কিডনি-নাটক রিভিউ(স্পয়লার ফ্রি)

in hive-129948 •  last year  (edited)

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।তো ইদ কেমন কাটলো আপনাদের সবার?আমার ক্ষেত্রে অন্য দশদিনের মতোই শুয়ে বসে কেটেছে।অন্যান্যবার তাও বাড়িতে যেয়ে গোশত কাটাকাটি দেখতাম,এবার তাও যাইনি।তাই ইদের দিনের কার্যকলাপ নিয়ে কিছু লিখতেও পারিনি।যাইহোক কথায় আসি।
বাংলা মুভির চেয়ে বাংলা নাটক আমার কাছে বেশি ভালো লাগে।আর সেগুলো কমেডি টাইপ হলে তো কোনো কথাই নেই।যারা বাংলা নাটক দেখেন তারা তো নিশ্চয়ই জানেন,জিয়াহুল হক পলাশ যে নাটকে থাকবে সেখানে আপনাকে হাসতে হবেই।কাজল আরেফিন অমি পরিচালিত "কিডনি"নাটকটি গতকাল সন্ধ্যা ৭ টায় রিলিজ হয়েছে।আর সেখানেও বেশ বড় একটা চরিত্রে পলাশ ছিলেন।যদি বিনোদনের মাত্রা উপভোগ করতে চান তাহলে নাটকটি দেখতে পারেন।তবে ফ্যামিলিসহ না দেখার অনুরোধ রইলো।

IMG_20230701_084140.jpg

নাটকটি সম্পর্কে কিছু তথ্য

----------
নামকিডনি
অরিজিনবাংলাদেশী
পরিচালককাজল আরেফিন অমি
অভিনয়েপলাশ,ইভানা,জীবন,বাচ্চু,চাষী,শিমুল সহ প্রমুখ
মুক্তি৩০ জুন,২০২৩
ব্যবধান৫৪.৫০মিনিট

সংক্ষিপ্ত রিভিউ


পলাশ,শিমুল,জীবন,বাচ্চু,চাষী,পাভেল এনারা যতগুলো নাটক কোলাব করেছেন প্রতিটা নাটকই দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে।ফিমেল,ফিমেল-২,গুডবাজ,ব্যাডবাজ সহ অন্যান্য নাটকগুলোর কথা তো জানেনই সবাই।আর কিডনি নাটকটাও ১২ ঘন্টার মাঝেই ১.৭ মিলিয়ন ভিউ ক্রস করেছে।

IMG_20230701_084209.jpg

নাটকে ডাক্তারের চরিত্রে অভিনয় করেন পলাশ(ডা.দেওয়ান),ইভানা(ডা.নাজমা) ও বাপ্পী আশরাফ(ডা.শেঠি)।সহজ সরল মানুষদের গ্রামে জনস্বার্থে চিকিৎসা দেওয়ার জন্য এই তিন ডাক্তার এক গ্রামে আসেন।আর এর মাধ্যমেই গ্রামে তাদের আগমন ঘটে।
যেহেতু গ্রামটাতে শিক্ষিত লোক খুব কম তাই তাদের জ্ঞান বুদ্ধিও খুব একটা ছিলনা।আর ডাক্তারদের পুঁজি এটাই ছিল।মূলত মানুষগুলোকে ভুলভাল বুঝিয়ে পকেট ভরানোই ছিল তাদের কাজ।

IMG_20230701_084154.jpg

৫৪ মিনিটের এই নাটকের একটা মুহুর্ত হয়তো আপনি বিনোদন ছাড়া পাবেন না।যেহেতু,নাটকটার প্লট খুব ছোট তাই এর চেয়ে বেশি খোলাসা করে কিছু বলা গেলো না।এখন প্রশ্ন হচ্ছে,ডাক্তাররা তো সেবা দেয়ার জন্যই এসেছে।কিন্তু নাটকের নাম কিডনি হলো কেন?তারা কি কিডনির চিকিৎসা দিতো?জানতে হলে দেখতে হবে আর এটুকুই বলবো,বিনোদন নিতে চাইলে নাটকটি দেখবেন।

IMG_20230701_084222.jpg

আমার মতামত

কাজল আরেফিন অমি'র নাটকগুলোর স্টোরি কিংবা হাস্যরসের বিষয় নিয়ে আঙুল তোলা খুব কঠিন।তবে মানুষজন যেটা নিয়ে বেশি কথা বলে সেটা হচ্ছে ওনার পরিচালিত নাটকগুলোর সংলাপ নিয়ে।নাটকে কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার হয়তো এক শ্রেণীর লোককে বিনোদিত করে আবার এক শ্রেণির লোকের কান পচে দেয়।তো আপনাদের কেউ যদি দ্বিতীয় পর্যায়ের মধ্যে থাকেন তাহলে না দেখারই অনুরোধ থাকবে।আর যারা দেখবেন তারা ফ্যামিলিসহ দেখবেন না।দুই এক জায়গায় আজেবাজে ব্যবহার হয়তোবা বেশিই খারাপ শোনাবে।

শেখার মতো তেমন কোনো ম্যাসেজ আমি পাইনি এখানে।তবে বল্টুর চরিত্রে অভিনয় করা জীবন একটা শিক্ষা দেয় আর সেটা হলো অল্প বিদ্যা ভয়ংকরী।


এই নাটকগুলো আমি বিনোদনের জন্যই দেখি।আর সেক্ষেত্রে এই নাটকগুলো এক চুলও নিরাশ করেনা।বিনোদন নিতে চাইলে দেখতে পারেন।আর যারা দেখে ফেলেছেন তারা কমেন্টে অভিজ্ঞতা জানাতে পারেন।

আজ এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন -

আল্লাহ হাফেজ।

©@farhantanvir
Image source. Taken from YouTube as screenshot
Date.01/07/23

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ভাইয়া আমিও আপনার মত মুভির চেয়ে নাটক বেশি দেখি। কিডনি নাটকটি আমার এখনো দেখা হয়নি, তবে আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে দেখতে হবে।সহজ সরল গ্রামের মানুষদেরকে ডাক্তাররা কিভাবে ঠকায় সেটা না দেখলে বুযা যাবেনা।ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

বর্তমান সময়ে এমন কিছু পরিচালক এরকম কুরুচিপূর্ণ শব্দের নাটক তৈরি করে। আগেকার দিনের নাটকগুলো পরিবার নিয়ে দেখা যেত। এখনকার দিনের নাটকগুলোর মান এত খারাপ হয়েছে যে পরিবার পরিজন নিয়ে একসঙ্গে দেখা যায় না। যাইহোক যারা এরকম শব্দ পছন্দ করে তাদের জন্য মনে হয় নাটকটা বেশ ভালোই হবে।

যদিও এই নাটকটা এখন পর্যন্ত সম্পূর্ণ দেখিনি গতকাল রাত্রে অল্প একটু দেখেছি। যতটুকু দেখেছি ততটুকু দেখে মনে হয়েছে নাটকটা অনেক বেশি হাস্যরসিক এবং শিক্ষনীয়। তবে মাঝে মাঝে কিছু শব্দ ইউজ করা হয়েছে যার কারণে হয়তোবা ফ্যামিলির সঙ্গে বসে নাটকটা দেখা সম্ভব নয়। দারুন ভাবে আপনি আমাদের মাঝে রিভিউ তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

খুব চমৎকার একটি নাটকের রিভিউ করেছেন ভাই। আসলে নাটকটি দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে খুব বেশি ভালো লাগলো এবং খুব শীঘ্রই নাটকটি দেখে নেব। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

ভাই বিনোদনমূল নাটকগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তবে কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার থাকার কারণে হয়তোবা নাটকটি আমাকে একাই দেখতে হবে, পরিবারের সাথে নয়। তবে যেহেতু আপনি বলেছেন নাটকটি খুবই বিনোদন দিবে মূলত এ কারণেই নাটকটি দেখার ইচ্ছা পোষণ করছি। অনেক অনেক ধন্যবাদ ভাই, চমৎকার একটি নাটকের রিভিউ দেয়ার জন্য।

আসলে এরকম নাটক গুলো দেখতে আমি একদমই পছন্দ করি না। এখনকার বেশিরভাগ নাটকের মান একেবারেই খারাপ হয়ে গিয়েছে। যে নাটকগুলো ফ্যামিলির সাথে বসে একেবারেই দেখা যায় না এখন। আর আগে সবাই মিলে একসাথে নাটক দেখা হতো এবং খুবই ইনজয় করা হতো। তবে যারা এরকম শব্দগুলো পছন্দ করে তারা এই নাটকগুলো দেখে। যাই হোক এই নাটকটা আমার এখনো দেখা হয়নি তাই নাটকটা সম্পর্কে কিছু জানাও নেই। আর আপনি নাটকটার রিভিউ তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

নাটক আমার খুব বেশি দেখা হয় না সময় এবং ব্যস্ততার কারণে। তবুও মাঝে মাঝে বিনোদন নেওয়ার জন্য নাটক দেখার চেষ্টা করি। তবে এরকম নাটক গুলো আমার একেবারে পছন্দ না। ফ্যামিলির সাথে বসে আগে অনেক নাটক দেখা হতো। কিন্তু এখন বেশিরভাগ নাটকের মান একেবারে খারাপ যার জন্য এটাও হয় না। এই নাটকটা আমি এখনো দেখিনি। তবে আপনি রিভিউ টা খুব সুন্দর ভাবে লিখেছেন।