ভাইয়ের আবদার মেটাতে (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম, আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

আপনারা যারা আমার পোস্ট পড়েন,তারা হয়তো জানেন আমার ছোট একটা ভাই আছে।নাম হলো,ফারহান ইশরাক ইশাম।ইশাম নামটা আমার খালাতো ভায়ের দেয়া হলেও ফারহান ইশরাক আমি রেখেছি আমার নামের সাথে মিল রেখে😊।ও এবার ক্লাস ৩ এ উঠেছে।আমাদের এখানকার একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে।ছাত্র হিসেবে মোটামুটি ভালোই তবে খুব বেশিই দুষ্ট।আর ওর আবদারের শেষ নেই।এখন ওটা তো তখন সেটা।এভাবেই চলছে।
আমাদের এখানে গত কয়েক মাসে বেশ কিছু দোকান পাট হয়েছে যেগুলো মূলত ফাস্ট ফুড আইটেমের দোকান আর একটি হয়েছে মূলত চায়ের দোকান।তো এই দোকানগুলোর এতো নাম হওয়ার কারণ হলো সবগুলো দোকানই পুকুরের উপরে বাশ এবং ছনের সাহায্য নিয়ে তৈরি।
ইদানীং আমার আড্ডা দেয়ার জায়গা ওই দোকানগুলোই।তো সেজন্য প্রায় সন্ধ্যাতেই এটা-ওটা খাই আর ভাইকে এসে শুনাই😁।আর ও সেগুলোতে যাওয়ার জন্য অস্থিরতা দেখায়।কিছুদিন হলো বেশ জোরাজোরি শুরু করেছিল টঙ্গের চা-তে যাওয়ার জন্য।এটা সেটা বলে চুপ রাখছিলাম।গত শুক্রবার শুভ ভাইয়া এসে ওকে টাকা দিয়ে গেছে আর সেই টাকার গরম দেখাচ্ছিলো আমায়।তুমি নিয়ে চলো টাকা আমি দেবো🐸।কি আর করার,চল যাই।
স্বরস্বতী পূজা উপলক্ষে শনিবার ওর স্কুল বন্ধ ছিল,সেদিন বিকেলেই নিয়ে গেছিলাম বেচারাকে😁।

সন্ধ্যাবেলায় ঝারবাতির আলোয় সজ্জিত টঙ্গের চা-


Screenshot_2022-02-07-21-13-56-71_1c337646f29875672b5a61192b9010f9.jpg

Screenshot_2022-02-07-21-14-13-70_1c337646f29875672b5a61192b9010f9.jpg

বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে গিয়েছিলাম।খুব বেশি দূর না,৫/৬ মিনিট লাগবে রিক্সায় গেলে।

এ ব্যাটা এদিক তাকা,সেলফি তুলছি তো😒


IMG_20220207_212440.jpg

নে তাকাইছি,তোল সেলফি😏


IMG_20220207_212506.jpg

গন্তব্যে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে ওকে নিয়ে ঢুকছিলাম ভেতরে।ওর এক্সাইটমেন্ট দেখে কে🙂,মনে হয় স্বপ্ন হাতে পেয়েছে😅।বাসা থেকে বলে গিয়েছিল ওখানে গিয়ে মালাই চা খাবে।ওকে টেবিলে বসে রেখে চায়ের অর্ডার দিতে গিয়ে শুনলাম মালাই চা সন্ধার পর পাওয়া যাবে🙂।হরলিক্স চায়ের অর্ডার দিলাম দুইটা।আর ব্যাটাকে বুঝনোর জন্য একটা চিকেন কাটলেট অর্ডার করেছিলাম।তারপর জায়গায় বসে অপেক্ষা করছিলাম চা আর কাটলেট আসার জন্য।

অপেক্ষার ফাকে ওর একটা ছবি তুলেছিলাম।


IMG20220205163521.jpg

এটা ডেকোরেশনের জন্য লাগানো।দেখে ভালো লেগেছিল তাই বন্দি করে নিয়েছিলাম।


IMG20220205165501.jpg

ফুলটা দেখেছি অনেক,তবে নাম নিয়ে কনফিউজ।কেউ জানলে বলে দিয়েন😇।


IMG20220205163851.jpg

IMG20220205163600.jpg

অপেক্ষার প্রহর শেষে চলে এসেছিল কাটলেট আর চা।দিলাম ওর সামনে,বললাম এই নে।শখ মেটা।
IMG20220205165208.jpg

IMG20220205170217.jpg

IMG20220205170230.jpg

IMG20220205170454.jpg

চা কাটলেট খাওয়া শেষ করে ওকে বললাম,শখ মিটছে?হ্যাঁ 😊।কথা শুনে নিজেরো ভাল্লাগলো,তাও একজনের তো শখ তো পূরন করতে পেরেছি।যদিও বিনিয়োগ করিনি😆।
ওকে নিয়ে আরেকটু এদিক সেদিক হাটাহাটি করে আবার রিক্সা নিয়ে বাসায় চলে এসেছিলাম।

সর্বোপরি,ভালো কেটেছে সময়টুকু🥰।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Locaion
Date. 07/02/22

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পরিবারের ছোট ভাই বোনদের কে নিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। আমি তো সবার ছোট সবাই আমাকে নিয়ে ঘুরতে বের হয়। আপনার ভাইকে দেখে মনে হচ্ছে খুবই আনন্দ পেয়েছে ঘুরতে গিয়ে। হরলিক্স চা আর কাটলেট খেয়ে তো আপনার ছোট ভাই খুবই আনন্দ পেলেও মনে হয়। ছোটদের কে আনন্দ দেখতে বড়দের খুবই ভালো লাগে এমনিতেই। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

এমনিতে তো দা-কুমড়া সম্পর্ক ওর সাথে🤣😂একটুও মেলেনা।
তাও ভাই তো,বন্ধনটা একটু অন্যরকম 😇
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য আপু🥰

পরিবারের ছোটভাইদের নিয়ে ঘুরতে যাওয়ার মজাটা অন্যরকম। যদিও অধিকাংশ ছোটভাইদের সাথে সাপে নেউলে সম্পর্ক থাকে। তবুও ভালো লাগে ঘুরতে। ধন্যবাদ

আমাদের সম্পর্কটাও ঠিক তেমন😂।দোয়া রাখবেন🥰