সমাজ বই থেকে জেনেছি, আমরা সংকর জাতি।মানে নানা ধরনের জাতির মিশ্রন নিয়ে আমাদের বসবাস।জাতির পাশাপাশি সংস্কৃতিতেও বেশ মিশ্রন লক্ষ্য করা যাচ্ছে ইদানীং।
পাশ্চাত্য সংস্কৃতি আমাদের মধ্যে মিশে যাচ্ছে এটা নতুন কিছু না বা চমকে যাওয়ার মতোও কিছু না।ভ্যালেন্টাইন্স ডে-এর কথাই বলুন না!এটা কিন্তু সম্পূর্ণই পশ্চাতদের সংস্কৃতির অংশ।তারপরেও অনেক আগে থেকেই এটা আমাদের দেশ সহ আরো অনেক দেশেই পালন হয়ে আসছে।
পাশ্চাত্যদের আরেকটি বিখ্যাত উৎসব হলো হ্যালোইন/হ্যালোউইন।এটা সম্পর্কে হালকা হালকা আগে থেকেই জানতাম বিভিন্ন কার্টুন আর মুভির কল্যাণে।ক্ষুদ্র পরিসরে হলেও এবার নিজের দেশেই এই বিষয়টি পালিত হতে দেখছি।
সন্ধ্যাবেলা বায়োলজি পড়ছিলাম।খালাতো ভাই হঠাৎ ফোন করে বললো,মোমোইনে যাচ্ছি।যাবে?যদিও কাল এক্সাম আছে,আমি তাও ওকে না করিনি।যাইহোক,ওখানে যাওয়ার পর দেখি পুরো হোটেলটাই হ্যালোইন উপলক্ষে কাস্টমাইজ করেছে।প্রায় সব স্টাফই নানাভাবে সেজেছিল।প্রত্যেকের মুখে ভূতের মুখোশ,দেয়ালে বাদুর-মিষ্টি কুমড়া,ভূতের অরিগামি করা।কিছু বাচ্চা-কাচ্চাও নিজেদের মতো মজা করছিল।যেহেতু,বিষয়টা আমাদের এদিকে এখনো সেভাবে প্রচার হয়নি,তাই লোকজনের আগ্রহ ওতো বেশি চোখে পড়েনি।গত ২/৩ দিন থেকে ফেসবুকে হ্যালোইন সম্পর্কে বিভিন্ন ধর্মীয় মতবাদ শুনে আমি নিজেও খুব বেশি বাড়াবাড়ি করিনি।আপনাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট কয়েকটা ছবি তুলেছিলাম।
ঘোরাফেরা শেষে ১০ টার ওদিক মেসে আসার পর ফ্রেশ হয়ে এই হ্যালোইন নিয়েই লেগে পরেছিলাম।গুগলে একটু খোঁজাখুজি করেছিলাম।
মূলত যা বুঝেছি তা হলো,মৃত আত্মার সাথে জীবিত আত্মাদের মিলিত হওয়ার জন্য একটা পবিত্র সন্ধ্যা হিসেবে এই হ্যালোইন পালিত হয়।২০০০ বছর আগে কিল্ডিক নামের কোনো এক জাতি ছিল যাদের কাছে ১লা নভেম্বর ছিল নববর্ষ।তাদের বিশ্বাস নতুন বছরের আগের রাতে জীবিতদের সাথে মিলিত হতে মর্তে নেমে আসে মৃতরা।তো এখান থেকেই তারা হ্যালোইন সেলিব্রেশনে মেতে ওঠে।ধীরে ধীরে এটা আমেরিকা,ইংল্যান্ডে ছড়িয়ে পরে।
এগুলো নিয়ে ধর্মীয় মতবিরোধ অনেক আছে।কিন্তু আমি সেগুলোতে যেতে চাইনা।ধর্ম প্রতিটা মানুষের ব্যক্তিগত অনুভূতি। কে কিভাবে তার ধর্মকে সম্মান জানাবে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়।
দিন দিন আমাদের সংস্কৃতিতে এমন আরো অনেক দেশের সংস্কৃতি মিশছে এবং আগামীতেও মিশবে।কিন্তু এগুলোর ভীড়ে আমাদের নিজস্ব সংস্কৃতিকে ভুলে যাওয়া আমাদের উচিৎ না।আমাদের সংস্কৃতি রক্ষার দায়িত্ব আমাদের।
বিঃদ্রঃ সম্পূর্ণ বিষয়টি গতকাল রাতে লেখা।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.01/11/22
হ্যালোইন সম্পর্কে আজকে তানজিরা আপুর পোস্টের মাধ্যমে অনেক কিছুই জানলাম। সত্যি কথা বলতে এর আগে কখনো এ বিষয় সম্পর্কে এতটা ধারণা ছিল না। এরপর দেখি আপনার পোস্ট। তাই পড়ার আগ্রহ আরো বেড়ে গেল। আসলে ভূত বা আত্মা বলতে কিছু হয় কিনা জানিনা তবে এই দিনটি সবাই উদযাপন করে। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ভালো লাগাই আমার স্বার্থকতা ☺️ নিরন্তর ভালোবাসা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই যুগে এসে নিজ সংস্কৃতি টিকিয়ে রাখা খুব মুস্কিল সেটা যে দেশেরই হোক না কেন।এখন যার যেটা ভালো লাগে সেটাই করে।তবে যাদের কাণ্ডজ্ঞান আছে নিজ সংস্কৃতির প্রতি সম্মান আছে তারা মোটেও এমন করে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই ভাই,আপনার সাথে একদম একমত।নিজের সংস্কৃতিকে প্রাধান্য দিয়েই আমাদের অন্যকিছু করা উচিৎ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বায়োলজি পরীক্ষার পড়া বাদ দিয়ে উৎসবে অংশ নিলেন😜। ঠিক তাই, পাশ্চাত্য সংস্কৃতির অনেক কিছুই ইতিমধ্যে আমাদের সাথে মিশে যাচ্ছে। তবে এই হ্যালোইন উৎসবটা আমাদের দেশে পালিত হয় না। এই বছরই চারপাশ থেকে একটু শুনা যাচ্ছে এই উৎসব সম্পর্কে। কয়েক জায়গায় পালিত হচ্ছে। যদিও ভুত আত্মা এসব কিছুর আসলেই অস্তিত্ব আছে কিনা জানিনা তবে এই উৎসবটি যেখান থেকে উৎপত্তি সেটি বহু বছর পুরনো তাই হয়তো সে যুগের মানুষেরা এসব বিশ্বাস করত। আসলেই আমাদের উচিত আমাদের সংস্কৃতিকে রক্ষা করা। ফটোগ্রাফি গুলো ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনটা আর সায় দিয়েছিলোনা পড়ার জন্য😁।এক্সাম তো দিয়েছি,মনে হয় পাশ হবে।
আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা আসলে খুব সহজি ম্যানিপুলেটেড হই।নিজেদের এত সমৃদ্ধ সংস্কৃতি রেখে আমরা ধীরে ধীরে পাশ্চাত্যের সংস্কৃতির দিকে ঝুকে পড়ছি।নিজেদের সোনালী ইতিহাস কে ভুলে যাচ্ছি।অনেকটা কাকের ময়ূর সাজার মত অবস্থা হচ্ছে আমাদের।ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাও যদি ইংলিশ ইংলিশ ফিল আসে😆!
ভালোবাসা নিয়েন দাদা☺️😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যালোইন সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত। যতটুকু জানলাম আপনার এবং তানজিরা আপুর পোস্ট থেকে। তবে বাংলাদেশেও হ্যালোইন উৎসব পালন এটে একেবারে নতুন। ঐ ঠিকই বলেছেন আমরা সংকর জাতি খুব সহজেই অন্যদের সংস্কৃতি আমাদের মধ্যে মিশে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনুকরণে পারদর্শী বলে কথা।
ভালোবাসা নিয়েন ভাই ❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit