আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।
মানুষ হিসেবে আমি একটু ফিটফাট আর সিমসাম ভাবে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।পরিবেশ ভেদে হয়তো মাঝে মাঝে তার ব্যতিক্রম ঘটে।যদি বলতে যাই তাহলে বলতে হবে,খুত জিনিসটা আমার কাছে কেনজানি বিরক্ত লাগে।আর সেটা যদি আমার নিত্য প্রয়োজনীয় এবং পছন্দের জিনিসে তাহলে তো কোনো কথাই নেই।যদি কখনো এমন হয়েও যায় তাহলে আমার ভেতরে কোথাও একটা ছটফট ছটফট ভাব কাজ করে।কোনো কাজ করে শান্তি পাইনা।আর যদি প্রিয় কোনো একটা মানুষ পরিবর্তন করে ফেলে নিজের তাহলে তো নিজের কাছে নিজেই অচেনা হয়ে যাই😅।
তো যাইহোক,প্রসঙ্গে আসা যাক।গত বৃহস্পতিবার দুপুর বেলা,আমার ঘরের এবং বাবার ঘরের প্লাস্টিকের ফুলের গাছ দুইটা পরিষ্কার করছিলাম।আমার আবার একটা স্বভাব আছে,স্বভাবটা খারাপ নাকি ভালো তা আমার জানা নেই।তবে আমার কাছে ভালোই লাগে।একা একা যখন কোনো কাজ করি তখন গান না শুনলে মনে হয় এনার্জি পাইনা😑।পড়াশুনার ক্ষেত্রে আলাদা বিষয়। তো তখনো এর ব্যতিক্রম হয়নি।চেয়ারে বসে হাটুর উপর ফোনটা রেখে গান শুনছিলাম আর গাছ পরিষ্কার করছিলাম।
হঠাৎ করে ম্যাসেজ আসলো আর আমি তার রিপ্লাই দেওয়ার জন্য হাত নারাইছি,ব্যাস।ফোনটা ফ্লোরে পড়ে গিয়েই সেফটি গ্লাসের একটা ধার গেলো ফেটে🙂।ফোন কেনার পর এই প্রথমবার হলো💔।কাজ থেকে তো মন উঠে গেলো।জিনিসটির দাম বেশি না তবে সেই জিনিসটাই পুরো মোবাইলের সৌন্দর্য নষ্ট করে দিয়েছিল।কোনো রকমে শুধু দুপুরটা পার করেই বিকেলে দোকানে গিয়েছিলাম গ্লাস চেঞ্জ করে নিতে।
দোকানে গিয়ে ফোন মডেল বলে আগে গ্লাসটা পালটে নিলাম।তারপর মনে হয় শান্তির মায়ের ধরা পেয়েছিলাম।ফেসবুকে মাঝে মাঝে কিছু মিমস দেখি যেখানে লেখা থাকে,৯০% ফোন ইউজারেরই সেফটি গ্লাস ভাংগা থাকে।আমার কেনজানি এই জিনিসটা খুবই বাজে লাগে।মানে দেখতেই কেমন একটা লাগে😬।সত্যি বলতে আমার নিজের দোষেই এবার এমন হয়েছিল।ব্যাক কভার ছাড়া যদি ফোনটা ইউজ করি তাহলে এতোটা তৃপ্তি পাওয়া যায় যা বুঝনোর মতো না।তো সেই সুবাদেই কভার খুলে ফোন চালাচ্ছিলাম।আর সেই তৃপ্তিই পরে তৃপ্তি বিলুপ্তির কারণ হয়েছিল।যাইহোক,শিক্ষা হয়েছে।সেফটিই ফার্স্ট💚।
Cc. @farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.31/01/22