জীবনটা এখন যেভাবে চালাচ্ছি তা আসলে কোনো অংশেই একটা নাটকের থেকে কম না।দেখেন আমরা তো সামাজিক জীব।তো বাচতে গেলে অবশ্যই চারপাশে মানুষ লাগবেই আর তাদের সাথে মিশতেও হবে।এটাই নিয়ম আর এটাই মানতে হবে।
এক্ষেত্রে আমি এখন যে সমস্যা ফেস করছি তা হচ্ছে রুচিবোধে।বুঝায় বলি-
বাঁচতে গেলে লোকের সাথে মিশতেই হবে।এখন তারা হতে পারে আপনার বাবা-মা,আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব সহ অনেকেই।কিন্তু কথা হচ্ছে,কারো সাথে যদি আপনার রুচি না মেলে, মানসিকতা না মেলে তাহলে কি করার!?
আমার ক্ষেত্রে যদি বলি তাহলে তো এই সিরিয়াল থেকে বাবা-মা, আত্মীয়-স্বজন অনেক আগেই বাদ পড়বে।কারন,আমি থাকি মেসে।তাদের সাথে হাজার বার মেন্টালিটি মিললেও যাওয়া সম্ভব না।
থাকি যেহেতু মেসে,তো আশেপাশের সবাই নতুন।বিশ্বাস করেন ভাই,কারো সাথে মেন্টালিটি মিলেনা।আমি খুব ছিমছাম আর পরিষ্কার থাকতেই পছন্দ করি।বাট এরা মনে হয় যত নোংরা থাকতে পারে ততই শান্তি।
বাহিরে গেলেও এমন ব্যবহারগুলো করে একেকজন যেগুলো জাস্ট নেওয়াই যায়না।সবাই একই কলেজে পড়ি।তো যাওয়ার সময় কিন্তু একসাথেই যাওয়া যায় কিন্তু যে যার মতো যায়।আচ্ছা ওটা বাদই দিলাম,প্রাইভেট কাজ বা অন্যকোনো কারণ থাকতেই পারে এখানে।একদিন যদি কেউ কলেজ না যাই,তো আরেকজনের কিন্তু উচিৎ তাকে এসে বলা কোনো সাজেশন দিল কিনা বা কি পড়ালো!নিজে থেকে বলা তো দূর,জিজ্ঞাসা করলেও বলতে চায়না কেউ কাউকে।এগুলো জাস্ট বুঝানোর জন্য বললাম,এমন হাজারটা সমস্যা আছে।
গত সাত মাসে তিনটা মেস চেইঞ্জ করেছি।বাট কোনো সলুশন পাইনি।ক্রমে সে সমস্যা বাড়তেই আছে।ইদানীং উপলব্ধি করতে পারছি,হয় নিজেকে এদের মতো বানাতে হবে নাহয় কারো সাথে মেশাই যাবেনা।
ওই যে বললাম,সামাজিক জীব।মিশতে তো হবেই।শুরুতেই বলেছি জীবন নাটকের থেকে কোনো অংশে কমে চলছেনা।কারো সাথে শান্তিমতো মিশতে পারিনা।জাস্ট কথা বলা লাগে তাই বলি।
মাঝে মাঝে তো এতোটা খারাপ লাগে যে পুরা মানুষ জাতির উপরই ঘৃণা ওঠে।মানুষ এমন হয় কিভাবে!
যদি সম্ভব হতো,এই মানুষগুলোর মাঝে থেকে দূরে সরে গিয়ে একাই থাকতাম।দিন যত যাচ্ছে,আমার কাছে মানুষ নামটাই যেন তেতো হয়ে উঠছে।ঘুরে ফিরে একটা জিনিসই মনে হয়,কারো সাথে আর মিশবোই না।
চাইলে এগুলো অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম।কিন্তু করিনি।আজ করতেছি কারণ একটু আগেই এমন একটা কাহিনী ঘটলো যা আমাকে রীতিমতো থ-বনে দিয়েছে।
দিনশেষে এগুলো নেওয়া যায়না।সেইম মেন্টালিটির মানুষজন আশেপাশে না থাকলে বোধয় সেই সমাজে বেঁচে থাকাই দুষ্কর মনে হয়।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.16/11/22
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনি ঠিকই বলেছেন সেইম মেন্টালিটির মানুষজন আশেপাশে না থাকলে এই সমাজে বেঁচে থাকা এই দুষ্কর মনে হয়। সত্যিই এরকম বেশিরভাগ মানুষের সাথেই হয়ে থাকে। হয়তো আপনি এখনো নতুন তাই। যাইহোক তাদের সাথে আপনার মিশতেই হবে না হলে তো আর কোন উপায় নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া,হয়তো নিজেকেই পালটে ফেলতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরিবেশের সাথে খাপ খাওয়াতে হলে নিজেকেই পাল্টাতে হবে ভাই। আপনি যেমন তেমন মানুষ খুজতে অনেক কষ্ট হবে। শুনেছি মেস লাইফ অনেক কষ্টের তা আপনার পোস্ট পড়েই বুঝেছি। সত্যি এমন মানুষের সাথে থাকা কষ্টকর। আর কতো মেস পাল্টাবেন। এর চেয়ে ভালো নিজেকেই পালটে ফেলুন। নাহলে এদের সাথে পেরে উঠবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া তাই করতে হবে।নয়তো টিকে থাকা যাবেনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে নতুন পরিবেশে এডজাস্ট করা সত্যি অনেক কঠিন কাজ। বিশেষ করে মেস লাইফে এই সমস্যাগুলো বেশি হয়। মেসে সবার মেন্টালিটির সাথে নিজেকে মানিয়ে নেওয়া খুবই কঠিন। আমিও প্রথমে বেশ সমস্যার মধ্যে পড়েছিলাম। এরপর বেশ কয়েকবার রুম চেঞ্জ করার পর শান্তি পেয়েছিলাম। আপনার লেখাগুলো পড়ে মেস লাইফের কথা মনে পড়ে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার তাও সমাধান হয়েছিল কিন্তু আমার হচ্ছেনা।নিজেকেই পালটে ফেলতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে মানুষ তো এমনই ভাই, কারো সাথে কারো মনের ভাব মিলবে না এটাই তো স্বাভাবিক তাই না!কিন্তু মানিয়ে নিয়ে চলাটাই জীবন, যে যত সহজে মানিয়ে নিতে পারে তার জীবন তত সহজ।আর যদি দেখেন অতিরিক্ত হচ্ছে সবকিছু,তাইলে সবার থেকে নিজেকে আলাদা করে নিয়ে কারো উপর কোনো এক্সপেকটেশন ছেড়ে দেন।দেখবেন ধীরে ধীরে সব নরমাল হয়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া,চেষ্টা করছি আলাদাই থাকার।ভালোবাসা নিয়েন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit