আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।
আজ শেষ দিনের গল্প।দিনটা ছিল শুক্রবার।একটা মুহুর্ত ভালোভাবে একটু বসতে পারিনি।একেবারেই চরম ব্যস্ততার ভেতর দিয়ে পুরো দিনটা কেটে গিয়েছিল।
সক্কালে ঘুম থেকে উঠে ফ্রেশ হইছি কি হই নাই বাবা বললো মসজিদের হুজুরকে সাথে নিয়ে গিয়ে তিন কেজি খুরমা আনতে।যখন জিজ্ঞাসা করলাম তা দিয়ে কি হবে,বাবা বললো ইশামের জন্য মসজিদে একটু মিলাদ পরায় নেবে।যারা আমার পোস্ট পড়েন তারা হয়তো জানেন আমার ছোট ভাই মানে ইশামের গত বুধবার নাকের পলিপাসের অপারেশন হইছিলো।তো ওর সুস্থতার জন্যই মিলাদ পরায় নিতে চাইছিলো বাবা।ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে মসজিদে গিয়ে হুজুরকে ডেকে নিয়ে বাজারের দিকে গিয়েছিলাম।বাসা থেকে ৭/৮ মিনিটের দুরুত্বেই বাজার।তাই হেটেই গিয়েছিলাম।
ছবিতে আমি আর হুজুর।
Location
দোকান থেকে খুরমা নিয়ে বাসায় চলে এসেছিলাম।তারপর বাবা আবার বললো খুরমাগুলো নিয়ে গ্রামের বাড়িতে যেতে।ওখানকার মসজিদে মিলাদ পরায় নেবে জন্য।ওদিন তো আবার শবে-বরাতের দিন ছিল।রুটি মাংস খাওয়া এক প্রকার ঐতিহ্যই বলা চলে ওই দিনে।তো বাড়ি যাওয়ার পথে আবার এক কেজি গরুর মাংসও নিতে বলেছিল।মনে মনে ভাবছিলাম,খুরমা নিয়ে যাইতেই মন চাচ্ছে না তার উপর আবার মাংস কিনতে হবে!
কি আর করার!শুনতেই হবে।আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে।মাঝপথে ফাসিতলা নামের এক জায়গায় নেমে মাংস নিয়েছিলাম।
Location
মাংস আর খুরমা নিয়ে তারপরে বাড়িতে গিয়েছিলাম।দাদি মারা গেছে মাস তিন হয়েই এলো।পুরো বাড়ি ফাকা।কেউ নেই,তালা দেয়া।
Location
তখনো প্রায় ঘন্টা খানেক বাকি ছিল নামাজের।বাড়ির এপাশ ওপাশটা একবার চক্কর দিয়ে ভেতরে এসে একটু বসেছিলাম।লেবু গাছে দেখি বেশ কয়েকটা লেবু ছিল আর পাশাপাশি অনেক ফুলও ছিল।ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি।
Location
এদিম সেদিক দেখে বেরাতে বেরাতেই সময় হয়ে এসেছিল নামাজের।খুরমা নিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে মিলাদ পরায় নিয়েছিলাম।
তারপর বাসায় ফিরতে ফিরতে বেলা ৪ টের মতো বেজেছিল।ক্লান্ত ছিলাম জন্য একটু বিশ্রাম নিয়েছিলাম।
আর তারপরের ঘটনা ইতোমধ্যেই আপনাদের সাথে আলোচনা করেছি।মানে শবে-বরাতের রাতের গল্পটুকু আরকি।
শেষদিনটা এভাবেই কেটে গিয়েছিল😊।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Date.22/03/22
আপনার ভাইয়ের জন্য মন দোয়া রইলো। আসলে আপনাকে ধৈর্য্য ধরতে হবে। আর আল্লাহ কাছে শুধু দোয়া করতে হবে।আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। দোয়া ও ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে সুস্থ থাকি বা অসুস্থতা সবসময় আমরা আল্লাহকে স্মরণ করা মুসলিম হিসেবে আমাদের কর্তব্য। কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপাসনা করা আমাদের একমাত্র কাজ। আপনি খোরমা কিনেছেন রাস্তায় গরুর মাংস কিনেছেন এবং কি বাড়িতে গিয়ে একেবারেই ফাঁকা একটা ঘর পড়ে আছে হয়তো আপনি নিজেও অসস্থি বোধ করেছেন কাউকে না পেয়ে। তবে বিষয়গুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক ভাল লাগল এবং মিলাদ পড়ানোর জন্য আপনি গ্রামে গিয়েছেন। আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈশান ভাইয়ের নাকের পলিপাস এর জন্য অপারেশন হয়েছে তাই আপনারা মসজিদে মিলাদ দিলেন এই বিষয়টি শুনে সত্যিই অনেক ভালো লাগছে। আপনার আজকের দিনের অ্যাক্টিভিটি গুলো খুব ভালো কেটেছে ধন্যবাদ আপনাকে আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit