নতুন বন্ধু

in hive-129948 •  4 years ago 

বেশ অনেকদিন ধরেই চাইছিলাম একটা নতুন ফোন কিনতে।কাল অবশ্য ইচ্ছাটা পূর্ণতা পাইছে।তবে ইচ্ছার মতো করে সেটা হয়ে ওঠেনি।দোকানে ঢোকার আগ মূহুর্ত পর্যন্ত চিন্তা-ভাবনা ছিল রেডমি নোট টেন কেনার।কিন্তু দোকানে যাওয়ার পর সব সিদ্ধান্ত উলট-পালট হয়ে যাওয়ায় অপো এফ-নাইন্টিন প্রো কিনে ফেলি।
IMG20210725091908.jpg

IMG_20210724_174555.jpg
স্পেচ সিলভার রঙ্গয়ের অপো এফ-নাইন্টিন প্রো।

IMG20210724180636.jpg
ফোন কিনে আনার পর দাদির ছবি তুলেছিলাম সর্বপ্রথম।

লকডাউন চলতেছে সারা দেশে।দোকান-পাট সব বন্ধ ছিল।চেনা-জানা এক দোকানদারকে ফোন করে ডেকে এনেছিলাম দোকানদারকে।দোকানে গিয়ে দেখি দোকান বন্ধ।ভাবলাম কি ব্যাপার?এই উনি বললেন যে উনি দোকানে অথচ দোকান বন্ধ।আবার যখন ফোন করলাম তখন উনি জানালেন উনি দোকানের ভেতোরই আছেন।বাহিরে একজন লোক রাখা ছিল যে দোকানের সাটার বাইরে থেকে নামায় দিচ্ছিল এবং দরকার হলে তুলে দিচ্ছিল।বিষয়টা বেশ ভালোই লেগেছিল।দোকানে যাওয়ার পর নানারকম কারণেই আমার সিদ্ধান্ত পালটে গিয়েছিল।

সামান্য স্পেসিফিকেশন

১৭২ গ্রাম ওজন সম্পন্ন ৬.৪৩ ইঞ্চির ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রমের বিশাল ক্ষমতাসম্পন্ন। সুপার এমোলড টাচস্ক্রিন এবং এর ব্যাটারি ৪৩২০ মেগা এম্পিয়ার।পিছনের ক্যামেরা যথাক্রমে ৪৮,৮,২ এবং ২ মেগাপিক্সেল যেখানে সামনের ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।

এখন পর্যন্ত তেমন কোনো বাগ পাইনি।বেশ ভালোই কাজ করতেছে সবখানে।আশা করি।শেষ পর্যন্ত এমনই রয়ে যাবে।

SHOT BY:@farhantanvir
SHOT ON:huawei u29,oppo f19 pro
DATE:24,07,21
LOCATION

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শুভেচ্ছা রইল তোমার জন্য। এখন লেগে পরো ভালো ভাবে লেখালেখিতে ।