আসসালামু আলাইকুম,
আশা করি, সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
রুমে বসে চানাচুর খাচ্ছিলাম।হঠাৎ করেই বিকট একটা শব্দ হলো।আচমকা শব্দ হওয়ায় একটু ভয়ই পেয়েছিলাম।প্রথমে ভেবেছিলাম ভোল্টেজ কম বেশি হয়ে হয়তো কিছু ফেটে গেছে,সেই ভাবনা নিয়েই রুম থেকে বের হলাম।বের হয়ে দেখি আমার সাইকেলটা নিচে পড়ে আছে।তখন মনে হলো,যে পরিমাণ শব্দ হলো ওই শব্দ যদি সাইকেল পরে যাওয়ার হয়ে থাকে তাহলে তো সাইকেল গুড়ো হয়ে যাওয়ার কথা।
কাছে গিয়ে দেখি সাইকেলের পিছনের চাকার টায়ার টিউব দুইটাই ফেটে গেছে🙂।
প্রায় তখন সন্ধ্যা,ঠান্ডার ভেতর সাতমাথা যাওয়ার ইচ্ছাও হলোনা আর সত্যি বলতে তখন কাছে ৩২ টাকা ছিল,যা দিয়ে সাইকেল নিয়ে সাতমাথাও যেতে পারতাম না।সাইকেল ঠিক করা তো পরের বিষয়।
পরেরদিন সকাল ৬ঃ৪৫ এর প্রাইভেটে গেলাম হেঁটে। আহা সে কি ঠান্ডা,যেহেতু হেঁটে যেতে হয়েছিল তাই ৬ঃ১৫ তে মেস থেকে বের হতে হয়েছিল।যাইহোক,১০ টা পর্যন্ত এভাবে চললো।তারপর বাবাকে ফোন করে টাকা নেওয়ার পর সাইকেলটা রিকশায় তুলে সাতমাথা নিয়ে গিয়েছিলাম ঠিক করাতে।
এক হাত দিয়ে ওমন করে সাইকেল ধরা আবার নিজেকে সামলানো,অতিরিক্ত বেশিই প্যারা হয়েছিল।তবে জ্যাম না থাকায় বেশ তাড়াতাড়িই পৌঁছেছিলাম। যেহেতু দোকান খোলার সময়েই গিয়েছিলাম তাই কাস্টমার যেন না হারায় সে দিক বিবেচনা করেই হয়তো দুজন মেকার রিকশার কাছে এসেছিল সাইকেল নামাতে।আমি প্রথমজনের কাছেই সাইকেলটা ঠিক করতে দিয়েছিলাম।
সব শুনে উনি বললেন টায়ার ও টিউব দুইটাই কিনতে হবে।আর দাম বললেন,টায়ার নেবে ৩২০ এবং টিউব নেবে ১৩০।আর ওনার মজুরি পরবে ৫০ টাকা।
পাশেই সাইকেলের পার্টসের দোকান ছিল,ওখান থেকে ওনার বলা ব্রান্ড অনুযায়ী টায়ার টিউব নিয়েছিলাম।আর দাম ঠিক উনি যা বলেছিলেন তাই নিয়েছিল।
টায়ার টিউব কিনে আনতে আমার যে না দেরি হয়েছে তার থেকে বেশি তাড়াতাড়ি ওনার সময় কম লেগেছিল নতুন টায়ার লাগাইতে।
সব কাজ শেষ হলে আমি তারপর ধুম-৪ ( আমার সাইকেল নিয়ে তৈরি হবে) স্টাইলে সাইকেল চালিয়ে মেসে এসেছিলাম।
সকাল সকাল ৫০০ টাকা পকেট থেকে বের হয়ে যাওয়া বুকের উপর দিয়ে রোলার চালানোর থেকে কোনো অংশে কম না।লাস্টবার হাওয়া কম দিলে হয়তো এই ক্ষতির মুখে পড়তে হতোনা।যাইহোক সবই কপাল🙂।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.08/01/23
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একেবারে অসময়ে সাইকেলের এই অবস্থা হলো। যখন কিনা হাতের অবস্থা ও খারাপ। আসলে বর্তমানে যে পরিস্থিতি চলছে, সবারই হাতে টাকার সংকট। কিন্তু তারপরেও বাবার কাছ থেকে টাকা এনে সাইকেলটা ঠিক করে নিলেন। আসলে অযথা যদি কোন টাকা খরচ হয় তাহলে সত্যিই খারাপ লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হয়তো ওপর ওয়ালা পরিক্ষা নিচ্ছেন🙃
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথা হলো সাইকেল পড়লো টা কেমনে?? বাসা থেকে সাইকেল পড়ে যায়! সকাল সকাল টাকা জরিমানা লেগে গেল! তালা দিয়ে রাখলে হতো সাইকেল ঠিক থাকতো!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টায়ারটা ফেটে গিয়েছিল জন্যই সাইকেলটা পড়ে গিয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহাহা,আপনার দুঃখে আমি হাসছি না ভাইয়া।হাসছি এত বিকট আওয়াজে টায়ার ফেটেছে শুনে আপনার ভাবনা-চিন্তা দেখে। আমি কিন্তু প্রথমে ভেবেছি সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল নাকি।পরে তো বুঝলাম।যাইহোক সকাল সকাল ৫০০টাকা গচ্ছা দিলেও সাইকেলটা ঠিক করে নিতে পেরেছেন এটাই অনেক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু, ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাইকেল এর টায়ার ফেটে যাওয়ায় খুব খারাপ লাগল। তার উপর আপনার কাছে টাকাও ছিল না। দরকারি জিনিস নষ্ট হলে তাড়াতাড়ি ঠিক করে নিতে হয়। আপনিও তাই করেছেন তবে আংকেলের কাছ থেকে টাকা নিয়ে। শেষ পর্যন্ত সাইকেল ঠিক করতে পারছেন এটাই ভাল লাগল। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ ভাইয়া ❤️❤️🩹
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit