নিবেন💜