তুমি রাগ করলে ভালো লাগেনা আম্মু(১০% টু শাই-ফক্স)

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম,

আশা করি, সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

দেখেন,বিষয়টা হলো আমরা যত বড়ই হইনা কেন বাবা-মায়ের ছায়াতল থেকে কখনোই কিন্তু বের হতে মন চায়না।পুরো দুনিয়াও যদি আপনার বিপরীতে থাকে, বাবা-মা কিন্তু সেই আপনার হয়েই লড়বে।দিনশেষে বাবা-মা ছাড়া আর কেউ আপন না।শুনতে খারাপ লাগলেও এটাই চিরন্তন সত্য।
mother-2935723_640.jpg
Source
এটা আমার বাজে স্বভাব নাকি ভালো স্বাভাব আমি জানিনা।সেটা হচ্ছে,যাই হোক না কেন আমি কেনজানি সবকিছু আম্মুর সাথে শেয়ার করি।সেটা কেমন বুঝাই বলি।ধরেন,আমার এক ফ্রেন্ড আজকে কিছু একটা করেছে সেটা আমি দেখেছি।বিষয়টা ফ্রেন্ডদের সাথে তো শেয়ার করাই যায় কিন্তু আমি মায়ের সাথেও শেয়ার করি।আবার বিষয়টা যদি বেশি গুরুতর হয় তখন দেখা যায় বাবাকেও বলি।বাট আমার ফার্স্ট ভরসা আমার মা।তবে আবার ভাবার দরকার নেই যে একদমই ফ্রেন্ডলি সম্পর্ক তাদের দুজনের সাথে।দিনশেষে অনেক কিছুই আমার নিজেকেই হজম করে নিতে হয়।

একটা কারণে,আম্মুর সাথে গত পর্শু সামান্য উঁচু গলায় কথা বলেছিলাম।যদিও ফল্টটা আম্মুরই ছিল সেখানে কিন্তু মা তো,কতই আর রাগ করে থাকবো তার উপর।
মাঝে একদিন আমি ফোন দেইনি, আম্মুও দেয়নি।এমনকি বাবাও দেয়নি।বিশ্বাস করেন,এক মুহুর্তও ভালো ছিলাম না।মনে হচ্ছিলো,ফোন দেবে।কিন্তু দেয়নি।
আজ সকালে আমি নিজেই দিলাম,আম্মুর ভয়েস শুনে স্পষ্ট বুঝলাম এখনো মন খারাপ করে আছে।
যখন বাসায় থাকতাম,তখন কোনো কারণে আম্মু রাগ করলে আমি হয় পান অথবা আম্মুর যেই মিষ্টি পছন্দ সেটা কিনে ছোট ভাইয়ের হাতে দিতাম আম্মুকে দেয়ার জন্য।পান বা মিষ্টি কোনটা কিনবো,এটা ডিপেন্ড করতো আমার কাছে থাকা টাকার উপরে।ছোট ভাইয়ের হাতে ওগুলো দেখলেই আম্মু বুঝে যেতো আমি দিয়েছি।

mother-and-son-864142_640.jpg
Source

গতকাল থেকে হাজারবার মনে হয়েছে বাসায় থাকলে এতোক্ষন মন খারাপ করে থাকতেই দিতাম না।কিন্তু এখন তো দূরত্ব বেড়ে গেছে,চাইলেও সম্ভব না।
মন চায় ফোন করে চিল্লায়া বলি,আম্মু তোমাকে অনেক ভালোবাসি কিন্তু বলতে পারিনা।
মাঝে মাঝে মনে হচ্ছে,আমিও উলটে রাগ দেখাই।সামনের ছুটিতে বাড়ি যাবোনা,যা হবার হবে।আবার কিছুক্ষন পরেই মনে হচ্ছে এখনি বাড়ি যাই আর গিয়ে আম্মুর রাগ ভেঙে দেই।

বিষয়টা কে কিভাবে নিবেন জানিনা,বাবা-মা ছাড়া আমার কাছে সবকিছুই অন্ধকার লাগে।যখন তাদের কেউ একজন অসুস্থ হয়ে পড়ে তখন যেন মনে হয় আমার ভেতরে কিছু একটা খালি হয়ে যাচ্ছে।
ওই দুইজনের মুখে হাসি আনাটাই আমার জন্য সবচেয়ে বড় মোটিভেশন।

সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। নিজেদের বাবা-মায়ের দেখাশুনা করবেন,দিনশেষে তারাই সব❤️‍🩹

🌼আল্লাহ হাফেজ🌼

cc.@farhantanvir
Date.06/12/22

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
বাবা মার সাথে সাথে অভিমান করা যায় কিন্তু রাগ করা যায় না।আসলে প্রতিটি মানুষের সবচেয়ে বড় বন্ধু মা। এমন অনেক কথা থাকে তা বাবাকে বলা যায়না কিন্তু মাকে বলা যায়। আমিও আমার জীবনের প্রতিটি মুহুর্ত আমার মার সাথে শেয়ার করি। তবে আপনার আম্মুকে রাগ ভাঙ্গানোর জন্য পান বা মিষ্টি দেয়ার অভিনব কৌশল আমার কাছে খুব মজার লেগেছে। আমার মনে হয় আপনি ফোন করে বলেন আম্মু তোমাকে ভালোবাসি তাহলে সব নরমাল হয়ে যাবে । ধন্যবাদ ভাইয়া ।

কই,সে সাহস বা বলার ভঙ্গিমাটা তো পাইনা🫠।
ধন্যবাদ ভাইয়া 😊

আপনি সবকিছু আপনার মায়ের সঙ্গে শেয়ার করেন জেনে ভালো লাগলো।আমিও আপনার মত সবকিছু পরিবারের সঙ্গে শেয়ার করি এতে অনেকটা হালকা হওয়া যায়।তাছাড়া বাবা মায়ের কাছে আমরা তো সবসময় ছোট তাইনা!আপনার লেখা পড়ে মন ভরে গেল।সত্যিই ভালো লাগে না মা বাবা রাগ করলে,ধন্যবাদ ভাইয়া।

আপনার ভালো লাগাই আমার কাছে স্বার্থকতা 😊 ধন্যবাদ দিভাই🥰

আপনি সবকিছু আপনার আম্মুর সাথে শেয়ার করেন জেনে অনেক ভাল লাগলো। আমিও আমার আম্মুর সাথে সবকিছু শেয়ার করি। এতে অনেক হাল্কা ল্যগে। আমার আম্মু ভাইয়ারা যখন ছোট ছিল তাদের উপর কোন কারনে রাগ হলে ছোট ভাইটা পানের বাটা এনে দিত। আর আম্মুর ও সাথে সাথে রাগ ভেংগে হেসে দিত। রাগ ভেংগে যেত।আপনি আপনার আম্মুর পছন্দের জিনিস নিয়ে গিয়ে আম্মুকে বলবেন ভালবাসি, আশাকরি সব ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

ইচ্ছা তো অনেক হয় আপু,কিন্তু কেনজানি সাহসটা আসেনা🙃।
ভালোবাসা নিয়েন💚

ভাইয়া মা তো মা’ই। মায়ের সাথে কোন তুলনা হয় না। আমরা অনেক সময় রাগ নিয়ন্ত্রন করতে না পেরে মা-বাবার সাথে উচু গলায় কথা বলে ফেলি। আবার কিছুক্ষণ পরে মনে হয় কি করলাম কাজটা। এটা ঠিক হয়নি। সাথে সাথে যদি আম্মুর সাথে কথা বলি তখন মনটা হালকা হয়। আর যতক্ষন পর্যন্ত কথা না বলি মনে শান্তি আসে না। আপনারও উচিত আপনার মায়ের সাথে ফোন করে কথা বলা। ধন্যবাদ ভাইয়া।

হ্যাঁ ভাইয়া😊
মায়ের সাথে তো কারোই তুলনা হয়না☺️।
ভালোবাসা নিয়েন।

ভাই আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। পোস্টটি পরে বুঝতে পারলাম আপনি আপনার আম্মুকে অনেক বেশি ভালোবাসেন।একটা বিষয় আমার ভালো লেগেছে আমার মা পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন পান খেতে খুবই পছন্দ করতেন। আর আজ আপনি আপনার মায়ের রাগ ভাঙ্গানোর জন্য সে পান নিয়ে যেতে চাচ্ছেন। ভাইয়া মার সাথে রাগ করেন না। দিনশেষে মাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ।

একদম আপু,মা ছাড়া আমার কাছে প্রতিটা মুহুর্তই অন্ধকার লাগে🙃