রাস্তাই ময়লার স্তুপ

in hive-129948 •  3 years ago 

আমরা স্বপ্ন দেখি উন্নত দেশের,ডিজিটাল দেশের,একটি পরিষ্কার রাষ্ট্রের ।অথচ কোনো পরিচ্ছনতা মানিনা।আমাদের দেশের প্রায় সব জায়গাতেই রাস্তার পাশে দেখা যায় ময়লার স্তুপ।রাস্তাই যদি পরিষ্কার না থাকে তাহোলে দেশ ডিজিটাল করে কি লাভ রে ভাই?
IMG_20210718_081314.jpg
SHOT BY:@farhantanvir
SHOT ON:huawei u29
DATE: 18/07/21
W3W
অন্য জায়গার কথা জানিনা।ছোট থেকে বেড়ে উঠেছি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।সেখানকার কথাই নাহয় বলি।আমার বাসার সামনেই রয়েছে একটি রাস্তা।যে রাস্তায় সারাদিন রিকশা,অটো,ভ্যান কিংবা মাঝে মাঝে ট্রাক ও বাস যাতায়াত করে।রাস্তার পাশে বিদ্যুতের খাম্বার পাশেই রয়েছে নজরকারা ময়লার স্তুপ।যার সুন্দর গন্ধের জন্য রাস্তার পাশ দিয়ে যাওয়ার রুচিই মরে যায়।আমাদের রাস্তাটার শুধু ওই একখানেই না,আরো দুই তিন জায়গায় আছে ওমন সুন্দর স্তুপ।
IMG_20210718_081418.jpg
SHOT BY:@farhantanvir
SHOT ON:huawei u29
DATE: 18/07/21
W3W
ছোট রাস্তা,সেজন্য নাহয় গুরুত্ব কম বলে ছেড়ে দিলাম।আমাদের এখানে নামকরা একটি স্কুল " গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ-বিদ্যালয়।"স্কুলের মূল গেটের একটু ধারেই রয়েছে আরো বড় বড় ময়লার স্তুপ।যেখানে জমা থাকে মাছ হাটির ময়লা,কাচা বাজারের ময়লা।বিশ্বাস করুন,এতোটা গন্ধ আসে ক্লাসরুমের ভেতোর যে ক্লাস করাই দায় হয়ে পড়ে।
ভাই দেশটা তো আমাদের।তো পরিষ্কার রাখার দায়িত্বটাও আমাদেরই।একবার ভাবুন তো মানুষ বিবেকহীনতার কোন পর্যায়ে গেলে স্কুলের সামনে ময়লার স্তুপ বানায়।নিজেদের মনুষত্ব্যকে জাগ্রত করুন।সচেতনতা বাড়ান এবং দেশকে ভালোবাসতে শিখুন।তাহলেই দেখবেন দেশকে নিয়ে আমাদের যে স্বপ্ন তা একদিন পূরন হবেই ইনশাল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভালো লিখেছো ভাইয়া। তোমার জন্য ভালোবাসা ও শুভেচ্ছা রইল। এগিয়ে যাও ।

ধন্যবাদ ভাইয়া।

ভালো লিখেছেন ভাই

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।