আসসালামু আলাইকুম 😊আশা করি সবাই কুশল আছেন।আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি।তো চলুন গল্পে যাই-
একটা মানুষের গুরুত্ব কতটুকু সেটা সে বেচে থাকতে বোঝা যায়না🙂।কিন্তু যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় তখনই তার করা কাজের মাধ্যমে বা তার বিভিন্ন স্মৃতির মাধ্যমে তার গুরুত্ব হারে হারে বোঝা যায়।এটাই প্রকৃতির নিয়ম🙂।
এটা আমার দাদিবাড়ি
ছবিটিতে যে বাড়িটি দেখছেন,সেটা হলো আমাদের গ্রামের বাড়ি।আমার বাবার দুই ভাই তিন বোন।অর্থাৎ তারা মোট ছয় ভাই-বোন।বোনদের তো বিয়ে হয়ে অন্যের বাড়ি আর ভাইরা চাকরির সুবাদে অন্যান্য শহরে।দাদু মারা গেছে ১৯৯৩ সালের ওদিক।তো স্বাভাবিকভাবেই দাদিকে ওই বাড়িতে একা থাকতে হতো।আমার জন্মের পর থেকেই তাই দেখে আসছি।আমরা সবাই প্রতি বছর ইদুল ফিতর বাড়িতে পালন করতাম বলে ওই একটা সময়েই সবাই একত্রিত হতাম ওই বাড়িতে।আর দাদি তার খেয়াল খুশি মতো আমাদের সবার বাসায় যাতায়াত করতোই।বাসায় আসলে খুব বেশিদিন থাকতো না দাদি।বাড়িতে কেউ নেই,এখানে এটা রাখছে ওখানে ওটা।এসব বলে চলে আসতো।একটু ছিমছাম স্বভাবের হওয়ায় বাড়ির যত্নের ত্রুটি থাকতো না।দাদির কথা মাঝে মধ্যেই সবাই বলতো,এমন মানুষ খুব কমই দেখা যায়।এতো বয়স হয়েছে তাও একা হাতে সব সামলায়।
শুধু বাড়ির কথা বললে ভুল হবে,আমাদের যাবতীয় জমি জমার হিসাব,কোন জমিতে কি চাষ হইছে,কত টাকা বিক্রি হইছে কত খরচ হইছে একদম সবকিছুর কড়া হিসাব রাখতেন।পাক্কা সংসারী লোক যাকে বলে আরকি।
আচ্ছা তালা দেখে কি মনে হচ্ছে যে কেন তালা দেয়া?তালা কেন দেয়া থাকবেনা বলেন,কেউ যে আর থাকেনা বাড়িতে।যে লোকটা বাড়িটাকে আগলে রাখতো সে-ই তো মারা গেছে😞।আজ চার মাসের মতো হচ্ছে দাদি মারা গেছে😔।তিনি চলে যাওয়ার পর থেকেই সবাই বুঝতে পারছে আসলে তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন🙂।এতোবড় বাড়ি,অথচ দেখাশুনা করার কেউ নেই।মাসে একদিন গিয়ে কেউ পরিষ্কার করে রেখে আসে,তাও কি দাদির মতো ওমন যত্ন কেউ নিতে পারবে😫।সত্যি বলতে তার অনুপস্থিতি সবাইকে খুব ভালোভাবে নাড়িয়ে তুলছে।সবই আছে কিন্তু অস্তিত্ব নেই 🙂।
অপারে ভালো থেকো দাদি😓।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.05/02/22
আমি সত্যি খুব কষ্ট পেয়েছি লাস্ট এসে। উনার মারা যাওয়াটা শুনবো ভাবি নাই। আল্লাহ জান্নাত নসিব করুন। আসলে এই ভয়সে এতো হিসেব রাখতেন এটা সত্যি অনেকের দ্বারাই সম্ভব হতো না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে খুব কর্মঠ এবং চতুর মানুষ ছিলেন।ওমন বয়সে যা প্রায় কল্পনাতেই সম্ভব।যাইহোক ধন্যবাদ আপনাকে😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি খুব কষ্টের ছিলো। বাড়ি এখন বড্ড একা হয়ে গেলো। তবে উনার বাড়িতে একা থাকার বিষয় টা আমার ভিতরে জানি না কেমন একটা নাড়া দিয়ে উঠেছে। দোয়া রইল উনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এডমিন শুভ ভাইয়ার বিয়েতে গিয়ে দাদি একটা কথা বলেছিলো,
বডি কাঠ হতে পারে.....
টাকায় মার খেতে পারি কিনতি ব্রেইনে মার খাবোনা।😅
আশা করি বুঝে গেছেন উনি কেমন ছিলেন🙂।ভালোবাসা নিবেন ভাই🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit