ফলের ফটোগ্রাফি

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
গ্রীষ্মের সময় মানেই আশপাশটা ফলমূলে ভরা থাকে এবং আগামীতেও থাকবে।এতো এতো ফলের ভীড়ে ওই কাঁচা আম'টাই আমার কাছে শ্রেয়।হাল্কা মিষ্টি কাঁচা আমের সাথে একটু লবণ আর মরিচের গুড়া মিক্সড।আহা,ভাবতেই জিভে পানি চলে এলো।যেহেতু পাকা আম আমি খাইতে পারিনা তাই কাঁচা আম পাইলে আর ছাড়িনা।তবে সেজন্য শুধু আমের ফটো নিয়েই আসিনি সাথে আরো কিছু আছে।

চলুন ফটোগুলো দেখা যাক-

ফটো-১

IMG_20230520_230654_431.jpg

ফটো-২

IMG_20230520_230507_396.jpg

ফটো-৩

IMG20230516173850.jpg
Location

এই তিনটা ছবি নিয়ে লিখবো কি!তার৷ আগেই তো জিভের অবস্থা খারাপ।বাসা থেকে মেসে আসার সময় যদিও ব্যাগ ভরে আম এনেছি তবে এই সকাল সকাল আম খাওয়াটা ঠিক হবেনা।এভাবে কাঁচা আম খেতে পছন্দ করেনা এমন লোক বোধয় পাওয়া মুশকিল।এসিডটি,কন্সটিপিটেশন কিংবা বদ হজম দূর করতেও কাঁচা আম বেশ উপকারী।

ফটো-৪

IMG20230510163732.jpg
Location

এই ছবিটা শেয়ার করার একটা বিশেষ কারণ আছে।আর তা হলো পুরো একটা দিন না খেয়ে থেকে রাত ৮ টার দিকে এই কলা আর কমলা খাওয়ার সুযোগ পেয়েছিলাম।অনেকেই তো জানেন আমার মামাতো বোনের কথা।তো যেদিন ওর এক্সিডেন্টটা হয় সেদিন এতোটা ব্যস্ততার মাঝে গিয়েছিল যে কিছু খাওয়ার সুযোগ হয়ে উঠেছিলনা।রাতে ওর ঘুম ঘুম ভাব আসার পর এই দুইটা জিনিস খাওয়ার সুযোগ হয়েছিল।

ফটো-৫

IMG20230422105448.jpg

ফটো-৬

IMG_20230422_105659_288.webp
Location

এগুলো তো আঙুর!চিনতে পারছেন কি?সেদিন সানভিকে ছবিটা দেখিয়ে নাম জিজ্ঞাসা করেছিলাম,ও খুব সম্ভবত নিমের কথা বলেছিল।একদম পিচ্চি তো,গাছ-পালা সেভাবে চিনে ওঠেনি এখনো।আমার খালু তার আঙিনায় শখ করে এই আঙুরের গাছটা রেখেছে।যদিও খেতে জঘন্যরকমের টক তারপরেও শখের দাম লাখ টাকা।

ফটো-৭


IMG20230420132258.jpg
Location

এটা অবশ্য আমাদের নিজের গাছের কাঁঠাল।একটা সময় গাছটাতে তেমন কাঁঠাল হতোনা তবে বেশ মিষ্টি আর রসালো হয়ে থাকে।আল্লাহর রহমতে গত চার-পাঁচ বছর হলো গাছের একদম গোড়া থেকে কাঁঠাল ধরা শুরু হয়।
এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি ভালো লাগবে ছবিগুলো।আমার কাছে এই ধরনের পোস্টে ছবির থেকে ছবির পিছনের স্টোরিটা বেশি টানে।যদিও পোস্টটা ছবিগুলোকে বেস করেই করা হয়ে থাকে!
যাইহোক,সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন -

🌱আল্লাহ হাফেজ।🌸

.

©@farhantanvir
Shot on. Oppo f19 pro
Date.23/05/23


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে আমের ফটোগ্রাফি গুলো খুবই লোভনীয় ছিল দেখে খেতে ইচ্ছে করছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

জমিলার কথাতেই এই ছবিগুলো শেয়ার করা😄।আপনাকেও ধন্যবাদ।

image.png

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি যেভাবে আমের ফটোগ্রাফি টা শেয়ার করেছেন তা দেখে তো কোনোভাবেই লোভ সামলানো যাচ্ছে না। এভাবে মরিচের গুড়া দিয়ে আম খেতে সত্যি অনেক ভালো লাগে।

ওটা আমার কাছে একটা নেশা😇।ভালোবাসা নিয়েন।

ভাই আপনার আমের ফটোগ্রাফি দেখে সবারই জিভে জল চলে আসবে। আর যেভাবে লবণ মরিচ মাখিয়ে রেখেছেন তা দেখেই তো মনে হচ্ছে এক ফালি আমের টুকরা নিয়ে লবণ মরিচে মাখিয়ে খাই। যাইহোক ভাই, আপনার ফলের ফটোগ্রাফি গুলো কিন্তু দারুণ হয়েছে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

সবার জল চলে আসলে কিভাবে হবে!দেশে তো বন্যা হয়ে যাবে😆।ধন্যবাদ আপনাকেও।

এখন বিভিন্ন ফলের মৌসুম চারিদিকে আম কাঁঠাল আরো অন্যান্য ফল। আপনি বিভিন্ন ফলের ফটোগ্রাফি করেছেন আসলে ফটোগ্রাফি বিষয়টি যে কোন বিষয়কে সুন্দরভাবে তুলে ধরা। যেটা আমিও করতে পছন্দ করি।

এটা একদম সত্য কথা বলেছেন ভাই,ধন্যবাদ।

এভাবে আম কেটে সাজিয়ে রেখে লোভ দেখানো ভীষণ অন্যায়😅। জীবনেও কপালে গার্লফ্রেন্ড জুটবে না 🤭🤭। যাইহোক ভাইয়া আপনার শেয়ার করা বিভিন্ন ফলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। ধন্যবাদ আপনাকে।

গার্ল বন্ধু দরকার নেই,এমনই ভালো আছি।ছোট খাটো একটা উপকারী বদ দোয়া করেছেন😁।

আপনি আজকে বেশ দারুন দারুন কিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে। সবগুলো ফল কিনতে পারলেও আঙ্গুর ফল কে চিনতে পারছিলাম না। কারণ কখনো এভাবে গাছে ঝুলে থাকা আঙ্গুর দেখা হয়নি তো তাই। আর আঙ্গুরগুলো বেশ ছোট ছোট। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর ফলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

দেশী আঙুর তো,তাই এমনই হয় দেখতে।ধন্যবাদ ভাইয়া।

আপনার ফলের ফটোগ্রাফি দেখে সত্যি জিভে জল চলে আসলো। গ্ৰীষ্মকাল মানেই চারদিকে শুধু ফল আর ফল। আমার কাছে এই সিজনের ফলের মধ্যে আম সবচেয়ে বেশি পছন্দ। এই পর্যন্ত অনেক আম খাওয়া হয়ে গিয়েছে। গাছের সবুজ আঙুর দেখে খুব ভালো লেগেছে।আমি অনেক বছর আগে গাছে ধরা আঙুরের এই দৃশ্য দেখেছিলাম। আজ এত বছর পর গাছে ধরা আঙুরের এত সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ।

স্মৃতি চারণ করাতে পেরে ভালো লাগলো।ধন্যবাদ আপু।

ফলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো ভাইয়া। এমন আম কেটে রাখলে না খেয়ে কি পারা যায়। 😋আমার তো জিভে জল এসে গেলো।আপনাদের কাঁঠাল গাছে খুব কাঁঠালও ধরেছে এবার।কাঁঠাল ও খুব ভালো লাগে খেতে আমার। দারুন কিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

বগুড়া চলে আসেন।একসাথে আম, কাঁঠাল আর দই খাওয়া হবে ☺️।

যেভাবে আম কেটে লবন মরিচ দিয়ে, ছবি তুলে রেখেছেন তাতে তো আমাদের লোভ সামলানো যাচ্ছে না ।জিভে জল চলে এসেছে। ইচ্ছে করছে এক পিস আম নিয়ে খেয়ে ফেলে। আঙ্গুর গুলো দেখে কিন্তু খুব সুন্দর লাগছে ।যদিও আপনি বলছেন খুব টক। ঠিক বলেছেন ভাইয়া শখের দাম লাখ টাকা ,তাইতো উনি শখ করে গাছটির রোপন করে অবশেষে রেখেও দিয়েছেন। টক হলেও কাটেননি। অন্যান্য ফটোগ্রাফি গুলো ও খুব সুন্দর লাগছে।

অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।দোয়া রাখবেন।

আসলে এটা কিন্তু ঠিক বলেছেন লবণ মরিচ দিয়ে কাঁচা আম খেতে পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। আমি তো ভীষণ ভালোবাসি কাঁচা আম খেতে লবণ মরিচ দিয়ে। আপনি বেশ কয়েকটা ফলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে আমের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে দেখতে, যা দেখে আমার জিভে জল চলে এসেছে। আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভীষণ ভালো লাগলো।

জল আসলে কি আর করার! হয় আম খান নাহয় জল ফেলে দিন😁।

কয়েক ধরনের ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে।দেখে তো জিভে জল চলে এসেছে। আপনার খালু আঙ্গুরের একটা গাছ লাগিয়েছে বাড়ির আঙ্গিনায়। আর আঙ্গুর গুলো দেখেই মনে হচ্ছে খুবই টক হবে। তারপরও শখ করে লাগিয়েছে এটি তার কাছে খুবই মূল্যবান।

শখের জিনিস! মূল্যবান তো হবেই।ধন্যবাদ আপনাকে।

আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফলের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন যে সমস্ত ফলের ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। সত্যি খুব সুন্দর ভাবে আপনি ফলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করি পরবর্তীতে এভাবে আরো অনেক ফলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরবেন।

লোভ সামলাতে পারবেন তো!🤭
ধন্যবাদ ভাইয়া।

ভাই আপনার তোলা ফলের ফটোগ্রাফি গুলো ভালোই ছিলো। প্রথম ৩ টি ছবি দেখে তো আমার অনেক লোভ লেগে গেলো। কাঁচা আম মরিচ এর গুড়ো দিয়ে খেতে দারুণ লাগে। আলাদা রকম এর এক ফিলিংস। আহা। মনে পরলেই জিভে জল এসে যায়। শুভকামনা রইলো।

চলে আসুন একদিন বগুড়ায়।আমের পাশাপাশি দই'ও খাওয়া হবে একসাথে😊।